2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হলো, পশ্চিমবঙ্গ বাসীরা নাম আছে কিনা দেখে নিন…

2002 সালের ভোটার লিস্ট
July 24, 2025 | 11:43 pm | By Khobor7din

এইমাত্র সরকারি ওয়েবসাইট থেকে 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত করল সরকার, এখন এই লিস্ট সাধারন মানুষ প্রত্যেকেই তাদের মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে দেখতে পারবেন। কিভাবে লিস্ট ডাউনলোড করা যাবে তার সম্পূর্ণ পদ্ধতি এই প্রতিবেদনে দেওয়া হয়েছে।

কেন 2002 সালের ভোটার লিস্ট গুরুত্বপূর্ণ ?

আগস্ট মাসের ১ তারিখ থেকেই পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন চালু হয়ে যাওয়ার কথা রয়েছে। যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে। এক কথায় বলতে গেলে নির্বাচন কমিশনের তরফ থেকে নিবিড় ভোটার সংশোধন প্রক্রিয়া চালু হবে যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR বলা হচ্ছে।

আর এই ভোটার ভেরিফিকেশনেই প্রচুর মানুষের নাম বাতিল হতে পারে ভোটার তালিকা থেকে। ফলে এই নিয়েই ভীষণ উদ্যোগে রয়েছে সাধারণ মানুষ। কিভাবে ভোটার ভেরিফিকেশন হবে সেই ভিউ প্রশ্ন রয়েছে প্রচুর! তাছাড়া এই ভোটার ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে সেই নিয়ে আগেই বিহারে গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নতুনদের প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা

বিহারে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার ভেরিফিকেশন শুরু করা হয়েছে সেই ভোটার ভেরিফিকেশনের পরিপ্রেক্ষিতে যে গাইড লাইন জারি করা হয়েছে, সেই গাড়ির লাইনের স্পষ্ট করে জানানো হয়েছে যদি কোন ব্যক্তির 01.01.2023 সালে যখন বিহারে ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেই সময় যদি কেউ ভোটার ভেরিফিকেশন করে থাকেন।

এবং ওই ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে ওটাই পর্যাপ্ত ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শেষ ভোটার ভেরিফিকেশন হয়েছিল 2002 সালে, সেই অনুযায়ী প্রায় ২৩ বছর পর আবারও আগস্ট থেকে ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে। আর এই ভোটার ভেরিফিকেশন যদি শুরু হয় সেক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হতে পারে।

WhatsApp ChannelClick Here
Facebook page Click Here

ভোটার ভেরিফিকেশনের জন্য। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে পারে এই 2002 সালের ভোটার তালিকা। যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল, অর্থাৎ যারা সেই সময় ভোটার ভেরিফিকেশন করেছিলেন। তাদের যদি ২০০২ সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আগস্ট মাসের যে ভোটার ভেরিফিকেশন হবে সেখানে 2002 সালের ভোটার লিস্টের কপি দেখিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন।

তবে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য কোন ফল বা ডকুমেন্ট লিস্ট প্রকাশিত করা হয়নি। যদি হয়ে যায় তাহলে সেটাও পরবর্তী প্রতিবেদনে আপনারা জানতে পারবেন। তবে মাথায় রাখবেন পশ্চিমবঙ্গে আগস্ট থেকে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু সবাইকেই করতে হবে। যদি কেউ ডকুমেন্ট ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে ভোটার তালিকা থেকে ওই ব্যক্তির নাম বাতিল হয়ে যেতে পারে। আর ভোটার তালিকা থেকে নাম বাতিল হলে ভোটার কার্ড থাকলেও তিনি আর ভোট দিতে পারবেন না।

2002 সালের ভোটার লিস্ট
2002 সালের ভোটার লিস্ট

কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন?

পশ্চিমবঙ্গের ২০০২ সালের পুরানো ভোটার লিস্ট ডাউনলোড যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে ceowestbengal এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখান থেকেই আপনারা ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন, এই ভোটার লিস্ট ডাউনলোড করার লিংক এই প্রতিবেদনের নিচে পাবেন।

  • প্রথমে আমাদের প্রতিবেদনে দেওয়া লিংকে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি ceowestbengal এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন যেখানে সরাসরি আপনারা বিভিন্ন জেলার লিস্ট দেখতে পাবেন।
  • প্রথমে আপনি আপনার জেলাটি চয়ন করবেন এবং আপনার জেলার উপরে ক্লিক করবেন।
  • এরপর আপনার জেলার আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে সেগুলো চলে আসবে। আপনারটা আপনি খুঁজে নিয়ে তার উপর ক্লিক করবেন।
  • এরপর পোলিং স্টেশনের জায়গা খুলবে এখান থেকে আপনার যে পোলিং স্টেশন টি হবে সেই পলিং স্টেশনের পাশে ফাইনাল রোল নামে একটি অপশন দেখতে পাবেন।
  • এই ফাইনাল রোল অপশনে ক্লিক করলেই আপনার এলাকার ২০০২ সালের পুরানো ভোটার লিস্ট ওপেন হয়ে যাবে।
  • এরপর লিস্ট থেকে আপনার নামটি খুজে নেবেন এবং যে লিস্টে আপনার নাম থাকবে সেই লিস্টের প্রিন্ট আউট বের করে নেবেন। যেটা পরবর্তীতে ভোটার ভেরিফিকেশনে আপনার কাজে আসবে।

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সরাসরি এই West bengal 2002 Voter List download Click Here লিংকে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনারা সমস্ত জেলা ভোটার লিস্ট ডাউনলোড করা জায়গায় পৌঁছে যাবেন। তারপর উপরে যেমন পদ্ধতি বলা হয়েছে সেই পদ্ধতি অবলম্বন করুন।

এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *