দক্ষিণ বঙ্গ থেকে কি বিদায় নেবে শীত? নাকি আরো বাড়বে? 2025 কি জানালো হাওয়া অফিস?

এবছরের মত শীতের বিদায় নেওয়ার সময় হয়েছে দক্ষিণবঙ্গ থেকে। যদিও দক্ষিণবঙ্গে এখনো ঘন কুয়াশা দেখা যাচ্ছে, তবুও হাওয়া অফিসের খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শীত এবারে একেবারে মতো বিদায় নেবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, বাঙালি যেমন সরস্বতী পূজার দিন দিনের বেলায় বেশ আমেজ কাটিয়েছে, ঠিক রাতের বেলায় উল্টোটা হয়েছিল,
জোরালো শীতের মুখে পড়ে গিয়েছিল বাঙালি। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসের শীত পাকাপাকিভাবে বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেইহেতু এ বছরে ভ্যালেন্টাইন দিনেও বাঙালিরা কাটাবে বেশ আমেজেই ,তখন কিন্তু শীত সহজেই বিদায় নিয়ে নিতে পারে। কিন্তু আমাদের ছেড়ে পুরোপুরি বিদায় নেওয়ার আগে রাজ্যবাসীকে আরো একবার হঠাৎ করেই শীতের আমেজ পাইয়ে দিল এই আবহাওয়া।
Table of Contents

দক্ষিণবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি:-
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, গত মঙ্গলবার দিন থেকে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। যতটা সম্ভব ২ থেকে ৪ ডিগ্রী। তবে শীত রাজ্যবাসীর গায়ে নতুন করে ছোঁয়া দিলেও হাওয়া অফিস জানিয়েছে যে, শীতের ছোঁয়া থাকবে কিছুক্ষণ মানে ক্ষণস্থায়ী। হাওয়া অফিসের খবরের সূত্র অনুযায়ী, আজ হঠাৎ এক ধাক্কায় তাপমাত্রা পারদ কমে গিয়েছে ৫ ডিগ্রী সেলসিয়াস।
তবে আজ কলকাতার শহরে ভোরের দিকে তাপমাত্রা থাকতে পারে আনুমানিক ১৭.৪ ডিগ্রি। যা অন্যান্য দিনে তাপমাত্রা থেকে ১.৮ ডিগ্রি বেশি। হাওয়া অফিস থেকে আরো জানানো হয়েছে যে ,সারা সপ্তাহ জুড়ে মাঝে মাঝেই শীতের হালকা ছোঁয়া পাওয়া সম্ভাবনা আছে। এই মুহূর্তে একেবারে জন্য শীত কিন্তু বিদায় নেবে না দক্ষিণবঙ্গ থেকে, ভোরের দিকে এই শীতের প্রভাব দেখা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দিনভর হালকা মাঝারি ঠান্ডা গরমের আবহাওয়া থাকলেও রাতের পর থেকে সামান্য ঠান্ডা পড়তে পারে। যদিও বৃহস্পতিবার দিন হালকা একটি তাপমাত্রা বেড়ে গিয়েছিল ,তবুও সেটা থাকবে কিছুক্ষণ, তবে শীতের হালকা ছোঁয়া রাজ্যবাসী পেলেও কোনো রকম জোরালো শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের সূত্রের খবর অনুযায়ী, হঠাৎ করেই এই গরমের আভাস পড়ার কারণ একটাই, সেটা হলো একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ। কিন্তু এরই মধ্যে একটা পশ্চিমী ঝঞ্জা ভারতের উত্তর-পশ্চিম দিকে ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে আবারো আসতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই তালে তাল মিলিয়ে চলছে অসম রাজস্থানের জোড়া ঘূর্ণাবর্ত । এর জেরে উত্তর দিকের আবহাওয়া তাকে বারবার বাধা পাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের এখন সব দিকে শুষ্ক আবহাওয়ার জলবায়ু থাকবে। এই রাজ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা বা কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে। তবে আগামী শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনায়, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলায় ,বর্ধমান, মুর্শিদাবাদের অতিরিক্ত পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে ।এর সঙ্গে উত্তরবঙ্গের চারটি জেলাতেও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা আছে ,বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

পশ্চিমবঙ্গে কি বৃষ্টি হবে?
তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা জানাইনি। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে, ধীরে ধীরে বাড়তে পারে গরম। তবে মাঝেমধ্যেই দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা দেখা দিতে পারে।