ভারতীয় হলেই এই ৫টি কার্ড তাড়াতাড়ি করুন, না থাকলেই বিপদে পড়বেন!

ভারতের পাঁচটি কার্ড
February 25, 2025 | 2:51 pm | By Khobor7din

বর্তমানে ভারতবর্ষে গরীব থেকে শুরু করে মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ ৫টি কার্ড রয়েছে। যেগুলো বানালে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকেও সহযোগিতা পাবেন সরকারের তরফ থেকে।

ভারতবর্ষের গরীব খেটে খাওয়া মানুষদের অভাব নেই।এদের মধ্যে কিছু মানুষ নিজের চেষ্টায় সফলতা পেয়েছে। আবার বহু মানুষ নানা সমস্যায় ভুগছেন। এই ধরনের ভারতীয় নাগরিকদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে একাধিক সুযোগ-সুবিধা। যেখানে আর্থিক সাহায্য থেকে শুরু করে ভারতীয় নাগরিক হলেই অন্যান্য বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে। আজকে এমনই ৫টি কার্ডের বিষয়ে আপনাদের জানাবো যে পার্ট গুলি না থাকলে আপনি বিপদে পড়তে পারেন। তাই কোন কার্ডগুলি আপনাদের করে রাখা প্রয়োজন। কোন কার্ডে কি কি সুবিধা পেতে পারেন চলুন এক এক করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ই সঞ্জীবনী পরিষেবা:

২০১৯ সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সুবিধাটি চালু করা হয় সাধারণ মানুষদের জন্য। বিশেষ করে যারা গ্রাম বা প্রত্যন্ত এলাকায় বসবাস করেন অথবা যারা পাহাড় পার্বত্য এলাকায় বসবাস করেন, কিংবা যাদের ডাক্তারের কাছে গিয়ে দেখানোর সুযোগ কম তারা এই প্রকল্পের সুবিধানে নিতে পারেন। বাড়িতে বসেই একটি অ্যাপের মাধ্যমে খুব সহজেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন। এই প্রকল্পটি আয়ুষ্মান ভারতের অন্তর্গত একটি প্রকল্প। যে সমস্ত রোগীরা বাড়িতে বসেই ডাক্তার দেখাতে চান বা ডাক্তারি পরামর্শ নিতে চান তারা অ্যাপের মাধ্যমে সেই সুযোগ নিতে পারেন।

কি কি সুবিধা:

  • এই অ্যাপের মাধ্যমে হালকা থেকে মাঝারি ধরনের ছোটখাটো কোন শারীরিক সমস্যা হলে অনলাইনে ডাক্তার দেখিয়ে ডাক্তারি পরামর্শ নেওয়া যেতে পারে।
  • এই পরিষেবার মাধ্যমে ডাক্তার দেখালে পরিশ্রম এবং সময় দুটোই সাশ্রয় হয়
  • যে সমস্ত মানুষের বাড়ির আশেপাশের ভালো কোন ডাক্তার বা ডাক্তারি পরিষেবা নেই সেই সমস্ত দূরবর্তী এলাকার মানুষরা এই পরিষেবার মাধ্যমে বিশেষ সুবিধা পেতে পারেন

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড:

ভারত সরকারের তরফ থেকে গরিব মধ্যবিত্তদের জন্য চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবা কার্ড। যদি কোন ভারতীয় নাগরিক এই কার্ড বানিয়ে থাকেন সেক্ষেত্রে ভারতবর্ষের যে কোন সরকারিভাবে সরকারি হসপিটাল থেকে বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা করাতে পারবেন এই কার্ডের মাধ্যমে।

কি কি সুবিধা পাওয়া যাবে?

  • এই কার্ডের মাধ্যমে নির্বাচিত হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা করতে পারবেন।
  • ডাক্তারের এপয়েন্টমেন্ট এবং ডাক্তার দেখাতে বিশেষ সাহায্য করে থাকে।
  • এই কার্ডটি থাকলে আপনি চিকিৎসা করা কালীন বিনামূল্যে ওষুধের ওপর সেবা পেয়ে যেতে পারেন। তাই আয়ুষ্মান ভারত কার্ড প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ।

রেশন কার্ড:

কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে গরীব দুঃস্থ পরিবারদের জন্য চালু করা হয়েছে রেশন কার্ড প্রকল্প।

কি কি সুবিধা মিলবে!

  • এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রতিমাসে চাল গম আটা সরবরাহ করা হয়।
  • কেন্দ্রীয় সরকারের তিন প্রকার রেশন কার্ড রয়েছে AAY: অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড, SPHH: বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড, PHH: অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড। এই কার্ড গুলিতে কেন্দ্রীয় সরকার বিনামূল্য রেশন প্রদান করে।
  • এছাড়াও রাজ্য সরকারের রাজ্য সুরক্ষা যোজনার 1 নম্বর এবং 2 নাম্বার রেশন কার্ড রয়েছে। এই কার্ডগুলোতে রাজ্য সরকার প্রতি মাসে বিনামূল্যেরেশন দিয়ে থাকে।

এই রেশন কার্ডগুলোর মাধ্যমে প্রতি মাসে কার্ড পিছু এবং পরিবার পিছু রেশন সরবরাহ করে কেন্দ্র এবং রাজ্য সরকার। তাই এই কার্ডগুলি প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।

প্যান কার্ড:

আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলা এমন কি আয়কর প্রদানের ক্ষেত্রেও এই কার্ডের গুরুত্ব অনেক। পার্মানেন্ট একাউন্ট নাম্বার বা প্যান কার্ড থাকলে একাধিক সুযোগ-সুবিধা পেতে পারেন ভারতীয় নাগরিকরা।

কি কি সুবিধা পাওয়া যাবে?

  • যেকোনো ব্যাংক একাউন্ট নতুন ভাবে খুলতে হলে প্যান কার্ডের প্রয়োজন হয়।
  • এককালীন 50 হাজার টাকার উপরে টাকা লেনদেন করতে প্রয়োজন পরে প্যান কার্ডের।
  • ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর জমা করতে হলে প্যান কার্ড থাকতে হবে।
  • শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রেও প্যান কার্ডের প্রয়োজন হয়।

প্যান না থাকলে আর্থিক লেনদেন থেকে শুরু করে একাধিক সমস্যায় পড়তে পারেন তাই যাদের প্যান কার্ড নেই তারা অবশ্যই প্যান কার্ড করতে পারেন।

আধার কার্ড:

আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটি আধার কার্ড থাকা আবশ্যক। আধার কার্ড যদিও ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র নয় কিন্তু তারপরেও এই আধার কার্ড না থাকলে আপনারা একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। আধার কার্ডের মধ্যেই আপনার বায়োমেট্রিক এবং আইডিস স্ক্যানের বিস্তারিত বিবরণ থাকে। যা একজন ব্যক্তির তথ্য সহজেই সনাক্তকরণে সহযোগিতা করে।

কি কি সুবিধা?

  • ব্যাংকিং লেনদেন করতে কেওয়াইসি আপডেট প্রয়োজন পড়ে সেখানেই দরকার লাগে আধার কার্ডের
  • নতুনভাবে মোবাইলের সংযোগ নিতে চাইলেও আধার কার্ডের প্রয়োজন হয়।
  • বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে দরকার লাগে আধার কার্ড।
  • আধার কার্ড লিঙ্ক ব্যাংক একাউন্ট ছাড়া সরকারি প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে আসতে সমস্যা হতে পারে।
  • ইনকাম ট্যাক্স জমা করার ক্ষেত্রেও প্যান কার্ড এর পাশাপাশি আধার কার্ড বিশেষ ভাবে প্রয়োজন হয়।

বর্তমানে আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে এই সমস্ত কার্ডগুলি অবশ্যই আপনাদের তৈরি করে রাখা প্রয়োজন। কারণ এই কার্ডগুলি একজন ভারতীয় নাগরিকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য থেকে শুরু করে পরিষেবা সমস্ততেই এই কার্ডগুলোর প্রয়োজন পড়ে। তাই এখনো পর্যন্ত এই কার্ডগুলো যদি আপনি না বানিয়ে রাখেন তাহলে অবশ্যই বানিয়ে নিন।

এই সমস্ত কার্ডগুলো ছাড়াও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান বা কৃষাণ সম্মান নিধি ক্রেডিট কার্ড (KCC) তৈরি করেন সেখান থেকেও আপনি লোন পেতে পারেন।

আর এই সমস্ত কার্ডগুলো যদি আপনার কাছে না থাকে , সেক্ষেত্রে আপনিও নানান সমস্যায় পড়তে পারেন ।একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *