সরস্বতী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা? আবারও ঘনিয়ে আসছে দুর্যোগ? Weather 2025

সরস্বতী পূজার বৃষ্টি হবে!
January 30, 2025 | 9:02 pm | By Khobor7din

বাংলায় কি আবারও ঘনিয়ে আসছে দুর্যোগ? সরস্বতী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা? 2রা ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে কয়েকটি রাজ্যে প্রচুর বৃষ্টিপাত আর এরই সঙ্গে কাপাবে বজ্রপাত সহ শিলাবৃষ্টি,

আবারো পরিবর্তন হতে চলেছে দেশের বিভিন্ন জায়গার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং ওয়েদার আপডেট অনুযায়ী আগামী দু একদিন আবারো বৃষ্টি নামতে পারে বাংলার বুকে। পাহাড়ি অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে তুষারপাত হতে পারে।

এইসঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সমতল ভূমিতেও, হাওয়া অফিসের খবরের তথ্যসূত্র অনুযায়ী, এই দুর্যোগের পরে তাপমাত্রার গতি নেমে গিয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। আবারো নতুন করে আবহাওয়ার পরিবর্তন হয়েই যাবে এমনই আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে।

তবে আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী সব জায়গায় যে একইভাবে বৃষ্টি হবে এমনটাও নয়। কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে প্রচন্ড শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুত চলবে। আর এর পরেই তাপমাত্রা আবারো নেমে যাবে ফলে প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশা আবারও দেখা মিলতে পারে বলে সতর্কতা করেছেন হাওয়া অফিস। তবে বজ্রবিদের সহবৃষ্টি বা শিলা বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ বা শিলাবৃষ্টি না হলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী এক দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে একটা নতুন করে পশ্চিমী ঝঞ্জা দেখা গিয়েছে পশ্চিম ইরানের দিকে, এরই সঙ্গে আরো একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে পশ্চিমে হিমালয় অঞ্চলের দিকে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও তুষার পাতা হতে পারে জম্মু-কাশ্মীর ও লাদাখে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহাওয়ার তান্ডবের হাত থেকে বাংলাও কিন্তু ছাড় পাবে না বলে আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়াবিদরা!

এদিকে পূর্ব বাংলাদেশের উপর এক ঘূর্ণাবর্ত সঞ্চালন হতে পারে, ফলে বাংলাদেশের ও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন। এই কারণে সিকিমে ,পশ্চিমবঙ্গ সহ অরুনাচল প্রদেশ ও বৃষ্টিপাত হতে পারে। সাথে ত্রিপুরাতে ও থাকতে পারে মেঘলা আকাশ। দু একটি জায়গায় ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। মূলত পশ্চিমবঙ্গের গাঙ্গেয় যে সমস্ত উপত্যকা গুলো রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলী এই সমস্ত জেলাগুলিতে আগামী দুই একদিন ঠান্ডা করতে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও হাওয়া অফিসে থেকে শৈত্ব প্রবাহের সর্তকতা ও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে পাঞ্জাব হিমাচল প্রদেশের তীব্র শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে। এই আবহাওয়ার কারণ এই ইতিমধ্যে হরিয়ানা পাঞ্জাব ও হিমাচল প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। এই আবহাওয়া পরিবর্তনের জেরে গতকাল উড়িষ্যা ঝাড়খন্ড বিহার এর বেশ কিছু জায়গায় অতিরিক্ত ঘন কুয়াশা দেখা গিয়েছে।

আবহাওয়ার পরিবর্তনের জন্যই পশ্চিম দিকে ১২ থেকে 16 কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বইছে প্রতি ঘন্টায়। বাংলাতেও অবশ্য গতকাল সকাল থেকেই হালকা মাঝারি ঠান্ডা বাতাস বইতে দেখা গিয়েছে। সারাদিন মেঘলা আকাশ এবং থমথমে পরিবেশে দিন কাটিয়েছে বঙ্গবাসী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনভর ঘরের মেঝের থেকে দেয়ালে বাষ্পের আকারে জল জমতে দেখা গিয়েছে একাধিক জায়গায়। আর আকাশে দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া পরিস্থিতি। কিন্তু ৩১ শে জানুয়ারি হালকা একটু আকাশ পরিস্কার হতে পারে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস বাংলায়:-

ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে শীত কমে যাচ্ছে ।এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে যে, কালিম্পং ও দার্জিলিং এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে তুষারপাতের দাপট। রাতের দিকে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি ।এর সঙ্গে আগামী দু’দিন, দিনের বেলায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি হতেই পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টি হতে পারে-

পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপত্যকা গুলিতে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হালকা মাঝারি মেঘলা আকাশ এবং কোথাও ঝিরিঝিরি দু এক ফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে মেঘলা আকাশ। বৃষ্টিপাত না হলেও অন্যদিনের তুলনায় বেশ কিছুটা ঠান্ডার পরিবেশ দেখা দিয়েছে বাংলার জেলায় জেলায়।

সরস্বতী পূজায় বৃষ্টি হবে?

বাংলায় কিছুদিন পরেই সরস্বতী পুজোর ব্যস্ততা । তাই এই সরস্বতী পুজোর দিনের আবহাওয়ায় কি বৃষ্টি হবে? সবার মনে একটাই সংকেত। কিন্তু এই দিনের আবহাওয়া সম্পর্কে হাওয়া অফিস জানিয়েছে যে, এই দিনে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। কিন্তু এই দিনে কোনরকম বৃষ্টি পূর্বাভাস আপাতত দেখা যাচ্ছে না। ফলে সরস্বতী পুজোর দিন ভালোই কাটতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *