নতুন মহিলাদের লক্ষী ভান্ডার টাকা কবে দেবে 2025 ? কোন কোন ভুলের সমাধান করতে হবে? Khobor7din News

লক্ষী ভান্ডার প্রকল্প বাংলার জনপ্রিয়, তবে নতুন মহিলাদের লক্ষী ভান্ডার টাকা কবে দেবে? কোন কোন ভুলের কারণে এখনো পর্যন্ত মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকছে না! কি কি করলে টাকা পাওয়া যাবে? এই সমস্ত কিছুর গুরুত্বপূর্ণ আপডেট নিচে বিস্তারিত দেওয়া হল…
Table of Contents
লক্ষী ভান্ডার প্রকল্প:-
শুধুমাত্র মহিলাদের জন্য চালু হওয়া ২০২১ সালের এই প্রকল্পটি এখন বাংলার সবথেকে জনপ্রিয়। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা এলাকার গরিব খেটে খাওয়া পরিবার গুলির মহিলারা এই প্রকল্প থেকে সুবিধা পান। এই মুহূর্তে প্রায় ২ কোটি ২১ লক্ষের মতো মহিলারা এই লক্ষী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন। যারা প্রতি মাসে হাত খরচ বাবদ তাদের ব্যাংক একাউন্টে টাকা পাচ্ছেন।
এবার ভোটার কার্ডে আর লাগবে না আধার কিংবা প্যান কার্ড, নতুন ডকুমেন্টের লিস্ট দিল নির্বাচন কমিশন
2021 সালে যখন লক্ষী ভান্ডার প্রকল্প চালু হয় সেই সময় মহিলাদেরকে ৫০০ টাকা এবং 1000 টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছিল। যে সমস্ত ওবিসি কিংবা জেনারেল মহিলারা ছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা মাসে এবং যারা তপশিলি জাতি কিংবা উপজাতি সম্প্রদায়ের মহিলারা আবেদন করেছিলেন তাদেরকে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছিল। তবে গত নির্বাচনের আগেই এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকাকে ডবল করা হয়। যারা 500 টাকা পাচ্ছিলেন তাদেরকে এক হাজার টাকা করে এবং যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তাদেরকে ২০০ টাকা বাড়ানো হয়। অর্থাৎ তারা এখন 1200 টাকা তাদের ব্যাংক একাউন্টে পাচ্ছেন।
নতুন মহিলাদের লক্ষী ভান্ডার টাকা কবে দেবে?
তবে সবশেষে একটাই প্রশ্ন এসে যায় নতুন যে সমস্ত মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা এখনো কেন টাকা পাচ্ছেন না? কবে থেকে তাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকতে পারে? টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে? একাউন্ট স্ট্যাটাসে কোন কোন সমস্যা থাকলে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না? তার মধ্যে যেমন অ্যাকাউন্ট ভ্যালুয়েশন ইরর, নাম মিস ম্যাচ স্কোর, অ্যাকাউন্ট স্ট্যাটাস রিজেট অথবা পেন্ডিং এগুলো থাকলে কিভাবে সমাধান করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি এই প্রতিবেদনে পাবেন।
চলুন এক এক করে আপনাদেরকে সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিই….লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার শর্ত কি?প্রথমেই জানিয়ে রাখা ভালো নতুন কিংবা পুরনো যে সমস্ত মহিলারাই লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, টাকা পাওয়ার জন্য তাদের প্রত্যেককেই রাজ্য সরকারের দেওয়া বেশ কিছু গাইড লাইন মানতে হবে। তবেই আপনাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে অন্যথায় টাকা ঢুকবে না। প্রথমে শর্তগুলি কি রয়েছে এক এক করে আপনাদের জানা প্রয়োজন।
বেড়ে গেল ট্রেনের ভাড়া, সঙ্গে ট্রেনের টিকিট বুকিং এ নতুন নিয়ম চালু হলো, না জানলেই মিস করবেন
- লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা পেতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে।
- আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তার থেকে কম বা বেশি হলে হবে না।
- আবেদনকারী মহিলার নিজের নামে সিঙ্গেল ব্যাংক একাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাংক একাউন্ট দিয়ে আবেদন করা যাবে না।
- আবেদনকারী মহিলার নিজের নামে আধার কার্ড ভোটার কার্ডের মত সরকারি নথি থাকতে হবে।
- আবেদনকারী মহিলার অবশ্যই স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে।
- আবেদনকারী মহিলা সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না ।
- কোন পরিবার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তারাও এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন।
- আবেদন করার সময় যে ব্যাংক একাউন্ট লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে।
সরকার নিয়ম অনুযায়ী উপরোক্ত বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে তবেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে ব্যাংক একাউন্টে।
তবে লক্ষী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন ভাবে আবেদন করেছেন মূলত তাদের মধ্যে অনেকেরই স্ট্যাটাসে নানান পরিবর্তন ও সমস্যা দেখা দিচ্ছে। যেগুলোর সমাধান তারা কিভাবে করবেন বুঝতে পারছেন না চলুন সেই সমস্ত সমস্যাগুলি কিভাবে আপনারা সমাধান করবেন? বা প্রকল্পের টাকা আপনার ব্যাংক একাউন্টে কিভাবে পাবেন? এক এক করে জেনে নেওয়া যাক… News by Khobor7din

নতুন আবেদনকারীদের স্ট্যাটাসের সমস্যা ও সমাধান?
লক্ষী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকারের ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন, তাদের স্ট্যাটাসে সমস্যা আছে কিনা দেখার জন্য প্রথমেই আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রোফাইল পেয়ে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা লক্ষী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login
এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর ট্রাক এপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং নিচের দেওয়া ক্যাপচা ফিলাপ করে সাবমিট করলেই আপনার সমস্ত স্ট্যাটাস ওপেন হয়ে যাবে।
কিভাবে সমস্যার সমাধান করবেন?
লক্ষী ভান্ডার প্রকল্পে বেশ কিছু সমস্যা আসতে পারে, যার নাম এবং সমাধান নিম্নে এক এক করে আলোচনা করা হলো…
ব্যাংক ভ্যালিডেশন এরোর:
বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই এই সমস্যাটা এখন দেখা দিচ্ছে।, যদি আপনার স্ট্যাটাসে এমনই ব্যাংক ভ্যালুটেশন ইরর দেখায় সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দেখতে হবে , আপনি লক্ষী ভান্ডার প্রকল্পের সঙ্গে যে ব্যাংক একাউন্ট লিংক করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কিনা। সেটা আপনি নিজের ব্যাংক থেকে চেক করে জানতে পারবেন। সেখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স এবং আপনার আধার কার্ড নিয়ে আপনার বিডিও অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। এখানে আধিকারিকদের সঙ্গে কথা বললেই সরকারি আধিকারিকরা আপনাদের এই সমস্যার সমাধান করে দেবেন এবং আপনার ব্যাংক ভ্যালিডেশন এরোর তাকে এডিট করে দেয়া হবে। এবং কিছুদিন পর সেটা ভ্যালি ডেট হয়ে যাবে।
নাম মিস ম্যাচ:-
প্রচুর নতুন মহিলারা এমন রয়েছেন যারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাসে দেখছেন তাদের নাম মিস ম্যাচ হয়ে আছে। সেখানে ৪০% স্কোর দেখাচ্ছে কারো আবার ৬০% স্কোর দেখাচ্ছে, এইরকম সমস্যা মূলত তখনই হয় যখন আপনার আবেদন পত্রের নাম একরকম এবং আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টের নামের স্পেলিং এ আরেক রকম থাকে, কিংবা আপনি ব্যাংক একাউন্ট বা আধার কার্ড দিয়েছেন সেই দুটি ডকুমেন্টে নাম ম্যাচ করছে না, এমনটা হলেও আপনার এই সমস্যা হতে পারে। এর জন্য আপনাকে আপনার ডকুমেন্টগুলি ঠিক করতে হবে। আর যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে আবারো আগের মতই আপনাকে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
এপ্লিকেশন রিজেক্ট:
যদি কোন মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য না হয় বা কারো ডকুমেন্ট যদি জালি হয় সেক্ষেত্রে লক্ষী ভান্ডার প্রকল্পের আধিকারিকরা আপনার আবেদন পত্রটি বাতিল করে দিতে পারে। যদি কোন ভাবে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যায় তাহলে আপনি লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না।
বেনেফিশিয়ারি স্ট্যাটাস পেন্ডিং:
যদি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, যখনই আপনার স্ট্যাটাস একটিভ হয়ে যাবে তারপর থেকে আপনি লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন।
ব্যাংক একাউন্ট আধার কার্ড লিঙ্ক:
ব্যাংক একাউন্ট আধার কার্ড লিঙ্ক না থাকলেও অনেক মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্যা হতে পারে।তাই অবশ্যই আপনারা ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংকটা করে রাখবেন। উপরোক্ত তথ্যগুলি ছাড়াও যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি কিংবা যাদের এখনো পর্যন্ত এপ্লিকেশন ফাইনাল অ্যাপ্রুভ হয়নি! তাদেরকে এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে আপনার এপ্লিকেশন বা আবেদনটি অ্যাপ্রুভ করা হবে এবং আপনার ব্লক থেকে নতুনভাবে নাম তোলা শুরু হবে, তখন আপনাদের স্ট্যাটাসে নতুন করে পরিবর্তন দেখতে পাবেন।
সমস্ত কিছু যদি সম্পূর্ণ সঠিক থাকে, এবং আপনার ব্যাংক একাউন্টে টাকা দেওয়ার উপযুক্ত হয়ে ওঠে, তাহলে যখনই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, সেই মাসেই পেমেন্ট স্ট্যাটাসে জায়গায় পেমেন্ট দিয়ে টু স্টার্ট, কিংবা পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি দেখতে পাবেন। আর পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে যাওয়া মানেই কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে।
উপরোক্ত তথ্যগুলো থেকে যদি আপনার কিছুটা উপকার হয়, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই প্রতিবেদনটি ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।
আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ গুলি ফলো করতে ভুলবেন না।
WhatsApp Channel | Click Here |
Facebook page | Click Here |