এবার মহিলারা পাবে মাসে 7000 টাকা করে, চালু হয়ে গেল নতুন প্রকল্প বীমা সখি..

মহিলাদের জন্য নতুন প্রকল্প, মহিলারা পাবে মাসে 7000 টাকা করে দেয়া হবে নতুন প্রকল্পের মাধ্যমে, এমনিতেই কেন্দ্রীয় সরকার বলুন কিংবা রাজ্য সরকার, যতগুলি প্রকল্প তৈরি করেছেন তার বেশিরভাগ গুলোই মহিলাদের জন্য, এবার মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো, যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৭০০০ টাকা করে দেয়া হবে মহিলাদের ব্যাংকে।
মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের:
বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একাধিক প্রকল্প তৈরি করা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য তৈরি করা হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্প। যেখানে সকল মহিলাদের প্রতি মাসে মাসে এক হাজার টাকা এবং ১ হাজার ২০০ টাকা করে দেয়া হয় তাদের ব্যাংক একাউন্টে। এছাড়াও মহিলাদের জন্য চালু করা হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প।

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বীমা বা খরচ দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারও কোনোভাবেই পিছিয়ে নেই, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড যদি কোন মানুষের কাছে থাকে তাদেরকেও পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমার সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে।
পাঁচটি ভুলের কারনে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা অনেকেই পাচ্ছেন না
এই সমস্ত প্রকল্পগুলির পাশাপাশি রয়েছে কন্যাশ্রী প্রকল্প যেখানে মহিলাদের এককালীন ২৫ হাজার টাকার আর্থিক সুবিধা দেয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে যাতে মহিলারা বা মেয়েরা তাদের পড়াশোনা বন্ধ না করে সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।
বীমা সখি:-মহিলারা পাবে মাসে 7000 টাকা
মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ মোদি সরকারের এবার গ্রামীণ মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য নতুন প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ নতুন বিমা সখি নিয়োগ করা হবে এমনটাই জানা যাচ্ছে।এবার মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প নিয়ে এলো LIC অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। যেটাকে সারা ভারতবর্ষের মানুষ জীবন বীমা নিগম হিসাবে চিনে থাকেন।
এই জীবন বীমা তরফ থেকেই নতুন প্রকল্প চালু করা হচ্ছে। যেখানে শুধুমাত্র মহিলারা পাবে মাসে 7000 টাকা করে, কিভাবে পাবেন ৭০০০ টাকা করে?
এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে “বিমা সখি” প্রকল্প।নতুন ঘোষণা অনুযায়ী আগামী তিন বছরে প্রায় ২ লক্ষ মহিলাকে নতুন করে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। আবেদন করার জন্য প্রত্যেক আবেদনকারী মহিলার শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য নথি জমা করতে হবে। নারীর ক্ষমতায়নকে আরো শক্তিশালী করে তোলার জন্য এবং স্বনির্ভর করে তোলার জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যে অর্থ সাহায্য পাওয়া যাবে সেটাও তারা তাদের বিভিন্ন কাজে ব্যয় করতে পারবেন। জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে তিন বছর ধরে মহিলাদের টাকা দেয়া হবে, প্রথম বছরে মহিলারা পাবে মাসে 7000 টাকা করে।
কারা আবেদন করতে পারবেন?
এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? তো সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। যারা স্বেচ্ছাসেবক বীমা এজেন্ট হতে চান, তারা চাইলে সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন, তবে এই প্রকল্পে আবেদন করার জন্য আরও একটি যোগ্যতা থাকতে হবে, আবেদনকারী মহিলাদের কমপক্ষে দশম শ্রেণী পাস হয়ে থাকতে হবে। গত সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের ঘোষণা করা হয়।
কত টাকা পাওয়া যাবে?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এই প্রকল্পে অংশগ্রহণকারীরা তিন বছরের জন্য প্রশিক্ষণ এবং উপবৃত্তি পাবেন। আবেদনকারী মহিলারা প্রথম বছরে প্রতি মাসে ৭০০০ টাকা করে উপবৃত্তি পাবেন। দ্বিতীয় বছরে অবশ্য উপবৃত্তির পরিমাণ কিছুটা কমবে, প্রতিমাসে ৬০০০ টাকার হিসাবে পাবেন মহিলারা এবং তৃতীয় মাসে সেই টাকাটা হয়ে দাঁড়াবে প্রতিমাসে ৫০০০ টাকা করে। বৃত্তি দেওয়া কালীন এই তিন বছরে মহিলাদেরকে যে ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেনিংয়েই তাদেরকে একটি উপযুক্ত যোগ্য এজেন্ট হিসেবে গড়ে তোলা হবে। ফলে তারা নিজেরাই এই পেশার মাধ্যমে আরো বেশি ইনকামের সুযোগ পাবেন এমনটাই মনে করা হচ্ছে।
আবেদন পদ্ধতি কি?
এই প্রকল্পে অনলাইনে আবেদনের তেমন কোনো বিস্তারিত পদ্ধতি জানানো হয়নি, তবে জানা যাচ্ছে এই প্রকল্পটিতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনার এলাকার যে এলআইসি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, এই প্রকল্পে আবেদন করতে বা এই প্রকল্পের বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি জীবন বীমা নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে ও ভিজিট করতে পারেন। এখান থেকেই আরো বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন: Click Here
One thought on “এবার মহিলারা পাবে মাসে 7000 টাকা করে, চালু হয়ে গেল নতুন প্রকল্প বীমা সখি..”