বেকারদের জন্য সুখবর, প্রতিমাসে ১৫০০ টাকা, তাড়াতাড়ি আবেদন করুন।

রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার প্রতিমাসে ১৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। কারা এই টাকা পাবেন ? কিভাবে পাবেন? কিভাবেই বা আবেদন করতে হবে? কি কি কাগজপত্র লাগবে? সমস্ত কিছু নিম্নে আলোচনা করা হলো…
বিষয়সূচী:
বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের অভাব নেই। চাকরি না পেয়ে চিন্তায় রয়েছে এই সমস্ত বেকার ছেলেমেয়েরা। তাই এবার রাজ্যে বসবাসকারী সেই সমস্ত বেকার ছেলেমেয়েদের কথা চিন্তা-ভাবনা করেই রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত বেকার ছেলেমেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ১৫০০ টাকা করে।
রাজ্যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে বা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে ভাতার পাশাপাশি চাকরিরও সুযোগ করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। আগে এই প্রকল্পটির নাম ছিল যুব উৎসাহ ভাতা। ২০১৩ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ছেলেমেয়েদেরকে উৎসাহ দিতে এই প্রকল্পটি।
ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে আবেদনকারী বেকার ছেলেমেয়েরা যতদিন পর্যন্ত না কোন ভাল কাজ বা চাকরি পাবেন ততদিন পর্যন্ত রাজ্য সরকারের তহবিল থেকে ১৫০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই প্রকল্পটির নাম বর্তমানে পরিবর্তন করা হয়েছে। এখন এই প্রকল্পটিকে সবাই যুবশ্রী প্রকল্প হিসাবে চিনে থাকেন।
কারা কারা যুবশ্রী তে আবেদন করতে পারবেন?
আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী কোন বেকার যুবক বা যুবতী হয়ে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর বা শ্রম বিভাগ থেকে এই প্রকল্পটিকে পরিচালনা করা হয়।
শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণী পাস অথবা তার নিচে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে কিংবা আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর কিংবা কোন টেকনিক্যাল ডিগ্রী নিয়েও পড়াশোনা করে থাকেন তাহলেও আপনি এই প্রকল্পে আবেদনের যোগ্য। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থী বেকার যুবক-যুবতীদের মনোবল আরো বাড়ানো। যতদিন পর্যন্ত তারা না কোন চাকরি পায় ততদিন পর্যন্ত তাদেরকে ভাতা দিয়ে উৎসাহিত করা হয় এই প্রভাবের মাধ্যমে। তবে কোন চাকরি বাড়তি বেকার ভাতার পনেরশো টাকা পেতে পেতে যদি কোন চাকরি পেয়ে যান সে ক্ষেত্রে ওই উপভোক্তা আর বেকার ভাতার পনেরশো টাকা তার ব্যাংক একাউন্টে পাবেন না। তার পরিবর্তে অন্য কোন বেকার যুবক-যুবতীদেরকে আবার নথিভুক্ত করা হবে বেকার ভাতার লিস্টে।
যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে?
১) আপনি যদি যুবশ্রী প্রকল্পের বেকার ভাতায়ে নিজের নাম তুলতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে শ্রম বিভাগের, কর্মসংস্থানের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। Employmentbankwb.gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে এরপর বাঁদিকে এর নিচের দিকে “জব শিকার” নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই বেশ কিছু নতুন অপশন আপনাদের সামনে খুলবে। সেখান থেকে নিউ এনরোলমেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
২) এখানে ক্লিক করার সাথে সাথেই কর্মসংস্থান ওয়েবসাইট থেকে ট্রাম অ্যান্ড কন্ডিশনের একটি কোপা মেসেজ দেয়া হবে এবং চেকবক্সে ক্লিক করে একসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৩) এতোটুকু করার পরেই আপনাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আবেদন করার সম্পূর্ণ ফর্মটি খুলে যাবে। এরপর আপনার যাবতীয় নিজস্ব তথ্য যেমন আপনার নাম আপনার বাবার নাম বা মায়ের নাম আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম আপনার জন্ম তারিখ সঙ্গে আপনি হিন্দু নাকি মুসলিম নাকি অন্য কোন ধর্মের এই সমস্ত তথ্যের পাশাপাশি আপনার ঠিকানা সহ অন্যান্য তথ্য দিতে হবে। সঙ্গে আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আগে কোন কাজের অভিজ্ঞতা ছিল কিনা সেই সমস্ত তথ্য বা বিবরণ আপনাকে ওয়েব সাইটে আপলোড করতে হবে।
৪) সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন টি কমপ্লিট হবে এবং পরবর্তী আরো একটি পেজ খুলবে।
৫) এই নতুন পেজে আপনাকে আপনার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আপনার মাধ্যমিকের এডমিট কার্ড কিংবা সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ড কিংবা রেশন কার্ড যেগুলো আপনি দিতে চান সেগুলোকে 20kb কেবি থেকে 100kb র মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে রেডি করে রাখতে হবে।
৬) এরপর সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে আপনাকে একটি টেম্পুরারি এনরোলমেন্ট নাম্বার দেয়া হবে সঙ্গে আপনার আবেদন পত্রটি আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। আবেদন করার পর থেকে কিছুদিনের মধ্যে আপনার মোবাইলে যদি আইডি পাসওয়ার্ড না আসে তাহলে আবেদন করার দিন থেকে তিন মাসের মধ্যে আপনাকে আপনার যাবতীয় কাগজপত্র এবং আবেদনের ফ্রেন্ড নিয়ে আপনার এলাকার এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে হবে। এখান থেকেই আপনাকে আপনার আবেদন ভ্যালি রেট করার পর, আপনার আইডি পাসওয়ার্ড সরবরাহ করা হবে। যে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি পরবর্তীতে যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন।
যুবশ্রী প্রকল্পের টাকা কখন পাওয়া যাবে?
যুবশ্রী প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর মাধ্যমে আবেদন করলেই সাথে সাথে যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয়। বর্তমানে প্রচুর উপভোক্তা রা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করে রেখেছেন। যুবশ্রী প্রকল্পে টাকা দিতে মাঝেমধ্যেই নতুন নতুন লিস্ট প্রকাশিত করা হয়। বেকার ভাতার এই লিস্টে যদি আপনার নাম এসে যায় সেটাতে পরবর্তী যে সমস্ত তথ্যগুলো দিতে বলা হবে শ্রম বিভাগের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেগুলো জমা করলেই আপনার ব্যাংক একাউন্টে ১৫০০ টাকা করে আসা শুরু হবে।