শুরু হবে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার কাজ। নতুনদের জন্য সুখবর…

একাধিক প্রকল্পের টাকা
July 22, 2025 | 11:40 pm | By Khobor7din

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আগেই একাধিক প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ৯৪ টি প্রকল্পের কথা তিনি জানিয়েছিলেন। তবে যে সমস্ত নতুন আবেদনকারী পুরুষ কিংবা মহিলারা বিভিন্ন প্রকল্পের আবেদন করেছিলেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে গত 22 জুলাই এর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন, কারা কবে টাকা পাবেন? কোন প্রকল্পের টাকা ঢুকবে? নতুন কি ঘোষণা হলো? সমস্ত কিছুই মনে বিস্তারিত জানানো হয়েছে।

শুরু হবে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার কাজ:

21শে জুলাই রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গে শহীদ দিবস উদযাপন করে থাকেন, আর এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী অর্থাৎ বর্তমান শাসক দলের মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করেছেন। একুশে জুলাই এর মঞ্চ থেকে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার বিবরণ তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, রাজ্যে প্রায় ৯৪ টি প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর সেই সমস্ত প্রকল্পে কি কি সুবিধা দেওয়া হচ্ছে! কারা কিভাবে সুবিধা পাচ্ছেন সেগুলো জানিয়েছেন।

আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড নাগরিকত্বের নথি? ভোটার ভেরিফিকেশন https://khobor7din.in/আধার-কার্ডপ্যান-রেশন-কার/

কোন প্রকল্পে কি কি সুবিধা?

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক প্রকল্পের মাধ্যমে যে সুবিধা গুলো সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন, এদিন তিনি জানান আমাদের রাজ্যে ছোট বড় প্রায় 94 টি প্রকল্প রয়েছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত সুবিধা পান। যেমন:

  • ছাত্র-ছাত্রীরা সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সাইকেল পাচ্ছেন, যাতে ছাত্রছাত্রীদের পায়ে হেঁটে স্কুলে না যেতে হয়, সেই জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।
  • এই প্রকল্পটির পাশাপাশি তিনি বিনামূল্যে রেশনের কথাও জানান। রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহক কে বিনামূল্যের রেশনের সুবিধা দেয় রাজ্য সরকার। সেটাও জনসভায় তুলে ধরেন তিনি।
  • কন্যাশ্রী প্রকল্পে প্রাপ্তবয়স্ক কন্যা ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়। যাতে করে গরিব পরিবারের মেয়েরা নিজেদের পড়াশোনা কে এগিয়ে নিয়ে যেতে পারে।
  • এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাশ্রী মেধা শ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ আরো একাধিক স্কলারশিপের কথা ঘোষণা করেন। যে স্কলারশিপ এর মাধ্যমে ১০০০ টাকা থেকে শুরু করে ১৬০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা।
  • এই সমস্ত প্রকল্পের পাশাপাশি তিনি লক্ষী ভান্ডার প্রকল্পের নাম উল্লেখ করতেও বলেননি। লক্ষী ভান্ডার প্রকল্পে বর্তমানে প্রায় 2 কোটি 21 লক্ষেরও বেশি মহিলারা সুবিধা পাচ্ছেন। যার পরিমাণটা আবারও বাড়তে চলেছে।
  • লক্ষী ভান্ডার প্রকল্পের পাশাপাশি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে ৫০ দিনের জব কার্ডের কাজের সুবিধা দেয় রাজ্য সরকার।
  • এছাড়াও রাজ্যের দুস্থ মানুষদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 1 লক্ষ 20 হাজার টাকা করে গরিব মানুষদের ব্যাংক একাউন্টে দিচ্ছে রাজ্য সরকার। যে টাকা নিয়ে গরিব মানুষ যাতে সহজেই নিজের বাড়ি তৈরি করতে পারেন।
  • এছাড়াও এস সি এস টি ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়েও বড় ঘোষণা করেন,

এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও আরো একাধিক প্রকল্পের ঘোষণা করতে করতে মুখ্যমন্ত্রী জানান, যে ৯৪ টি প্রকল্পের ঘোষণা একসঙ্গে করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই এই মুহূর্তে বেশি বলা সম্ভব হচ্ছে না।

একাধিক প্রকল্পের টাকা দেবে
একাধিক প্রকল্পের টাকা দেওয়া হবে

নতুন প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা:

গত বাইশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেন। এই সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান যে সমস্ত সাধারণ নাগরিকরা গত দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত সুবিধা বা পরিষেবার সুবিধা পান নেই এবার তাদেরকে সেই সমস্ত পরিষেবার সুবিধা প্রদান করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী জানান লক্ষী ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কৃষি এবং কর্মশ্রী প্রকল্প সঙ্গে বৃদ্ধ ভাতা বিধাতা প্রকল্পে বা অন্যান্য প্রকল্প যেমন জমির পাট্টা কাস্ট সার্টিফিকেট এই সমস্ত পরিষেবার জন্য যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রায় ৯০% মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে।

তবে বাকি যে ১০% মানুষরা এখনো পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও পরিষেবা পাননি তাদের জন্য তিনি নতুন ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী এদিন জানান যারা এখনো পর্যন্ত এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদেরকে আগামীর ডিসেম্বর থেকেই পরিষেবা প্রদান করা হবে।

অর্থাৎ এর থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে, যারা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের আবেদন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না বা কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা ডিসেম্বর মাসে পরিষেবা পেতে পারেন।।

শুধু তাই নয় পাশাপাশি বাংলাবাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেও বাংলা বাড়ি প্রকল্পের 1 লক্ষ 20 হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেয়া হবে যার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসেই।

তাই যারা যারা এখনো টাকা পাচ্ছেন না চিন্তা করবেন না আগামী ডিসেম্বর মাসেই ঘোষণা অনুযায়ী আপনাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা কিংবা প্রকল্পের পরিষেবা পেতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে সবার আগে আমাদের ওয়েব সাইটে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেইজ গুলি ফলো করতে ভুলবেন না।

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *