২০২৫ এর বাজেট ঘোষণায় কোন কোন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে

রাজ্য বাজেট

এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নতুন ভাবে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটেই সরকারি কর্মচারীদের DA ও মহার্ঘভাতা নিয়ে ভাতা বৃদ্ধির ঘোষণা করে দিল রাজ্য সরকার। সামনেই আছে বিধানসভা নির্বাচন। তার আগেই বুধবার বাজেট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে কোন কোন প্রকল্পের কথা ঘোষণা করলেন ও কোন কোন নতুন প্রকল্পের ঘোষণা করলেন আসুন জেনে নিই।

বাজেটে বাড়ল কি লক্ষী ভান্ডারের টাকা?

চলতি বছরের এই 2025 এর বাজেটে লক্ষী ভান্ডারে টাকা বাড়ানো নিয়ে সমস্ত রাজ্যবাসীর মনে একটা আশা থেকেই যায়। কিন্তু এই রাজ্য বাজেট পেশ করার পর দেখা গেল লক্ষ্মী ভান্ডারের টাকা কোনরকম এই বাজেটে বাড়ার ঘোষণা হয়নি। বাংলার মা বোনেরা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার আশায় থাকলেও এই টাকা এই বাজেটে বাড়ানোর ঘোষণা হয়নি। তবে বাজেট শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষী ভান্ডার প্রকল্পে ২ কোটি ২১ লক্ষ মহিলার পাশাপাশি আরো বেশ কয়েক লক্ষ মহিলার নতুন করে যুক্ত হবেন সেটা কিন্তু জানিয়েছেন।

বাজেটে পেশ হলো নদী বন্ধন প্রকল্প:-

বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন এই প্রকল্পটির নাম হল নদীবন্ধন প্রকল্প। এই নদী বন্ধন প্রকল্প একদম নতুন প্রকল্প এই প্রকল্পে নদীর আশেপাশে যে সমস্ত এলাকা আছে তাদের উন্নয়নের জন্য এই প্রকল্পের বন্দোবস্ত করা হয়েছে তবে এই প্রকল্প আগামী দিনে কিভাবে কার্যকর করা হবে সেই চিন্তা ভাবনায় রাজ্য সরকারের তরফ থেকে একটি SOP ও একটি পলিসি তৈরি করবে যার মাধ্যমে নদীর আশেপাশে বিশেষ করে নদীর একদম কাছে যে সমস্ত অঞ্চল আছে তাদের উন্নয়নের জন্য এই প্রকল্প হাত বাড়িয়ে দেবে।

গঙ্গাসাগরের সেতু বন্ধন নিয়ে বাজেট পেশ:-

এই চলতি বছরে 2025 এর বাজেটে গঙ্গাসাগরের সেতু বন্ধনের জন্য নতুন অর্থ বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই গঙ্গাসাগরের সেতু কেমন হবে ও সেতুর নকশা ও কারুকার্য কেমন হবে বা কেমন হতে পারে ইতিমধ্যে পুরোটাই সবাই দেখেছে। সেই জন্যই এই বাজেটে বরাদ্দ করা হয়েছে সেতু বন্ধন এর জন্য ৫০০ কোটি টাকা। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগরের মেলাকে জাতীয় মেলা স্বীকৃতি দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে বার বার আবেদন জানিয়েছেন। বারবার চিঠি লিখেছেন। তবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে ,আগামী তিন বছরের মধ্যে এই গঙ্গাসাগরের সেতু তৈরির কাজ শেষ করতে হবে। সেজন্য ৫০০ কোটি টাকা বাজেট ঘোষণা হল গঙ্গা সেতুর তৈরির জন্য।

বাজেটে বাংলা বাড়ি নিয়ে সুখবর:-

এই বাজেটে 16 লক্ষ উপভোক্তার জন্য বাংলার বাড়ি প্রকল্পে কি ঘোষণা হল? গ্রামীন আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে সমস্ত মানুষরা আবেদন করেছিলেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে, বাংলার বাড়ির জন্য যে সমস্ত মানুষ অপেক্ষা করছেন রাজ্য তাদেরকে নিজের টাকা থেকেই বাংলার বাড়ি সবাইকে দেবে। তাই ইতিমধ্যে প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০০০০ ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। আবার দ্বিতীয় পর্যায়ে 16 লাখ উপভোক্তা কে প্রথম কিস্তির ৬০০০০ টাকা রাজ্য সরকার নিজেই দেবে। এই বাজেটে তেমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার। এই বাংলার বাড়ি প্রকল্পে টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটের ঘোষণা:-

২০২৫ এর এই বাজেটে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর রয়েছে। কারন এই বাজেট ঘোষণায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আশা কর্মী তে যে সমস্ত কর্মীরা কাজ করছেন ও অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সমস্ত কর্মীরা কাজ করছেন তাদের প্রত্যেককে মোবাইল বরাদ্দ করা হবে। সেই জন্য বাজেটে ২০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি কর্মচারীদের DA বাড়লো:-

চলতি বছরে ২০২৫ এর আজকের বাজেট ঘোষণা এ সবচেয়ে বড় খুশির খবর হল সরকারি কর্মচারীদের DA বাড়ানো নিয়ে। যে সমস্ত সরকারি কর্মচারী আছেন তাদের জন্য এই বাজেটে ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে। এই বর্ধিত DA এ বছরের এপ্রিল মাসের পহেলা তারিখ থেকেই তা কার্য করার করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই দরুন রাজ্যে সরকারি কর্মচারীদের DA বেড়ে দাঁড়ালো 18 শতাংশ।

ঘাটাল মাস্টার প্ল্যান:

২০২৫ সালের চলতি এই নতুন অর্থ বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য বিশেষ অর্থ বরাদ্দ করা হয়েছে। বারবার কেন্দ্রীয় সরকারকে আবেদন জানানোর পরও কোন রকম অর্থ সাহায্য পাওয়া যায়নি। তবে রাজ্য সরকারের তরফ থেকে এবার ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য অর্থ ঘোষণা করা হয়েছে এই বাজেটে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যে বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা দিয়েই ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরু হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যেই। কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হবে তার জন্য নতুন এসওপি তৈরি হবে রাজ্য সরকারের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *