ফেব্রুয়ারির ১২ তারিখে বড় ঘোষণা! বাড়বে লক্ষী ভান্ডারের টাকা?

এবার লক্ষী ভান্ডার নিয়ে বড় চমক আসতে পারে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে! এখান থেকেই লক্ষী ভান্ডার নিয়ে বড় ঘোষণা হতে পারে এমনই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল।
রাজ্য বাজেট কবে হবে?
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন বাজেট প্রকাশিত করা হয়েছে। যে বাজেটটি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রকাশিত করেছেন । এই বাজেটে একাধিক জিনিসের দাম কমার ইঙ্গিত মিলেছে। মোবাইল থেকে শুরু করে এলইডি টিভি এলসিডি টিভি ওষুধের দামেও ছাড়ের ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি এবার প্রতি বছরের মতো এই বছরও ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে রাজ্য বাজেট প্রকাশিত হতে পারে। গতবারে রাজ্য সরকারের তরফ থেকে যে বাজেট প্রকাশিত করা হয়েছিল সেই বাজেটে জন দরদী হয়ে উঠেছিল রাজ্য সরকার। রাজ্য কোথাকার থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কত টাকা লক্ষী ভান্ডারে বেড়েছিল?
লক্ষী ভান্ডার প্রকল্প শুরু হয়েছিল 500 এবং 1000 টাকা দিয়ে। তবে এ ভোটের আগে সেই পরিমাণটিকে বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করা হয়। আর এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কারণেই হয়তো বিরাট একটা প্রভাব দেখা দিয়েছিল ভোট বাক্সে।
কবে রাজ্য বাজেট পেশ হবে?
এই বছরেও রাজ্য বাজেট ( budget 2025) পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে এবারও লক্ষী ভান্ডার প্রকল্পের পাশাপাশি আরও একাধিক জনদরদী প্রকল্পের বড় ঘোষণা করতে পারেন সরকার। সঙ্গে লক্ষী ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। তবে বাড়তি টাকার পরিমান টা কত হবে বা আদৌ হবে কিনা সেই নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি না হলেও! অনেকেই এই নিয়ে কৌতুহল এ রয়েছেন।

লক্ষী ভান্ডার কত টাকা বাড়বে?
সাধারণ জনগণ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার অপেক্ষায় রয়েছেন বহুদিন থেকেই। হলে সামনেই আর মাত্র কয়েকদিনের মধ্যেই বাজেট প্রকাশিত হবে, তাই অনেকেই আশা করছেন এই বাজেটেই হয়তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। আগে যারা ৫০০ টাকা করে পাচ্ছিলেন এখন 1000 টাকা পাচ্ছেন। এবার টাকা বাড়ানো হলে হয়তো এই পরিমাণ টাকে 1200 টাকা করা হতে পারে। এবং যারা ১২০০ টাকা পাচ্ছিলেন তাদেরকে ১৫০০ টাকা দেওয়া হতে পারে! তবে এটা পুরোটাই একটা ধারণা, কারণ এখনো পর্যন্ত টাকা দেওয়ার কোন অফিশিয়াল ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ভাড়ার একটা ইঙ্গিত দিয়েছিলেন। আর সেই ইঙ্গিত ধরেই বিশেষজ্ঞরা মনে করছেন লক্ষী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ আবারো বাড়ানো হতে পারে এই রাজ্য বাজেটে।