Pmkisan 20th কিস্তি দিতে ছয়টি নতুন নির্দেশিকা দিল!

প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের আর্থিক সাহায্য করা হয়। Pmkisan 20th কিস্তি কবে দেবে? এই নিয়ে অনেকেই চিন্তা করছেন। এরি মাঝে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননিধি যোজনার official twitter হ্যান্ডেল বর্তমানে এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। পিএম কিষান যোজনা টাকা পেতে কি কি কাজ করতে হবে? কোন সাইটের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করে রাখলে তবেই Pmkisan টাকা পাওয়া যাবে?
Pmkisan যোজনা কি?
২০১৯ সালে কেন্দ্রের মোদি সরকার এই প্রকল্পটি চালু করেন সাধারণত ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য। যাতে চাষবাস শুরু করার আগে কৃষকরা ফসলের বীজ স্যার বা কীটনাশক কিনতে পারেন সেই জন্য। এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করবেন তাদেরকে বছরে 6000 টাকা দেওয়া হয় তিনটে সমান কিস্তির মাধ্যমে। প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে কিস্তি দেওয়া হয় কৃষকদের।
ভোটার কার্ডে আর কাজে লাগবে না আধার ও প্যান কার্ড! নতুন কি কি ডকুমেন্ট লাগবে?
এই প্রকল্পটি চালু হওয়ার পর রাজনৈতিক দিক থেকেও অনেক সুবিধা পেয়েছে কেন্দ্রের মোদি সরকার।Pmkisan প্রকল্প শুরু হওয়ার পর দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেলেও তখন কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছিলেন। পরবর্তীতে রাজ্য সরকারের অনুমতি মেলার পর পশ্চিমবঙ্গেও এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন কৃষকরা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে সমস্ত কৃষকরা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা প্রান্তিক ছোট কৃষক তারা এই প্রকল্পে আবেদন করে এ বছরে ৬০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিচ্ছেন। দুই একর বা তার থেকে নিচে যদি চাষের জমি থাকে তবেই আপনি এই প্রভাবে আবেদন করে এই প্রকল্পের টাকা নিতে পারবেন।
Pmkisan টাকা দেওয়া নিয়ে নতুন পোস্ট টুইটারে:
এতদিন ধরে পি এম কৃষাণ যোজনার টাকার অপেক্ষায় ছিলেন সমস্ত কৃষকরা। তবে অপেক্ষায় থাকাটাই সার এখনো পর্যন্ত টাকা ঢোকেনি ব্যাংকে। তবে এবার আশার আলো দেখিয়ে পিএম কিষান যোজনার official twitter হ্যান্ডেল থেকে কুড়ি তম কিস্তের টাকা দেওয়ার বিষয়ে প্রথম পোস্ট করা হয়।

কিষান সম্মান নিধি যোজনার এই এক্স হেন্ডেলে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যদি কৃষকরা কুড়ি তম কিস্তির টাকা পেতে চান তাহলে নিম্নলিখিত ছয়টি কাজ প্রত্যেককেই করতে হবে। যা নিচে আলোচনা করা হলো….
- Complete e KYC: আপনি যদি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনায় আবেদনকারী একজন উপভোক্তা হয়ে থাকেন। এবং এখনো পর্যন্ত যদি ই কেওয়াইসি আপডেট না করেন তাহলে যত শীঘ্র সম্ভব করে নিন। আর তা না হলে কিষান সম্মান নিধি যোজনার 20 তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকবে না।
- Ensure Aadhar linking with bank account: আপনি যদি কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করে থাকেন। আবেদনের সময় যে ব্যাংক একাউন্টটা দিয়েছিলেন, অর্থাৎ যে ব্যাংকে আপনার কিষান সম্মান নিধি যোজনার ২০০০ টাকা ঢুকবে। অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কিনা। যেটা আপনি আপনার ব্যাংক থেকেই জানতে পারবেন। যদি লিংক না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে হবে।
- Verify bank account details: কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করার সময় যে ব্যাংক একাউন্ট টা আপনি দিয়েছেন, আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে ওই ব্যাংক একাউন্টে যে নাম রয়েছে সেটা আবেদনকারীর নামের সঙ্গে মিলছে কিনা, তাছাড়া পিএম কিষান যোজনায় দেওয়া ব্যাংক একাউন্ট নাম্বার আইএফএসসি কোড সমস্ত কিছুই আপনারা পারলে যাচাই করে দেখে নেবেন।
- Resolve pending land records issues: পিএম কিষান যোজনায় আবেদনের সময় যে সমস্ত জমির তথ্য দিতে হয় যদি আপনার ক্ষেত্রে ল্যান সিডিং করা বাকি থাকে, বা আপনি না করে থাকেন তাহলে অবশ্যই সেটা করে নিতে হবে।
- Update mobile number for OTP and notification: পিএম কিষান যোজনা টাকা পেতে হলে আপনাকে পিএম কিষান যোজনায় একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে, কারণ যখনই কিষান সম্মান নিধি যোজনার তরফ থেকে কোন ওটিপি বা নোটিফিকেশন পাঠানো হবে সেটা যাতে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়।
- Check beneficiary status on pm Kisan website: আপনি যদি কিষান সম্মান নিতে যোজনায় আবেদন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পিএম কিষান যোজনার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিজের স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করলেই আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। মনে রাখবেন এই স্ট্যাটাসে ই কেওয়াইসি আপডেট এফটিও প্রসেস, ল্যান্ড সীডিং, ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড লিঙ্ক এই সমস্ত আপডেট সঠিক এবং গ্রিন ঠিক থাকতে হবে।
উপরোক্ত এই সমস্ত তথ্যগুলো আগে থেকেই আপনাদেরকে আপডেট করে রাখার জন্য বলা হচ্ছে কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে, এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত আপডেট এর মধ্যে যদি আপনার কোন একটা না থাকে সেক্ষেত্রে আপনি কোথা থেকে এগুলি করতে পারবেন?

আপনার যদি কোনরকম কোন সমস্যা পিএম কিষান যোজনার একাউন্টে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী CSC সেন্টার রয়েছে সেখান থেকে এই সমস্ত সংশোধন বা কাজগুলি করিয়ে নিতে পারবেন।
কবে ঢুকবে Pmkisan 20th কিস্তির টাকা?
বিভিন্ন সংবাদসূত্র অনুযায়ী জানা যাচ্ছে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার টাকা শীঘ্রই ব্যাংক একাউন্টে আসতে চলেছে। গত জুন মাসে টাকা দেওয়ার কথা থাকলেও জুন মাসে টাকা ঢোকেনি কৃষকদের ব্যাংক একাউন্টে, তবে একাধিক বিশেষজ্ঞদের মতে জুলাই মাসের 18 তারিখে বিহারের মতিহারি নামক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি জনসভা রয়েছে। তাই সংবাদ সূত্রে দাবি করা হচ্ছে এই জনসভা থেকেই ১৮ই জুলাই প্রধানমন্ত্রী Pmkisan কৃষাণ সম্মান নিধি যোজনার 20 তম কিস্তির টাকা দেওয়া হতে পারে।
যদিও টাকা দেওয়ার বিষয়ে কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়নি। তবে এই দিন টাকা দেওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ গুলি ফলো করতে ভুলবেন না।
আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে যুক্ত হন:
WhatsApp Channel | Click Here |
Facebook page | Click Here |