July Lakshmi Bhandar Payment date? কবে ঢুকবে প্রকল্পের টাকা?

Lakshmi Bhandar
June 29, 2025 | 9:15 pm | By Khobor7din

জুলাই মাসে লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে বড় খবর। July Lakshmi Bhandar Payment date? জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? কবেই বা বার্ধক্য ভাতা বিধাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা আসতে পারে?

লক্ষী ভান্ডার প্রকল্প:-

২০২১ সাল থেকে চালু হওয়া এই লক্ষী ভান্ডার প্রকল্প এখন বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম। এই লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য এই রাজ্যের শাসক দল একাধিকবার সাফল্য পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষীভান্ডার (Lakshmi Bhandar)প্রকল্পে এখন ৫০০র বদলে 1000 টাকা এবং ১ হাজার টাকার বদলে 1200 টাকা করে দেওয়া হচ্ছে।

জুলাই মাসে বিনামূল্যের রেশনে কি কি খাদ্যশস্য পাওয়া যাবে?

লক্ষী ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে বাড়তে এই মুহূর্তে প্রায় ২ কোটি ২১ লক্ষের পরিবার হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প। প্রতিমাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা পৌঁছে যায় মহিলাদের ব্যাংক একাউন্টে। তবে এই জুলাই মাসে লক্ষী ভান্ডার(Lakshmi Bhandar)প্রকল্পের টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে? আদেও কি এ নির্ধারিত সময়ের মধ্যে টাকা আসবে?

July Lakshmi Bhandar Payment date?

লক্ষী ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন প্রচুর মহিলারা। বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলারা এই প্রকল্পের টাকা নিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে খরচ করেন। কেউ কেউ অনুষ্ঠান পার্বণেও খরচ করেন এই টাকা।

তাই গরিব মধ্যবিত্ত পরিবারের মহিলাদের কাছে এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বিশেষ গুরুত্ব রাখে। এবার এই জুলাই মাসেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসতে চলেছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের এক তারিখে ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন। এবং ৬ তারিখে রয়েছে মহরম। ফলে এই দুদিন লক্ষী ভান্ডার(Lakshmi Bhandar)প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক একাউন্টে নাও আসতে পারে, তবে অনুমান করা হচ্ছে, লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা 3 তারিখ থেকে ৫ তারিখের মধ্যে দেওয়া শুরু হতে পারে,

Lakshmi Bhandar
Lakshmi Bhandar

অর্থাৎ টাকা দেওয়ার প্রসেসিং এই তারিখে শুরু হলে, আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের ব্যাংক একাউন্টে এই টাকা ঢুকে যাবে।তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সব জেলাতেই যে একসঙ্গে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। কিছু জেলার মহিলারা আগে টাকা পেতে পারেন, তার মধ্যে যেমন রয়েছে:-

  • উত্তর ২৪ পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়া জেলা। এই সমস্ত জায়গায় প্রথমেই টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।
  • পরবর্তী ধাপে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়াসহ বাকি প্রত্যেকটা জেলাতে ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে।

তবে টাকা দেওয়ার ক্ষেত্রে উপরে দেখানো জেলাগুলিতে টাকা দেওয়ার সময় আগে পরে হতে পারে।

নতুন মহিলারা কারা, কবে টাকা পাবে?

গত দুয়ারে সরকারের ক্যাম্পে প্রচুর মহিলারা লক্ষী ভান্ডার(Lakshmi Bhandar) প্রকল্পের নতুন করে আবেদন করেছিলেন। যাদের মধ্যে কিছু মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এপ্রুভ হয়েছে। কিন্তু বাকি হাজারো এমন মহিলা রয়েছেন যাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ওঠেনি।

তবে এই মুহূর্তে আপনার যদি স্ট্যাটাসে পরিবর্তন হয় আপনার যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনিও এই জুলাই মাসে ব্যাংক একাউন্ট এ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারেন।এদিকে যে সমস্ত পুরুষ কিংবা মহিলার বয়স ৬০ বছরের উর্ধ্বে হয়ে গেছে তারা যদি বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন:-

আপনাদের ক্ষেত্রেও যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনার আবেদন পত্রটি অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে এই চলতি মাসের ১০ থেকে ১৬ তারিখের মধ্যেই আপনার ব্যাংক একাউন্টে ১০০০ টাকার একটা কিস্তি জমা হতে পারে রাজ্যের তরফ থেকে। তাছাড়া পুরনো যে সমস্ত উপভোগ কারা টাকার আগে থেকেই পারছিলেন তাদের ব্যাংকে নিয়মানুসারে টাকা ঢুকে যাবে।

লক্ষী ভান্ডার থেকে বৃদ্ধ ভাতায় অসুবিধা?

এমনও প্রচুর মহিলারা রয়েছেন যারা লক্ষী ভান্ডার(Lakshmi Bhandar)প্রকল্পে আবেদন করে এতদিন ধরে টাকা পাচ্ছিলেন। কিন্তু ৬০ বছর বয়স হয়ে যাওয়ার ফলে অনেক মহিলার এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না কিন্তু বার্ধক্য বাজার টাকাও তাদের ব্যাংক একাউন্টে ঢোকার কথা থাকলেও এখনো টাকা ঢুকছেনা।

এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র গুলি রয়েছে সেগুলি নিয়ে আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। এখান থেকে আপনাকে সাহায্য করা হবে এবং আপনার বিধবা ভাতা প্রকল্পটি চালু করে দেয়া হবে।

এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করতে ভুলবেন না।

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *