পরিযায়ী শ্রমিক আবেদন, Porijayi sramik Form download

পরিযায়ী শ্রমিক
September 15, 2025 | 11:29 am | By Khobor7din

গরিব খেটে খাওয়া দিনমজুরদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে পরিযায়ী শ্রমিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত সাধারণ মানুষ নিজেদের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে গেছেন তারা যদি কোন রকম সমস্যার সম্মুখীন হন তাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই প্রকল্প।

পরিযায়ী শ্রমিতা পশ্চিমবঙ্গের অর্থনীতি মেরুদন্ড। কাজের সন্ধানে তারা বাড়ি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেয় যাতে তাদের পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্য তুলে দিতে পারেন। কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে তারা নির্মাণ কাজ কৃষি কাজ শিল্প মেনুফ্যাকচারিং সহ আরো অন্যান্য ক্ষেত্রে নিজেদের শ্রম দান করেন। এবং তাদের এই শ্রমের বিনিময়ে অর্থনীতি সচল থাকে।

পাসপোর্ট সার্টিফিকেট লাগবে না একটি ডকুমেন্টেই হবে ভেরিফিকেশন

তবে এই সমস্ত পরিচয় এই শ্রমিকদের জীবন খুবই ঝুঁকিপূর্ণ কারণ ভিন্ন রাজ্যে কাজ করার ফলে সবার কাজ সুরক্ষিত বা ভালো জায়গায় তাও কিন্তু নয়।পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় অসুবিধা হলো কাজের অনিশ্চয়তা নিম্নমজুরির স্বাস্থ্য সুরক্ষার অভাব সামাজিক নিরাপত্তার অভাব এবং নানা ধরনের শোষণ ও বঞ্চনার শিকার হয়ে থাকেন তারা,

আর এই সমস্যাগুলির সমাধান করার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই পরিযায়ী শ্রমিকের শুভ সূচনা করা হয় যাতে তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা দেওয়া যেতে পারে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পরিযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা তাদের জীবন নিয়ে কল্যাণমূলক কাজ করা। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো বলে যাই শ্রমিক প্রকল্পের বিস্তারিত তথ্য, কি কি সুবিধা হয় পড়ে যায় ইসলামিক প্রভাবে আবেদন করলে পাওয়া যেতে পারে?

পরিযায়ী শ্রমিক, Porijayi sramik
পরিযায়ী শ্রমিক, Porijayi sramik

পরিযায়ী শ্রমিক প্রকল্প কবে চালু হয়েছিল?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবেশ শ্রমিকদের জন্য এই বিশেষ প্রকল্পটি ২০২০ সালের শেষের দিকে চালু করেছিলেন কারণ সেই সময় কোভিড মহামারীর জন্য অনেকেই ভিন রাজ্য থেকে কাজ হারিয়ে বাড়ি ফিরে এসেছিলেন, তখনই পরিযায়ী শ্রমিকদের প্রয়োজনীয়তা সামনে আসে এবং তাদের জন্যই চালু করা হয় এই প্রকল্পটি এই প্রকল্পটি মূলত তাদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক ডেটাপেস্ট তৈরি করে তাদের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে শুরু করে যাতে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা যায়, এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু সুযোগ সুবিধা দেয়া হয় পরিযায়ী শ্রমিকদের।

১ আর্থিক সহায়তা:

পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আবেদন করবেন কাজের সময়ে দুর্ঘটনাজনিত কারণে যদি কারো মৃত্যু হয়ে যায় সে ক্ষেত্রে তাদেরকে বা তাদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার সুবিধা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এছাড়াও বর্তমানে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের আরো একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। যেটা হলো শ্রমশ্রী প্রকল্প:

শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে:

যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা সমশ্রী প্রকল্পে আবেদন করবেন তাদেরকে ভ্রমণ সহায়তা বাবদ এককালীন ৫০০০ টাকা আবেদন করার কিছু দিনের মধ্যে এবং এক বছর প্রতি মাসে 5 হাজার টাকা অর্থাৎ ১২ মাসে ৬০ হাজার টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হবে। যতদিন পর্যন্ত না ওই শ্রমিকের কোন কাজের ব্যবস্থা হবে। ততদিন পর্যন্ত তিনি এই আর্থিক সুবিধা পেতে থাকবেন।

পরিযায়ী শ্রমিক প্রকল্পে সামাজিক নিরাপত্তা:

পরিযায়ী শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তার বিষয়েও জোর দিয়েছে রাজ্য সরকার এই প্রকল্পে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সঙ্গে জীবন বীমা এবং কর্ম ক্ষেত্রে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। যেটা উপরে আগেই আলোচনা করা হয়েছে।

আইনি সহায়তা:

পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদনকারী যদি কোন শ্রমিক বাইরে কর্মরত অবস্থায় থাকেন এবং কোন কারণবশত যদি তিনি মজুরি না পান বা সেই মজুরি নিয়ে কোন সমস্যা হয় তাহলে এই প্রকল্পের মাধ্যমে তাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে পারে রাজ্য সরকার।

কিভাবে আবেদন করা যায় পরিযায়ী শ্রমিক প্রকল্পে?

পরিযায়ী শ্রমিক প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান তাহলে বর্তমানে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করা সম্ভব। অফলাইনে ফরম ফিলাপের মাধ্যমে আপনি যদি পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনার এলাকায় যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে ফিলাপ করে সেখানেই যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা করতে পারেন। অথবা আপনার এলাকার বিডিও অফিস, শ্রম দপ্তরের অফিস, এই সমস্ত জায়গায়ও আপনারা ফর্ম সংগ্রহ করে ফিলাপ করে জমা করতে পারেন এই পরিযায়ী শ্রমিক প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য।

অনলাইন আবেদন:

আপনি যদি এই প্রকল্পে অনলাইন আবেদন করতে চান সেক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে এবার নতুন ওয়েবসাইটের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের শ্রম দপ্তরের ওয়েবসাইট (karmasathips.wb.gov.in) থেকে আপনারা শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ ডাউনলোড করতে পারবেন, তাছাড়া পরিযায়ী শ্রমিক প্রকল্পের জন্য আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

রেজিস্ট্রেশন পদ্ধতি:

অফিসিয়াল ওয়েবসাইডেহোমপেজে যাওয়ার পর আপনারা মেনু বারে ক্লিক করবেন নিচে সাইন আপের অপশন পাবেন ওখানে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে এরপর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করলে সম্পূর্ণ ফর্মটি আপনার সামনে খুলে যাবে। এবার যাবতীয় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথির প্রয়োজন পড়বে যেমন পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, বসবাসের প্রমাণপত্র, ব্যাংকের পাস বই, এবং (কাজের প্রমাণপত্র যদি থেকে থাকে)।সঙ্গে রেশন কার্ডের তথ্যেরও প্রয়োজন হবে। তাছাড়া যাকে নমিনি করতে চাইছেন সেই নমিনের আধার কার্ডের জেরক্সেরও প্রয়োজন পড়বে আবেদনের জন্য।

আবেদনপত্র যাচাই প্রক্রিয়া:

পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করে ফরম জমা দেওয়ার পর শ্রম দপ্তর থেকে আপনার ফ্রম যাচাই করা হবে এই প্রক্রিয়ার সম্পূর্ণ হলে আবেদনকারীকে একটি রেজিস্ট্রেশন নাম্বার বা আইডি প্রদান করা হবে। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনার স্ট্যাটাস জানতে পারবেন।

পরিযায়ী শ্রমিক, Porijayi sramik
পরিযায়ী শ্রমিক, Porijayi sramik

পরিযায়ী শ্রমিক প্রকল্পে সহায়তা প্রাপ্তি:

পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করার পর বর্তমানে যে শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী আপনি সহজেই অনলাইনের মাধ্যমে এই সমস্ত প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন এরপর নাম নথিভুক্ত হয়ে গেলে আপনি 5000 টাকার জন্য ক্লেম করতে পারেন। তথ্য যাচাই হয়ে গেলে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি 5000 টাকা সহ প্রতি মাসে 5000 টাকার সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্পে আর কি কি সুবিধা পাওয়া যায়?

ভিন রাজ্যের কর্মরত যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যা তাদের জীবনকে আরো নিরাপদ এবং স্থিতিশীল করে তোলে কিছু প্রধান সুবিধার কথা নিচে আলোচনা করা হলো।

  • জীবন বীমা: কোন শ্রমিকের যদি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে যায় সে ক্ষেত্রে ওই পরিবেশ শ্রমিকের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে।
  • দুর্ঘটনা বিমা:দুর্ঘটনা জনিত কারণে পরিযায়ী শ্রমিকের ৮০ শতাংশের উপরে কর্ম ক্ষমতা হারালে নমিনিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। যদি কোন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়ে যায় কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে সে ক্ষেত্রে ওই পরিযায়ী শ্রমিক কে ২৫ হাজার টাকা ও সৎকার কার্যে 3000 টাকা প্রদান করা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে।
  • সন্তানদের পড়াশোনা: পরিযায়ী শ্রমিকদের জন্য বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যারা পরিচয় শ্রমিক প্রকল্পে আবেদন করেছিলেন এবং ভিন রাজ্যের শাসনের কারণে রাজ্যে ফিরে এসেছেন তাদের সন্তানদের পড়াশোনার খরচ এবং ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে পড়াশোনার সুবিধা দেয়া হবে রাজ্য সরকারি স্কুলে।

উপসংহার:

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে পরিযায়ী শ্রমিক প্রকল্প এটি একটি মানবিক উদ্যোগ বর্তমানে ভিন রাজ্যের যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন যারা লাঞ্চনা বঞ্চনার শিকার হয়েছেন, বা অত্যাচারিত হয়েছেন এবং রাজ্যে ফিরে এসে কাজের চিন্তা করছেন তাদের জন্য এটি একটি মানবিক প্রকল্প। এই প্রকল্পটি শুধু একটি আর্থিক সহযোগিতা প্রকল্প নয় বরং একটি সামাজিক নিরাপত্তা বলয়ও বলতে পারেন। যা ভিন রাজ্যে কাজ করা শ্রমিকদের তাদের অধিকার নিশ্চিত করে তাদের মর্যাদা এবং কল্যাণ ও নিশ্চিত করে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের সকল বাস্তবায়ন পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদেরকে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। এটি অন্যান্য রাজ্যগুলির জন্য একটি মডেল হতে পারে যা শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণের জন্য কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আবেদনপত্র ডাউনলোড করতে এই জায়গায় হাত দিন: এখানে হাত দিন

পরিযায়ী শ্রমিক আবেদন পত্র: download Click Here

WhatsApp ChannelClick Here
Facebook pageClick Here

15 thoughts on “পরিযায়ী শ্রমিক আবেদন, Porijayi sramik Form download

  1. Fascinating to see how gaming evolved – from simple dice to statistically-driven platforms! P898’s approach to RTP & variance is a smart move for players. Check out p898 slot download for a modern take on fair play & exciting games! It’s interesting how data impacts enjoyment.

  2. That’s a great point about player engagement! Seeing platforms like big bunny apk use data analysis to improve the experience is fascinating – transparency in probabilities is key, right? It’s a smart approach for the Philippines market.

  3. This article brilliantly captures the thrill of creative betting! It’s fascinating how Sprunki Incredibox blends music and interactivity, much like how we blend strategy and chance in horse racing. A must-try for any fan of innovation-check it out at Sprunki Incredibox!

  4. That’s a solid breakdown of the current meta! Seeing platforms like xoplay com gain traction in the SEA market is interesting-intuitive interfaces are key for new players, right? Good analysis here! 👍

  5. That’s a fascinating point about risk tolerance! It really impacts strategy, doesn’t it? Seeing platforms like 987ph app download embrace local payment options like GCash is smart – accessibility matters for a good ‘swerte’ experience!

  6. Blackjack strategy is fascinating – so much more than just “hit or stand!” Building a solid foundation is key, like understanding account security – a great start at jljl33 login. Really helps demystify things for beginners!

  7. Really interesting take on building strategy – reminds me of how Sprunki Incredibox lets you layer sounds creatively. Intuitive interfaces are key, especially for accessible music creation – great point! It’s cool to see Spanish culture represented so well too.

  8. It’s so important to remember gambling should be fun, not a source of stress. Seeing platforms like og777 slot prioritize security & transparency (RTP checks!) is a good sign. Balance is key, folks! ✨

  9. Scratch cards are such a fun, quick thrill! Seeing platforms like no1jl com elevate the competitive aspect with tournaments is awesome. Fast registration & easy PHP deposits sound perfect for a casual player like me! 👍

  10. Roulette probabilities are fascinating – so much relies on chance! Speaking of creative control, I’ve been messing around with Sprunki Music – it’s surprisingly intuitive to build beats, even on a tablet! Fun way to express yourself.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *