এবার আবাস যোজনায় মাস্টার্সস্টোক মুখ্যমন্ত্রীর। আজ থেকেই শুরু হলো 60000 টাকা দেওয়া।

20241221 120404

কেন্দ্ররাজ্যের বঞ্চনা বহুদিনের, কেন্দ্রীয় সরকারের উক্তি, আবাস যোজনার হিসাব দিতে পারেনি রাজ্য সরকার তাই বহুদিন থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে পশ্চিমবঙ্গবাসী। তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্যর মুখ্যমন্ত্রী টাকা দিতে তৎপর হয়েছেন। ইতিমধ্যে আবাস যোজনার ফাইনাল তালিকাতে থাকা প্রায় ১১ লক্ষ উপভোক্তাকে পুনরায় যাচাই করানোর পর আজ থেকে শুরু হল টাকা দেওয়ার কাজ। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স সহ একটি স্টেজ প্রোগ্রামের আয়োজন করেন, যেখান থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে জানান:– বর্তমানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা বহুদিন থেকে দেয়নি ফলে আমরাই সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আবাস যোজনা লিস্টে নাম থাকা 11 লক্ষ উপভোক্তা সহ ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তিদের মাথায় ছাদ দেওয়ার জন্য আরও প্রায় 1 লক্ষ অর্থাৎ মোট 12 লক্ষ উপভোক্তার ব্যাংক একাউন্টে প্রথম কিস্তির 60000 টাকা দেওয়া শুরু করছি।

সঙ্গে আবাস যোজনার পাশাপাশি আরো একাধিক প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে বিশেষ গুরুত্ব দিলেন কর্মশ্রী প্রকল্পকে নিয়ে। এই দিন মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকার জব কার্ডের ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গে তার জন্য আমরা রাজ্যে চালু করেছি কর্মশ্রী প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে এক বছরে ৫০ দিন পর্যন্ত কাজ পাবেন জব কার্ড ধারীরা। তাছাড়া ৫০ দিনের উপরেও কেউ যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে রাজ্যের কোন আপত্তি নেই। তবে এই প্রকল্পের কাজ প্রত্যেক এলাকায় কবে থেকে চালু হবে এই বিষয়ে বিশেষ কিছু জানাননি তিনি।… …

যারা ঘর পেলেননা তাদের কি হবে?

মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভা থেকে জানান যে যারা এখনো পর্যন্ত ঘর পেলেন না যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে, (আনুমানিক প্রায় 16 লক্ষ ) কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় তাহলে রাজ্য সরকার পরবর্তীতে ধাপে ধাপে সেই সমস্ত উপভোগ তাদেরকে বাড়ি বানানোর জন্য টাকা নিজেদের তহবিল থেকেই দিয়ে দেবে। তবে এই মুহূর্তে রাজ্যের প্রায় ১২ লক্ষ উপভোক্তাদেরকে আবাস যোজনা প্রথম কিস্তির ৬০০০০ টাকা দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ধাপে ধাপে সবার ব্যাংক একাউন্টে জমা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *