যেখানে সেখানে পানের পিক বা থুথু ফেললেই ১০০০ থেকে ৫০০০ টাকা জরিমানা!

গুটকা খেলেই জরিমানা

রাজ্যজুড়ে আগেই থুতু ফেলা নিয়ে আইন ছিল, যেখানে সেখানে পানের পিক বা থুথু ফেললেই জরিমানা ১০০০ টাকা ও শাস্তি দেওয়া হতে পারে। চোখ ঘোরালেই পথে-ঘাটে দেখা যায় পানের পিক ও গুটকার পিকের ছড়াছড়ি।

বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে রেল স্টেশন নিত্যদিন যেখানেই যাবেন সেখানেই চোখে পড়বে এই সমস্ত অস্বস্তিকর পানের পিক এবং গুটকার পিকের দৃশ্য। তীক্ষ্ণ ঝাঁঝাল গন্ধে শরীর খারাপ হয়ে আসার উপক্রম হয়ে পড়ে।

তাছাড়া এই পানের পিক এবং গুটকার পিকের প্রভাবে কলকাতা শহরের একাধিক জায়গা অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। এই সমস্ত অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্নতার দিকে নজর পড়তেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার এর বৈঠকে মুখ্যমন্ত্রী জানান পথে ঘাটে কলকাতা শহরে যেভাবে গুট কা এবং পানের পিকে ভরে গেছে এর একটা সুরাহা বের করতে হবে। তাছাড়া যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করাও এখন আকচার দেখা যায়। তাই এইগুলো থেকে যাতে শহর কলকাতা সহ অন্যান্য এলাকা গুলিকে পরিচ্ছন্ন রাখা যায় সেই দিকে চিন্তা ভাবনা করেই করা ব্যবস্থা নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার যেখানে সেখানে থুথু ফেললে, পানের পিক বা গুড কার পিক ফেললে দিতে হবে জরিমানা।

20250111 214046

আগেই যেখানে সেখানে যত্র তত্র থুতু ফেলা নিয়ে আইন ছিল,তবে কে আর সেই আইনের তোয়াক্কা করে, অবাধে প্রাণ গুটকা খেয়ে যেখানে সেখানে থুথু ফেলছেন কতিকয় আমজনতা।

আর এই সমস্ত দিক দেখেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী তিনি সরাসরি মুখ্য সচিব কে নির্দেশ দিয়েছেন যেন এই সমস্ত দ্রুত বন্ধ করা সম্ভব হয় তার জন্য যে আইন আছে। দ্য ওয়েস্ট বেঙ্গল প্রহিভেশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং এন্ড প্রটেকশন অফ হেলথ অফ নন স্মোকার অ্যান্ড মাইনর এক্ট 2001 অনুসারে কেউ যদি যেখানে সেখানে থুতু পানের pic বা গুড কার পিক ফেলে সেক্ষেত্রে প্রথমবার ধরা পড়লে ১০০০ টাকা জরিমানা করা হতে পারে। এই একই ভুল যদি কেউ দ্বিতীয় বার করে এবং ধরা পড়ে সে ক্ষেত্রে ওই ব্যক্তিকে জরিমানার পরিমাণ ডবল বা তার বেশিও করা হতে পারে। সে ক্ষেত্রে ২ হাজার টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত করা হতে পারে।

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই আইনকে যেন আরো কঠোর করা হোক এবং যারা এই ধরনের কাজ অবিরত করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। তাছাড়া এই ভুল করলে জরিমানার অংকটা ও বাড়ানো যায় কিনা সেই দিকটা ও চিন্তাভাবনা করার কথা চলছে।

কলকাতা শহর সহ বিভিন্ন এলাকাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই জন্য ইতিমধ্যে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যারা পানি বা গুটকা খান তারা অবশ্যই সাবধান হয়ে যান। বিশেষ করে কলকাতা শহরে যেখানে সেখানে পানির পিক বা গুটকা পিক ফেলবেন না এতে করে আপনি মহা বিপদে পড়তে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *