Pmkisan 19 তম কিস্তির 2000 টাকা কবে আসবে? এই কাজ না করলে ঢুকবেনা টাকা!…

Pmkisan যোজনা প্রকল্পের টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে এই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকরা। তবে চিন্তা নেই শীঘ্রই টাকা ঢুকে যাবে ব্যাংকে একাউন্টে।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা: গরিব খেটে খাওয়া কৃষক বা চাষীদের জন্য মোদি সরকারের অন্যতম একটি প্রকল্প হল এই কিষান সম্মান নিধি যোজনা। কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে ২০১৮ সালের ১লা ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পটি চালু করেন।
এই যোজনার মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের চাষবাসের সহায়তা করতে প্রতি বছর ৬০০০ টাকা করে অনুদান দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। প্রতি চার মাস ছাড়া ২০০০ টাকা করে তিনটি কিস্তির মাধ্যমে এই ৬০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হয়। যে টাকাটি পেয়ে কৃষকরা তাদের চাষের জন্য গাছের বীজ সার ইত্যাদি কিনতে পারেন। এতদিন পর্যন্ত কৃষকরা ১৮ তম কৃতির টাকা পেয়েছিলেন যেটা গত অক্টোবর মাসের ৫ তারিখে কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি স্থানান্তর করেছেন কেন্দ্রের মোদি সরকার। এখন এই টাকার জন্য পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কবে টাকা আসবে?
কবে থেকে 19 তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে? তবে 19 তম কিস্তির টাকার আগে কিষান সম্মান নিধি যোজনা টাকা পেতে এই 3টি কাজ অবশ্যই করতে হবে, না হলে ব্যাংক একাউন্টে আর টাকা ঢুকবে না। টাকা পেতে কি কি কাজ করতে হবে? কবে থেকে ব্যাংকে ১৯তম কিস্তির টাকা আসতে পারে? সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হলো….
গত অক্টোবর মাসের ৫ তারিখে pm কিষান যোজনার 18 তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। তবে এবার 19 তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন প্রচুর কৃষকরা। তবে এই 19 তম কিস্তির টাকা অনেক কৃষকরা পাবেন না।প্রথমেই জানবো কারা কারা টাকা পাবে না?
কি কি করতে হবে? Pmkisan
১)eKyc আপডেট: কিষাণ সম্মান নিধি যোজনা টাকা পেতে প্রত্যেকেই করতে হবে ই কেওয়াইসি আপডেট, eKyc আপডেট না করলে নতুন অথবা পুরনো,করো ব্যাংক একাউন্টে টাকা আসবেনা। তাই এটা করা আবশ্যক,আপনি চাইলে pmkisan.gov.in এই ওয়েবসাইট থেকে অনলাইনেই এটা করতে পারবেন।

২)ল্যান্ড ডিটেইলস: এমনও বহু কৃষক রয়েছেন যারা প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা তে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের জমির তথ্য ওয়েবসাইটে আপডেট করেননি ফলে তাদের ক্ষেত্রে নানান সমস্যা দিতে পারে বিশেষ করে টাকা পাওয়ার ক্ষেত্রে তাই যে সমস্ত কৃষকরা নতুনভাবে আবেদন করেছেন, পি এম কিষান যোজনার টাকা পেতে আপনাদের প্রত্যেককেই ল্যান্ডসিডিং বা জমির তথ্য দিতে হবে। নইলে পিএম কিষান যোজনার টাকা ব্যাংক একাউন্টে আসবে না।
কিষান সম্মান নিধি যোজনার ২০ তম কিস্তির টাকা কবে দেবে?
৩) ব্যাংক আধার লিঙ্ক: কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত মানুষরা পিএম কিষান সহ অন্যান্য প্রকল্পেও আবেদন করেছেন তাদের প্রত্যেককেই টাকা পাওয়ার জন্য ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে। অর্থাৎ ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসি আপডেট না করালে কোনভাবেই আপনার ব্যাংক একাউন্টে এই পিএমকিসান যোজনার 19 তম কিস্তির টাকা আসবে না। তাই টাকা পেতে প্রত্যেককেই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে।
Pmkisan কবে টাকা পেতে পারেন?
প্রতিবছরের মত এই বছরও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার ২০০০ টাকার একটা কিস্তি আসতে চলেছে একাউন্টে। কিন্তু কবে? গত অক্টোবর মাসের 5 তারিখে কিষাণ সম্মান নিধি যোজনার একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল, তবে Pmkisan পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 19 তম কিস্তির 2000 টাকা কবে আসতে চলেছে? সূত্রের খবর অনুযায়ী আগামী জানুয়ারি মাসেই কিষাণ সম্মান নিধি যোজনার একটা কিস্তির টাকা আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকতে পারে। তবে এই টাকা পেতে উপরোক্ত সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে।
কিষান সম্মানিত যোজনা টাকা বছরে তিনটে কিস্তিতে দেওয়া হয়, মনে রাখতে হবে যে সমস্ত চাষীর দুই হেক্টর জমি বা তার থেকে নিচে জমি রয়েছে শুধুমাত্র তাদেরকেই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হয়। বর্তমানে এই প্রকল্পের আবেদনের জন্য কিছু নতুন নিয়মকানুন তৈরি হয়েছে, যেমন পিএম কিষান যোজনা তে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে, এবার থেকে প্রত্যেক কৃষককে ফার্মার আইডি কার্ড বানাতে হবে, এই ফার্মার আইডি নাম্বার অনলাইনে আবেদনের সময় চাওয়া হবে তখনই আপনাকে ওই ফার্মার আইডি নাম্বার বসাতে হবে।
পিএম কিষান যোজনায় Pmkisan আপনি যদি টাকা পেতে চান তাহলে অবশ্যই জমির তথ্য থেকে শুরু করে অনলাইনে ই কেওয়াইসি আপডেট, ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করে রাখতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক: Click Here