কবে দেবে মাধ্যমিক এডমিট 2025 ? মধ্যশিক্ষা পর্ষদের বড় ঘোষণা! Madhyamik 2025

20250117 220712

ছাত্র-ছাত্রীদের জীবনের বড় একটা পরীক্ষা মাধ্যমিক, তাই এই মাধ্যমিক এডমিট 2025 কার্ড (Madhyamik 2025 )ছাত্র-ছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল শিক্ষা পর্ষদ, এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য এক নতুন সু বন্দোবস্তেরও কথা জানিয়ে দিল এই মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষা বেশিদিন আর বাকি নেই , মাত্র হাতে গোনা কয়েকটি দিনই বাকি। মানে ছাত্র-ছাত্রীদের হাতে ৩০ দিনের মতো সময় আছে কিংবা তার থেকেও কম। এর কারণ ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা এবং এ পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ পর্যন্ত হবে। তাই ছাত্র ছাত্রীরা এই কয়েকটা দিন নিজেদের পড়াশোনার ব্যবস্থাকে আরো জোরালো করছে। বিভিন্ন সাবজেক্টে আগে থেকেই তারা প্রস্তুতি শুরু করেছে, এরই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এডমিট কার্ড কবে দেবে সেই নিয়ে তারিখ জানিয়ে দিল। এ ছাড়া ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে যাতে অসুবিধা না হয় সেই জন্য এক বিশেষ সুব্যবস্থা করেছে এই মধ্যশিক্ষা পর্ষদ। তাছাড়া প্রতিবছরের মতোই এই বছরেও রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ট্রাফিক পরিষেবায় বিশেষ নজরদারি চালাবে প্রশাসন। যাতে ছাত্রছাত্রীদের কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে পুলিশ প্রশাসনকে।

20250117 220316
মাধ্যমিক এডমিট 2025

মাধ্যমিকের এডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ:-

মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনে উচ্চশিক্ষার প্রথম সিরি বলা যেতে পারে। এরপর থেকে এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ জীবনে কি নিয়ে এগিয়ে যেতে চায়, সেই নিয়ে পড়াশোনার দিকে আগ্রহ প্রকাশ করতে পারে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে, এই মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড দেওয়া হবে। আর সেই তারিখটা হল ৩০ শে জানুয়ারি, এই কার্ডটি সকাল 11 টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে। আর এই কার্ড প্রত্যেক জেলায় ক্যাম্পের মাধ্যমে স্কুলের কর্তৃপক্ষদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া যদি এই এডমিট কার্ডে কোন কিছু ভুল হয়ে থাকে, তাহলে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখের মধ্যেই তা জানাতে হবে।

20250117 220745

মাধ্যমিকে থাকবে উত্তরপত্র তাও আবার রুল টানা:-

প্রতিবছরই এডমিট কার্ড বিতরণের পর রাজ্যের জনগণটি দু একটি স্কুলে কিছু ছাত্রছাত্রীর এডমিট কার্ডে সামান্যতম কিছু সংশোধনের প্রয়োজন হয়ে থাকে। তাই পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে, সমস্ত ছাত্র-ছাত্রীর এই অ্যাডমিট কার্ডে কোন কিছু ভুল হয়ে থাকে তারা যেন স্কুলে এসে একটা চিঠির মাধ্যমে স্কুলে কর্তৃপক্ষদের জানায়। এই কার্ডের ভুলগুলি ঠিক করার জন্য কোন রকম অনলাইন ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না। এছাড়া এই কার্ড দেওয়ার তারিখ ঘোষণা সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য ১টি সুব্যবস্থাও রাখছে এই শিক্ষা পর্ষদ, সেটি হল রুল টানা উত্তরপত্র । এই ব্যবস্থা নেওয়ার পর্ষদের একটাই কারণ সেটি হল পরীক্ষা দেওয়ার সময় ছাত্র-ছাত্রীরা যেভাবে উত্তর লেখে সেই উত্তরের লাইন কখনো বেঁকে চলে যায়, ফলে উত্তর পথে কিছুটা লেখার জায়গা থাকলেও বাকি অংশে লেখার মত পরিস্থিতি থাকে না, এরই জন্য রুল টানা উত্তর পত্র ব্যবস্থা করতে চলেছে শিক্ষা পর্ষদ । মধ্যশিক্ষা পর্ষদ সেই রুল টানা উত্তরপত্রের প্যাকেটের উপরেই লেখা থাকবে Children with special need.

20250117 220811

আবারো ছাত্র-ছাত্রীদের অনলাইনে রেজিস্টেশন হবে:-

সমস্ত ছাত্র-ছাত্রীদের ২০২৪ সালের নবম শ্রেণীতে ওঠার পরই তাদের এই পরীক্ষার জন্য আগের বছর অগাস্টে ৩০ তারিখে রেজিস্ট্রেশন করা হয়। তাছাড়া ছাত্রছাত্রী দের পরে আবারো দুই দফায় সুযোগ দেওয়া হয়ে দিয়েছিল, মধ্যশিক্ষা পর্ষদ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু তখন ৯৩২৫ টি স্কুলে ছাত্রছাত্রীরা রেজিস্টার করে। সেই জন্য আবারও একই সুযোগ আসছে, যে সমস্ত ছাত্র-ছাত্রী এখনো তিন দফার রেজিস্টার করেনি, তাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ এই সুযোগ এনে দিচ্ছে।

পর্ষদের তথ্য অনুযায়ী জানা গিয়েছে ,আগামী ১৬ই জানুয়ারি থেকে এই অনলাইন রেজিস্টার শুরু করা হবে ।সকাল 11 টা থেকে, ফেব্রুয়ারির ৫ তারিখের বিকেল পাঁচটা পর্যন্ত, তবে একটা কথা মনে রাখতে হবে এই রেজিস্ট্রেশন তখনই গ্রহণযোগ্য হবে যখন ছাত্রছাত্রীরা লেট ফাইন জমা দিয়ে করবে। এছাড়া এই পরীক্ষার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কড়া ভাবে গাইড লাইন মেনে চলার নির্দেশ দেয় মধ্যশিক্ষা পর্ষদ।

তবে ২০২৫ এর এই নববর্ষে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সবার জন্য আমাদের ওয়েবসাইটে তরফ থেকে রইল একগুচ্ছ ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *