এই প্রকল্পে ফ্রিতে ১৫০০০ টাকা দিচ্ছে মোদি। সঙ্গে 3 লাখ টাকা পর্যন্ত লোন। পিএম বিশ্বকর্মা যোজনা best scheme 2025

Pm viswakarma yojna

ভারতবর্ষে শিল্পীর অভাব নেই, গরিব শিল্পীদের আর্থিক সহযোগিতা করতে মোদি সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পীদের বিনামূল্যে ট্রেনিং সঙ্গে আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

হাতের কাজ থেকে শুরু করে যন্ত্রপাতির মাধ্যমে একাধিক কারিগর প্রতিদিন তাদের নিত্য প্রয়োজনীয় কাজের প্রতিভা দেখিয়ে থাকেন। এরাই যেন ভারতের বিশ্বকর্মা, কেউবা রাজমিস্ত্রি কেউবা দর্জি, কাঠের মিস্ত্রি আবার কেউবা পাইপ লাইনের কাজ করেন। এইরকম আপনিও যদি কোন রকম নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন। সে ক্ষেত্রে আপনিও পেতে পারেন মোদি সরকারের তরফ থেকে ১৫ হাজার টাকা সম্পূর্ণ বিনামূল্যে। কেন্দ্রের মোদি সরকার এই প্রকল্পটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। কারণ মোদি মনে করেন এই সমস্ত শিল্পীরাই দেশের বিশ্বকর্মা।

বাতিল হতে পারে প্রচুর আবাস যোজনার ঘর! দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা আর দেবে না!

বিশ্বকর্মা যোজনায় কি কি সুবিধা পাওয়া যাবে?

  • এই প্রকল্পে আবেদন করলে কারিগরের দক্ষতা যাচাই করার পর তাদেরকে বিনামূল্যে ৫ থেকে ৭ দিনের ট্রেনিং করানো হয়। (৪০ ঘন্টা) মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়।
  • প্রশিক্ষণ শেষে প্রত্যেককে আইডি কার্ড এবং বিশ্বকর্মা যোজনার সার্টিফিকেট প্রদান করা হবে। যা পরবর্তী সময়ে কাজে আসতে পারে।
  • প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক উপভোক্তাকে প্রতিদিন পারিশ্রমিক হিসাবে 500 টাকা করে দেওয়া হবে।
  • আগ্রহী প্রার্থীরা এই প্রকল্পে 15 দিনের জন্য নাম নথিভুক্ত করতে পারেন যাতে তারা উন্নত ধরনের প্রশিক্ষণ নিতে পারেন।
  • প্রশিক্ষণ শেষে যন্ত্রপাতি কেনার জন্য এই সমস্ত শিল্পীদের সম্পূর্ণ বিনামূল্যে ১৫ হাজার টাকা প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
  • এছাড়াও নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা স্বনির্ভর হওয়ার জন্য লোনের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয় এই প্রকল্পে।
  • পুরুষ মহিলা সবাই প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা আবেদন করতে পারেন।

কত টাকা লোনের সুবিধা পাওয়া যাবে?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা তে আবেদন করলে ট্রেনিং শেষে এককালীন ১৫০০০ টাকা দেওয়া হয় উপভোক্তাদের। সঙ্গে ট্রেনিং চলাকালীন প্রতিদিন এর হিসাবে ৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কোন উপভোক্তা যদি কোন রকম ব্যবসা করতে চান সেক্ষেত্রে বিসিএস লোন এর সুবিধা রয়েছে।

১) জামানত মুক্ত এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ঋণ ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন (প্রথম কিস্তির)। এই লোনটা নিলে আপনাদেরকে মেটানোর জন্য ১৮ মাস সময় দেওয়া হবে।

২) সঙ্গে দ্বিতীয় কিস্তিতে আরো ২ লক্ষ টাকা লোন পেতে পারেন যেটা ৩০ মাসে মেটানোর সময় পাবেন উপভোক্তারা।

বিশ্বকর্মা যোজনা এ যে লোনের সুবিধা পাওয়া যায় সেখানে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকে। তবে লোনের উপরে সুদের হিসাবটা সময় সময়ে ওঠা নামা করে। ৫ থেকে ৮ কিংবা ১০ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট লাগতে পারে!

বিশ্বকর্মা যোজনা কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। রাজমিস্ত্রি থেকে শুরু করে দর্জির কাজ পাইপ লাইনের কাজ মুচি বা চর্ম শিল্পের সঙ্গে যুক্ত, স্বর্ণকার , সহ ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

এক কথায় ঐতিহ্যবাহী নির্মাণ কাজের সঙ্গে যুক্ত যে কোন অসংগঠিত শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

এই প্রকল্পের আবেদন করতে হলে আবেদনকারীকে আবেদন করার সময় থেকে অবশ্যই বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

এই প্রকল্পে ব্যবসা করার জন্য যদি কেউ লোন নিতে চান সেক্ষেত্রে নিবন্ধনের তারিখে সুবিধাভোগী সংশ্লিষ্ট ব্যবসায় নিযুক্ত থাকতে হবে, এবং গত পাঁচ বছরে স্ব-কর্মস্থান বা ব্যবসায়িক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের মতো সরকারি সংস্থা থেকে কোনরকম নেওয়া চলবে না।

যেমন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা বা প্রধানমন্ত্রী মুদ্রা লোনের মতো প্রকল্প থেকে কোন রকম লোন আগে থেকে নিয়ে রাখলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

কোন কোন ব্যবসার জন্য লোন পাওয়া যেতে পারে?

এই প্রকল্পে সুবিধা পেতে পারেন কাঠের মিস্ত্রি বা ছুতার, নৌকা তৈরীর শিল্প, বর্ম তৈরির শিল্পী, কামার যারা লোহার কাজ করেন হাতুড়ি কিংবা হাতিয়ার তৈরীর শিল্পের সঙ্গে যুক্ত, যারা তালা চাবি তৈরি করেন, যারা স্বর্ণকার, যারা কুমোর রয়েছেন, যারা মূর্তি তৈরি করেন, যারা পাথর খোদাই করেন, পাথর ভাঙ্গা শিল্পী, চর্ম শিল্পী বা মুচি যারা জুতা তৈরি সঙ্গে যুক্ত, যারা রাজমিস্ত্রি রয়েছেন, যারা বেতের কাজ বাঁশের কাজ বা ঝুড়ি তৈরি করে কিংবা ঝাড়ু তৈরি করেন, যারা মাদুর তৈরি করেন, নারকেলের দড়ি বানান, যারা মালা তৈরি করেন বা মালাকার, যারা জামা কাপড় ইস্ত্রি করেন বা পরিষ্কার করেন, ধোবি যারা যারা, দর্জি, যারা মাছ ধরা জাল তৈরি করেন, তারা সবাই এই প্রকল্পে আবেদন করতে পারেন।

কিভাবে আবেদন করা যাবে?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা তে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের এলাকার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকে এই প্রকল্পে আবেদন করা যেতে পারে। এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে হলে pmviswakarma.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, এখানেই আরো বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *