Pmkisan 20 installment date Payment Update, কবে ঢুকবে ২০০০ টাকা?

কৃষক বন্ধুরা রয়েছেন অপেক্ষায় Pmkisan 20 installment date কবে প্রকাশিত হবে? দেশের কৃষকদের চাষবাসের সুবিধার জন্য তাদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2019 সালেই চালু করা হয়েছে কিষান সম্মান নিধি যোজনা, Pmkisan 20 installment date জানার জন্য সবাই অপেক্ষায় রয়েছেন,
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে বছরে 6000 টাকা তিনটে সমান কিস্তিতে 2000 টাকা করে জমা করা হয়।যে সমস্ত কৃষকদের নিজের নামে চাষের জমি রয়েছে এবং দুই একরের নিচে যাদের জমি রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন করে ৬০০০ টাকার সুবিধা নিতে পারেন। এই প্রকল্পের সব থেকে বড় সুবিধা হল একটি কৃষকের জমির পরিমাণ হিসাবে তাদেরকে টাকা দেওয়া হয় না। কিষান সম্মান নিধি প্রকল্পের শর্ত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের চাষের জমি থাকলে সব কৃষককেই সমান টাকা দেওয়া হয়।
Pmkisan আবেদনের শর্ত কি?
তবে চাইলেই কিন্তু সবাই এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা নিতে পারবেন না। এই প্রকল্পে ও আবেদন করার বেশ কিছু শর্ত রয়েছে।
- প্রথমত আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে
- আবেদনকারীর বয়স ১৮ বছরের উপর হতে হবে ১৮ বছরের নিচে বয়স হলে আবেদন করা যাবে না।
- সরকারি কর্মচারী কিংবা পেনশন ভোগী ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পে লাভ নিতে পারবেন না।
- যে সমস্ত ব্যক্তিরা আগে কোন রাজনৈতিক উচ্চপদস্থ পদে নিযুক্ত ছিলেন যেমন মন্ত্রী বা এম এল এ কিংবা প্রধান এই ধরনের তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা যাদের বাৎসরিক ইনকাম অনেক বেশি তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একজন কৃষক হতে হবে তবেই আবেদন করতে পারবেন।
- আবেদনকারী ব্যক্তির নিজের নামে জমি থাকার পাশাপাশি নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে। যে ব্যাংক একাউন্ট দেবেন সেই ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিংক থাকা বাধ্যতামূলক।
Pmkisan আবেদন পদ্ধতি:-
কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করতে হলে পিএম কৃষাণ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে pmkisan.gov.in এখানে ভিজিট করতে হবে। তারপর নিউ ফারমার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর একে একে যাবতীয় ফর্ম গুলো ফিলাপ করতে হবে।
এই মুহূর্তে অবশ্যই প্রকল্পে নতুনভাবে আবেদন করার জন্য কৃষক আইডি কার্ডের প্রয়োজন হবে। আবেদন করার সময় আপনার ব্যাংক একাউন্টের ডিটেইলস ই কেওয়াইসি আপডেট জমির বিবরণ সমস্ত কিছু রেকর্ড পূরণ করতে হবে।
জুন মাসের লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ব্যাংকে? তারিখ জেনে নিন!
এরপর আবেদন পত্র যাচাইয়ের জন্য জমা রাখতে হবে। আবেদন প্রক্রিয়া বা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তারপর আপনাকে বছরের 6 হাজার টাকা অর্থাৎ ২ হাজার টাকা করে তিনটে কিস্তি বছরে দেওয়া হবে। যেটা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে জমা হবে।

Pmkisan 20 installment date, কবে ঢুকবে টাকা?
ইতিমধ্যেই কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গত মে মাসের ১ তারিখ থেকে ৩১ শে মে পর্যন্ত স্যাচুরেশন ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
যার মাধ্যমে যে সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক নেই বা পিএম কিষানে ই-কেওয়াইসি করা নেই। তারা যাতে এগুলো করতে পারেন এবং কুড়ি নম্বর প্রস্তুত টাকা পেতে পারেন সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া পিএম কিষান যোজনা টাকা কবে থেকে ঢুকতে পারে সেটা দেখতে হলে আমাদের বিগত বছর বলে টাকা দেওয়ার তারিখ দেখতে হবে। যেমন:- Pmkisan যোজনার ১৭ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল ১৮ই জুন ২০২৪ সালে
এবং ১৮ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসের ৫ তারিখ ২০২৪ সালে। 19 তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 24 শে ফেব্রুয়ারি 2025 সালে।
সেই অনুযায়ী চার মাসের হিসাব করলে দেখা যায় জুন মাসে 20 তম কিস্তির টাকা ব্যাংক একাউন্টে দেওয়ার কথা। এদিকে বেশ কিছু মিডিয়ার রিপোর্ট দাবি করছে জুন মাসের 10 তারিখে পিএম কৃষানের টাকা দেওয়া হতে পারে। তবে টাকা দেওয়ার বিষয়ে তেমন কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। টাকা দেওয়ার তারিখ প্রকাশিত হলে সেটাও পরবর্তী প্রতিবেদনে জানতে পারবেন।
তার জন্য আমাদের এই ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে নজর রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া অন্যান্য পেজগুলিতে।
WhatsApp Channel | Click Here |
Facebook Page | Click Here |