পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট লাগবেনা! এই 1টি ডকুমেন্ট থাকলেই হবে ভোটার ভেরিফিকেশন..

পাসপোর্ট নেই , ভোটার ভেরিফিকেশন
August 6, 2025 | 3:12 pm | By Khobor7din

পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট লাগবেনা! এই 1টি ডকুমেন্ট থাকলেই হবে ভোটার ভেরিফিকেশন..পশ্চিমবঙ্গ জুড়ে চালু হচ্ছে ভোটার ভেরিফিকেশন, আপনার যদি পাসপোর্ট জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে ও চিন্তা নেই 1টিমাত্র ডকুমেন্ট দিয়েই করতে পারবেন স্পেশাল এন্টেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন।

ভোটার ভেরিফিকেশন (নিবিড় সমীক্ষা) আসলে কি?

নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন সময় অন্তর মাঝেমধ্যেই দেশজুড়ে ভোটার কার্ডের তালিকা বা ভোটার লিস্ট যাচাই করা হয়। কারা প্রকৃত ভোটার কাদের ভোট দেওয়ার অধিকার আছে বা কারা প্রকৃত ভারতবাসী? তাছাড়া যে সমস্ত মৃত মানুষরা রয়েছেন তাদের ভোটার কার্ডগুলিকে বাতিল করা, ভুয়া ভোটার বাছাই করা, কিংবা যে সমস্ত ব্যক্তির একাধিক ভোটার লিস্টে নাম রয়েছে সেই সমস্ত নামগুলিকে বাছাই করে বের করে প্রকৃত সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়, এই নিবিড় সমীক্ষার মাধ্যমে।

নতুন করে কেন হচ্ছে ভোটার ভেরিফিকেশন?

এমনিতেই বেশ জুড়ে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশনের পালা, ইতিমধ্যেই বিহারে এই ভোটার ভেরিফিকেশন এর কাজ শুরু হয়ে গেছে, এবার পশ্চিমবঙ্গেও হতে চলেছে এই ভোটার ভেরিফিকেশন। তবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য ভোটার ভেরিফিকেশনের গাইড লাইন বা ডকুমেন্ট এর লিস্ট দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে শীঘ্রই এই সম্বন্ধীয় নতুন গাইডলাইন আসতে চলেছে। পশ্চিমবঙ্গের জন্য কি কি ডকুমেন্ট লাগবে? পশ্চিমবঙ্গের জন্য কোন পরিবর্তন হবে কিনা? সমস্ত কিছুই ওই বিজ্ঞপ্তিতে জানা যাবে। এবং যারা প্রকৃত ভোটার তাদের নামই লিস্টে থাকবে। বাকি অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে।

প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড কি নাগরিকত্বের নথি?

ভোটার ভেরিফিকেশনে কোন ১১টি নথি লাগতে পারে?পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন হবে এখানের ভোটারদের ফরম ফিলাপের জন্য আলাদা নোটিফিকেশন নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত হবে, সেখানেই সমস্ত কিছু জানা যাবে। তবে এই মুহূর্তে বিহারের জন্য যে গাইডলাইন প্রকাশিত হয়েছে, সেই গাইড লাইনে একাধিক ডকুমেন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ১১ টি ডকুমেন্টের নাম উল্লেখ রয়েছে।এবারে আমরা জানবো কোন কোন ১১ টি নথি লাগবে এই ভোটার ভেরিফিকেশনে? যা নিচে আলোচনা করা হলো…

পাসপোর্ট নেই , ভোটার ভেরিফিকেশন
পাসপোর্ট নেই! ভোটার ভেরিফিকেশন
  • যেকোনো আইডেন্টিটি কার্ড/রাজ্য বা কেন্দ্রীয় সরকারের থেকে যদি কোন টেনশন পেয়ে থাকেন তার শংসাপত্র, যদি কোন প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং এ কাজ করেন তার শংসাপত্র।
  • 1.7.1987 সালের আগে যদি আপনার কাছে কোন ডকুমেন্ট থাকে যেমন- সরকার/স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা জারি-ব্যাংক কিংবা ডাকঘর বা জাতীয় জীবন বীমা ইত্যাদি থাকলে, সেগুলো গ্রহণযোগ্য হবে।
  • আপনার কাছে যদি বোন আধিকারিক শংসাপত্র থেকে থাকে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন।
  • আপনার কাছে যদি পাসপোর্ট থাকে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন।
  • যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন।
  • যদি কোন স্বীকৃত ভোট বা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার কোন সার্টিফিকেট থেকে থাকে সেগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন।
  • রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের ঠিকানা প্রমাণপত্র।
  • এছাড়াও আপনার কাছে যদি জাতিগত শংসাপত্র যেমন এসসি এসটি ওবিসি শংসাপত্র থাকে তাহলে এগুলো দিয়ে ভোটার ভেরিফিকেশন করা যাবে।
  • যাদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জীকরণ সার্টিফিকেট রয়েছে সেগুলি দেখিয়ে তারা ভেরিফিকেশন করতে পারবেন।
  • কারো কাছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকলেও সেটা দিয়ে ভেরিফিকেশন করা যাবে যেকোনো জমির তথ্য কিংবা সরকার থেকে ঘর পেয়েছেন এই রকম কোন তথ্য থাকলে সেটা দিয়েও ভেরিফিকেশন করা যাবে।

পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট না থাকলে কিভাবে হবে ভেরিফিকেশন?

যদি আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট কিংবা পাসপোর্ট এর মত শংসাপত্র না থাকে তাহলে চিন্তা করবেন না এছাড়াও আরও 9 রকম ডকুমেন্টের কথা উপরে আলোচনা করা হয়েছে। এই সমস্ত ডকুমেন্ট গুলির মধ্যে থেকে যেকোনো একটা ডকুমেন্ট দিয়ে এই ভেরিফিকেশন করতে পারবেন। এ ক্ষেত্রে ১১টা ডকুমেন্ট নয়, এর মধ্যে থেকে যেকোনো একটি ডকুমেন্ট দেখি এই ভেরিফিকেশন করা যাবে।

কত সালে জন্ম হলে কাদের কি কাগজ লাগবে?

বিহারের দেওয়া গাইডলাইন অনুযায়ী, যদি কারো জন্ম 1/7/1987 সালের আগে হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিয়েই ভেরিফিকেশন করতে পারবেন। উপরের যে ১১ টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এর থেকে যেকোনো একটি ডকুমেন্ট ব্যবহার করা যাবে।

যদি কারো জন্ম ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে নিজের ডকুমেন্টস সঙ্গে বাবা অথবা মায়ের যে কোন একজনের কাগজপত্র জমা করতে হবে। তবেই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন।

এছাড়া যাদের জন্ম ২০০৪ সালের পরে তাদের ক্ষেত্রে নিজের ডকুমেন্টের সঙ্গে বাবা এবং মা উভয়ের ডকুমেন্টের প্রয়োজন হবে। উপরোক্ত সবকটি ক্ষেত্রেই উপরে যে 11টি ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে এর থেকে যেকোনো একটি করে ডকুমেন্ট জমা করতে পারবেন।

কোন ১টি ডকুমেন্ট দিয়েই হবে ভোটার ভেরিফিকেশন? বিহারের যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল সেখানে জানানো হয়েছিল ২০০৩ সালে বিহারে লাস্ট ভোটার ভেরিফিকেশন হয়েছিল। সেই অনুযায়ী ২০০৩ সালের ভোটার লিস্টে যদি কারও নাম থেকে থাকে সেক্ষেত্রে ওই লিস্টের প্রমাণটাই যথেষ্ট ডকুমেন্ট হিসেবে ধরে নেয়া হবে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ভোটার ভেরিফিকেশন শুরু হয়, তাহলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের লাস্ট ভেরিফিকেশন হয়েছিল ২০০২ সালে।, ফলে ২০০২ সালের ওই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে অতিরিক্ত কোনথি দেওয়া আর প্রয়োজন হবে না।

WhatsApp ChannelClick Here
Facebook page Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *