বদলে যেতে পারে লক্ষী ভান্ডার টাকার তারিখ 2025! ২ কিংবা ৩ তারিখ নয়, নতুন তারিখে টাকা দেবে? Lakshmi Bhandar

এবার লক্ষী ভান্ডার ( Lakshmi Bhandar) প্রকল্পের টাকা দেওয়াতে ফেব্রুয়ারি মাসে বড়সড় ও বদল আসতে চলেছে। ইতিমধ্যে প্রায় ২ কোটি ২১ লক্ষ মহিলার লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছে। যারা বিগত কয়েক মাস থেকে লক্ষী ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা এবং ১ হাজার ২০০ টাকা করে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে পাচ্ছেন।
তবে এই পরিমাণটা ফেব্রুয়ারি মাসের পর থেকে আবারও বেড়ে যেতে পারে। কারণ শুরু হয়েছে নতুন দুয়ারে সরকারের ক্যাম্প, যে ক্যাম্প থেকে আবারও প্রচুর মহিলারা এই প্রকল্পে আবেদন করেছেন। ফলে এবার ২ কোটি ২১ লক্ষ মহিলার পাশাপাশি আরো কয়েক লক্ষ নতুন মহিলা যুক্ত হতে পারেন লক্ষী ভান্ডার প্রকল্প।
Table of Contents

কবে ঢুকবে ? টাকা দিতে কেন দেরি হতে পারে!
প্রতি মাসে শুরুতেই লক্ষী ভান্ডার প্রকল্পের প্রতি একটা আকর্ষণ মহিলাদের থেকেই যায়, কবে এ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে? বা কখন থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে? কারণ প্রচুর মহিলারা এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের সংসারে বিভিন্ন কাজে খরচ করেন। এই দ্রব্যমূল্যের বাজারে কিছুটা হলেও লক্ষী ভান্ডার তাদের সহায় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কবে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে?
ইতিমধ্যে জানা যাচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে ঢুকতে কিছুটা হলেও দেরি হতে পারে? দুয়ারে সরকার ক্যাম্প চলার কারণে আধিকারিকরা ব্যস্ত রয়েছেন, সেই কারণেও লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দিতে একটু দেরি হতে পারে।
লক্ষ্মী ভান্ডার টাকা দেরি হওয়ার দুটি কারণ কি?
- ১)এছাড়াও জানা যাচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা 2 তারিখ কিংবা ৩ তারিখে ঢুকবে না কারণ ফেব্রুয়ারি মাসের ২ তারিখ রয়েছে রবিবার ফলে এই দিন ব্যাংক বন্ধ থাকতে পারে।
- ২) এবং ৩ তারিখ রয়েছে সরস্বতী পূজা ফলে এই দিনও লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক একাউন্টে না আসা সম্ভব না রয়েছে।

Lakshmi Bhandar কবে টাকা ঢুকবে?
২ তারিখ কিংবা ৩ তারিখে টাকা না ঢুকলেও ৪ তারিখ থেকে এলো কিভাবে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এমনই আশা করা যাচ্ছে। জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সমস্ত মহিলাদের ব্যাংক একাউন্টে জমা করে দেয়া হবে।
তবে যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ভাবে আবেদন করেছিলেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনকারী নতুন মহিলাদের মার্চ মাসের দিক থেকে টাকা দেওয়া শুরু হতে পারে।