হঠাৎ করে কমলো গ্যাসের দাম feb 2025 , কোন সিলিন্ডারের কত দাম কত? Lpg price

February 2, 2025 | 10:57 pm | By Khobor7din

২০২৫ সালের নতুন বছরের ১লা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটের ঘোষণার সময়েই জানিয়ে দেয় এই রান্নার গ্যাসের দাম কমে যাওয়ার খবর ।

যেটা শুনে অনেক মানুষের একটু হলেও স্বস্তি হয়েছে আর যতদিন যাচ্ছে তত প্রত্যেক মালপত্রের দাম হু হু করে বাড়ছে, আর সেই সঙ্গে সঙ্গে বাড়ছে রান্নার গ্যাসের দামও। আগেও এই রান্নার গ্যাসের দাম কোমার বদলে অন্যান্য জিনিসপত্রের মতো করে বেড়ে যায় ফলে সাধারণ মানুষের কপালে হাত পড়ে, কিন্তু এ বছরের নতুন যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে সাধারণ মানুষদের জন্য একাধিক খুশির খবর ঘোষণা হয়েছে।

এখন সিলিন্ডারের দাম কত হচ্ছে:-

২০২৫-এ ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই যে সমস্ত সরকারি তেল সংস্থা গুলো আছে তাদের তরফ থেকে ৭ টাকা করে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় একটু হলেও সুবিধা হবে বলে মনে করছে সরকার। এবার আমরা জানবো কোন কোন গ্যাস সিলিন্ডারে দাম কমানো হয়েছে! কলকাতা সহ অন্যান্য রাজ্যের মহানগরী গুলিতে কোথায় কত দাম নির্ধারণ হলো?

যে সমস্ত মানুষের উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকলেও বাকি সাধারণ মানুষের জন্য সুবিধা নেই। এর জন্য তারা উঠতে বসতে বিভিন্ন অসুবিধার মুখে পড়ে যাচ্ছে।

এই বাজেটে রান্নার গ্যাসের দাম কত কমলো:-

বাজেট পেশ হওয়ার আগেই মধ্যরাতেই গ্যাসের দাম বেশ কিছুটা কমানো হয়েছে। প্রায় ৭ টাকা করে গ্যাস সিলিন্ডারের দামে কমানো হয়েছে। বাজেটের খবরের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, সাধারণ বাড়িতে আমরা যে গ্যাস রান্নার কাজে ব্যবহার করি, সেই গ্যাসের কোনো রকম দাম কমানো হয়নি। কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।

তাই সাধারণ মানুষ এ ক্ষেত্রে কোন রকম সুবিধা না পেলেও অন্য দিক দিয়ে কিন্তু সুবিধা পাবে। যেমন হলো আমাদের কয়েকদিন ছাড়াই কোনো না কোনো অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে, যার জন্য মানুষের বড় বড় হোটেল, রেস্টুরেন্ট থেকেই অনেকই বিভিন্ন খাবার দাবার খেয়ে থাকেন। আর যদি এই বাণিজ্যিক গ্যাসের দাম না কমতো তাহলে খাবারের দামও দ্বিগুণ বেড়ে যেত। এর ফলে আমজনতার বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে খাবার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হতো না। ফলে এবার এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় কিছুটা হলেও সূরাহা হবে।

ঘরোয়া ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম কত?

আমাদের ঘরোয়া রান্নাঘরে ব্যবহারের জন্য বাড়িতে যে গ্যাস ব্যবহার করি। সেই গ্যাসের দাম বর্তমানে বিশেষ করে কলকাতায় ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২ টাকা, চেন্নাইতে ৮১৫ টাকা, ও দিল্লিতে ৮৪০ টাকা করে রয়েছে। এই গ্যাসের দাম এখনো পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি।

বাণিজ্যিক ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কোথায় কত?

বাজেট ঘোষণার পাশাপাশি এবার বাণিজ্যিক ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমেছে দেশজুড়ে। প্রধানত ও দেশের চারটি মহানগরী অনুযায়ী আমরা গ্যাস সিলিন্ডারের দাম দেখে থাকি। এই মুহূর্তে মহানগরী দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৭ টাকা করে। গত জানুয়ারি মাসের দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮০৪ টাকা। এখন সেই গাছের দাম কমে হয়েছে ১৭৯৭ টাকা। সঙ্গে মহানগরী মুম্বাইতে গ্যাস সিলিন্ডারের দাম অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ফেব্রুয়ারির গত 1 তারিখ অনুযায়ী এক হাজার ১৭৪৯ টাকা ৫০ পয়সা রাখা হয়েছে। চেন্নাইতে গত জানুয়ারিতে 19 কেজির গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৬৬ টাকা যার দাম বর্তমানে কমে হয়েছে ১৯৫৯ টাকা ৫০ পয়সা। সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় এই মুহূর্তে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৯০৭ টাকা। তবে এই দাম গত জানুয়ারি মাসে বেশ কিছুটা বেশি ছিল ১৯১১ টাকা।

তবে বাণিজ্যিক 19 কেজির এই গ্যাস সিলিন্ডারের দাম কমায় এই রেস্টুরেন্ট হোটেল মালিকদের বেশ কিছুটা সুবিধা হলেও সাধারণ মানুষের কিন্তু তেমন একটা সুবিধা হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী দিনে গ্যাস সিলিন্ডারের দামে আবারও নিয়ন্ত্রণ করা হতে পারে ১৪ কেজি ২০০ গ্রামের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা হলেও পরবর্তীতে কমার সম্ভাবনা থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *