ভোটার কার্ড এ কাজে লাগবে না আধার ও প্যান কার্ড 2025! কি কি ডকুমেন্ট লাগবে? Khobor7din

ভোটার কার্ড এ কাজে লাগবে না আধার ও প্যান কার্ড, সামনেই রয়েছে 2026 সালের নির্বাচন, (by Khobor7din) তার আগেই নতুন সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। তাহলে এবার কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে? কেনই বা ভোটার কার্ড বা আধার কার্ড কে গ্রহণযোগ্য বলে বিবেচিত করা হচ্ছে না?
নির্বাচন কমিশনের বিষয়ে সিদ্ধান্ত:
বর্তমানে দেশজুড়ে চলছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। বিশেষ করে প্রচুর পরিমাণে বিদেশি নাগরিক ভারতে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাস করছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্যের সহযোগিতায় তাদের ধরপাকড় চলছে।
চলছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। সূত্র মারফত জানা যাচ্ছে ভারতবর্ষে প্রচুর পরিমাণে বাংলাদেশী মানুষ অবৈধভাবে অনুপ্রবেশ করে এখানে বসবাস করছেন। যেটা আইনত অপরাধ। অপরাধ চক্রে জড়িত বেশ কিছু মানুষের সহযোগিতা নিয়ে তারা এই দেশের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র বা নথি জাল করে বানিয়ে নিয়েছেন।
ট্রেনের টিকিট বুকিং এ নতুন নিয়ম, বেড়ে গেল ট্রেনের ভাড়া
ফলে কোনটা আসল আর কোনটা নকল ডকুমেন্ট সেটা এখন চেনাই দায় হয়েছে। তাই এখন সম্পূর্ণরূপে চলছে ডকুমেন্ট ভেরিফিকেশন। অবৈধভাবে যারা বসবাস করছেন, ভারতের চোরা কারবারীদের সাথে হাত মিলিয়ে ভোটার কার্ড আধার কার্ড কিংবা প্যান কার্ডের মত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করেছেন, এবার তাদের জন্য খারাপ খবর।
চলছে ডকুমেন্ট ভেরিফিকেশন, যাদের কাগজপত্র সন্দেহজনক বলে মনে হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে প্রশাসন। এমনকি সেই সমস্ত অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের নিজের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রশাসনের তরফ থেকে। আর এই ধরনের জাল নথিকে রোখার জন্যই একের পর এক কড়াকড়ি পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।
ভোটার কার্ডে কাজে লাগবে না আধার ও প্যান কার্ড 2025!
সামনেই রয়েছে 2026 সালের নির্বাচন, তাই এবারে আগেভাগে এই প্রস্তুতি নিতে চাইছে নির্বাচন কমিশন। এদিকে বিহারে বিধানসভা নির্বাচনের জন্য প্রত্যেককে সেলফ সার্টিফিকেট জমা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফম ও প্রকাশিত হয়েছে।
তবে এবার বাংলায় নির্বাচনের আগে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন বলে সংবাদ সুত্রের খবর। জানা যাচ্ছে এবার ভোটার তালিকায় থাকা গ্রাহকের বা উপভোক্তার নাম সংশোধনের জন্য আর আধার কার্ড বা প্যান কার্ড গ্রহণযোগ্য হবে না। প্যান কার্ড কে যদিও নাম সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয় তারপরেও আধার কার্ড কে কোনভাবেই স্বীকার করা হবে না বলে জানা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন বা বিধানসভা ভোটকে কেন্দ্র করে উঠছে অভিযোগ, শাসক দল থেকে শুরু করে বিরোধীদল সবাই ভোটার তালিকায় থাকা ভুয়ো ভোটারের নাম খুঁজে বের করা এবং সেগুলোকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে। উভয় পক্ষ থেকে এই একাধিক অভিযোগও করা হয়েছে এই ভোটার কার্ড গুলিকে নিয়ে বা ভোটার লিস্টে থাকা নামগুলি নিয়ে।
ভোটার লিস্ট যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে একই ব্যক্তির দুটি ভিন্ন বুথে ভোটার লিস্টে নাম রয়েছে। কোথাও সামান্য ঠিকানা পরিবর্তন করে এই রকম নাম – দু জায়গায় তোলা রয়েছে। আবার কোথাও দেখা যাচ্ছে কারো আধার কার্ড জাল করে ভোটার কার্ড তৈরি করা হয়েছে, আবার কোথাও বা দেখা যাচ্ছে যে প্যান কার্ড টা ব্যবহার করা হয়েছে সেই প্যান কার্ড জাল। ফলে এইরকম পরিস্থিতিতে নির্বাচনের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তারা নতুন ভোটার লিস্ট তৈরি করতে বা সংশোধন করার সময় বিভ্রান্ত হয়ে পড়ছেন। সেই জন্যই এবার আধিকারিকরা ভোটার কার্ড সংশোধনে আধার কার্ড কিংবা প্যান কার্ডের মতো নথি কে গ্রহণ করতে চাইছেন না।
এবার ভোটার কার্ডে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে ?
ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সমস্ত ভোটার লিস্টে আগে থেকেই নাম রয়েছে বা যাদের কাছে আগে থেকেই ভোটার কার্ড রয়েছে তারা যদি ভোটার কার্ডে নাম সংশোধন করতে চান সে ক্ষেত্রে প্রয়োজনীয় নথি হিসেবে প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড কে গ্রহণ করা হবে না বলেই জানা যাচ্ছে।
তাছাড়া যদি কোন ব্যক্তির নতুন করে ভোটার কার্ড তৈরি করতে হয় সেক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটো নথিকেই গ্রহণ করা হবে না বলে জানা যাচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে কোন কোন কাগজপত্র দিয়ে নতুন ভোটার কার্ড তৈরি করা যেতে পারে?
জানা যাচ্ছে এবার আধার কার্ড কিংবা প্যান কার্ডের বদলে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিংবা কোন স্বীকৃত বোর্ডের শিক্ষাগত এডমিট কার্ড অথবা প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র দিয়ে ভোটার কার্ড তৈরির জন্য আবেদন করা যেতে পারে। ভুয়ো বা জাল ভোটার কার্ড তৈরি রুখতে এমনই পদক্ষেপ করা হচ্ছে বলে সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে।
এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করতে ভুলবেন না।
WhatsApp Channel | Click Here |
Facebook page | Click Here |