নিয়ম বদল ফ্রি রেশন বন্ধ! 1 টি কাজ না করলেই বন্ধ! নির্দেশক কেন্দ্রের ration card update

ফ্রি রেশন বন্ধ
July 20, 2025 | 11:59 pm | By Khobor7din

কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ জারি হল, না মানলে ফ্রি রেশন বন্ধ হতে পারে, এই কাজটি প্রত্যেককেই করতে হবে।

বিনামূল্য রেশন পরিষেবা:

দেশের প্রত্যন্ত অঞ্চল গুলিতে এখনও প্রচুর এমন পরিবার রয়েছে যাদের দুবেলা দুমুঠো পেটের অন্ন যোগানোর জন্য হিমশিম খেতে হচ্ছে। করোনা কালে এই সমস্ত মানুষদের জীবনে নেমে এসেছিল আরো ভয়াবহ বিপদ। বন্ধ হয়েছিল কল কারখানা, সাধারণ মানুষের কাজকর্ম।

আধার কার্ড রেশন কার্ড কিংবা প্যান কার্ড ভারতের নাগরিকত্বের নথি?

আর ঠিক এই বিপদের সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা হয় রেশন দোকান থেকে পাওয়া যাবে বিনামূল্যের রেশন। মোদির এই ঘোষণার পরে খুশির জোয়ারে ভেসে যায় দেশবাসী। প্রচুর গরিব খেটে খাওয়া মানুষ উপকৃত হতে থাকেন এই বিনামূল্যের রেশন পেয়ে। তবে এবার এই ফ্রি রেশন অনেকেরই বন্ধ হতে পারে।

কি কি খাদ্যদ্রব্য পাওয়া যায়?

বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক রেশন কার্ড জারি করা হয়েছে আমজনতার জন্য। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নাম্বার এবং 2 নাম্বার রেশন কার্ড। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে SPHH,PHH,AAY রেশন কার্ড ।

এই সমস্ত রেশন কার্ড থাকলে আপনারা বিনামূল্যে রেশন দোকান থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পেয়ে যাবেন।এর মধ্যে যেমন রয়েছে চাল গম আটা ডাল তেল ইত্যাদি তবে, তবে সাধারণত প্রত্যেকের জন্য রেশন দোকান থেকে চাল গম আটা পাওয়া যায়। আর বিশেষ কিছু এলাকাতে মাঝে মধ্যেই তেল ছোলা চিনি ডাল এই সমস্ত দেওয়া হয় রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে।

ফ্রি রেশন বন্ধ
ফ্রি রেশন বন্ধ

কেন্দ্রীয় সরকারের অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ডে পরিবার পিছু ৩৫ কেজি করে রেশন ধোবো পাওয়া যায়, বাকি রেশন কার্ডগুলিতে পাওয়া যায় প্রতিকার্ড পিছু ৫ কেজি করে খাদ্য দ্রব্য।এবং রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় রাজ্য সরকারের কার্ড গুলোতে ৫ কেজি করে কার্ড পিছু খাদ্য শস্য।

এবার এই সমস্ত খাদ্যশশ্রয় বন্ধ হতে পারে যদি আপনি এই একটি কাজ না করে থাকেন। এমনিতেই রাজ্য সরকার এগুলি নিয়ে আগেই প্রচার চালিয়েছে। তবে এবার কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি আপনি আপনার রেশন কার্ডের এই আপডেট না করান তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এবং আপনি আর বিনামূল্যের রেশন নাও পেতে পারেন।

কাদের ফ্রি রেশন বন্ধ হচ্ছে?

জানা যাচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এবার প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে করতে হবে আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াইসি আপডেট। আর এই ই কেওয়াইসি যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার বিনামূল্যেরেশন বন্ধ হয়ে যেতে পারে। আর ফ্রি রেশন বন্ধ হলে, আপনারা পড়তে পারেন সমস্যায়। যদিও এর আগে একটি আপডেট উঠে এসেছিল যেখানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ।

যদি কোন ব্যক্তি রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি আপডেট না করেন সেক্ষেত্রে সাথে সাথে ওই রেশন কার্ড বন্ধ করা যাবে না। বা রেশনের প্রাপ্য খাদ্যশস্য বন্ধ করা যাবে না। আরে আরে যাচাই করে দেখবেন ওই রেশন কার্ড দিয়ে প্রকৃত আসল উপভোক্তার কিনা, তারপর যদি মনে করে আধিকারিকরা তবে এই রেশন কার্ড বন্ধ হবে। তবে এবার টিভি নাইন পত্রিকা খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবার প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে করতে হবে কেওয়াইসি আপডেট।।। তবে এই বিনামূল্যের এখানে সুবিধা পাবেন আমজনতা।

কিভাবে করবেন ফ্রী রেশন কেওয়াইসি:

আপনাদের জানিয়ে রাখা ভালো আপনি যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক বা কেওয়াইসি আপডেট করতে চান সেটাতে আপনার নিকটবর্তী যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। রেশন ডিলার এর কাছে যে ই পজ নামক যন্ত্র আছে ওই যন্ত্রের সাহায্যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার এলাকার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।

WhatsApp ChannelClick Here
Facebook pageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *