ট্রেনের টিকিট বুকিং এ নতুন নিয়ম 2025 ! বাড়লো ট্রেনের টিকিটের ভাড়া….

ট্রেনের টিকিট,
July 6, 2025 | 11:06 am | By Khobor7din

এবার ট্রেনের টিকিট বুকিং এ নতুন নিয়ম চালু হচ্ছে, করাকরি এই নিয়ম না মানলে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন না। ট্রেনে যাতায়াত করতে সবাই পছন্দ করেন, দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হলে সে ক্ষেত্রে সব থেকে কম খরচেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব। তবে এবার এই ট্রেনের ভাড়াতেই আসছে নতুন পরিবর্তন।

বাড়লো ট্রেনের টিকিটের ভাড়া:

আপনি যদি ট্রেনে যাতায়াত করেন, তাহলে এবার থেকে আপনাকে গুনতে হবে অতিরিক্ত ভাড়া। কারণ গত জুলাই মাসের ১ তারিখ থেকেই ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক।

কোন টিকিটে কত টাকা খরচ বাড়লো?

ইতিমধ্যেই জানা যাচ্ছে এসি কিংবা নন এসি প্রত্যেক মেল কিংবা এক্সপ্রেসের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লার ট্রেনে আপনি যদি যাতায়াত করেন তাহলে প্রতি কিলোমিটার কিছু 1 পয়সা করে বাড়ানো হয়েছে। এবং এসি কোচের জন্য প্রতি কিলোমিটার কিছু 2 পয়সা করে বাড়ানো হয়েছে।

তবে জানা যাচ্ছে যারা শহরতলীতে বসবাস করেন এবং যারা ডেইলি ট্রেনে প্যাসেঞ্জারি করেন যাদের কাছে মাসিক সিজন টিকিট রয়েছে, তাদের ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকবে। তবে যারা এসি ট্রেনে যাতায়াত করবেন কিংবা নন এসি ট্রেনে যাতায়াত করবেন এবার তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

কৃষক বন্ধু প্রকল্পে ৫০০০ টাকা কিংবা ২ হাজার টাকার কিস্তি কবে ঢুকবে?

জানা যাচ্ছে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করলে আপনি যদি সেকেন্ড ক্লাস টিকিট কাটেন সে ক্ষেত্রে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য ভারতে কোন পরিবর্তন হবে না। অর্থাৎ পুরনো ভাড়াতেই আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। কিন্তু যদি আপনি 501 কিলোমিটার থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্ত যান, ইচ্ছে পেতে আপনাকে ট্রেনের টিকিটের উপরে অতিরিক্ত ভাড়া হিসেবে পাঁচ টাকা বেশি দিতে হবে।

ট্রেনের টিকিট
ট্রেনের টিকিট

সঙ্গে কেউ যদি ১৫০১ কিলোমিটার থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করেন সেক্ষেত্রে তাকে দশ টাকা অতিরিক্ত ট্রেনের ভাড়া দিতে হবে। পাশাপাশি যদি কোন রাত্রি ২৫০১ কিলোমিটার থেকে ৩০০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করেন সে ক্ষেত্রে তাকে ১৫ টাকা অতিরিক্ত দিতে হবে ট্রেনের ভাড়ার উপর।

এছাড়াও যে সমস্ত যাত্রীরা স্লিপার কোচে যাতায়াত করেন কিংবা ফার্স্ট ক্লাসে যাতায়াত করেন তাদেরও ট্রেনের টিকিটের ভাড়ার উপরে অর্ধেক পয়সা করে ভাড়া বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ এবার থেকে ট্রেনে যাতায়াত করলে পকেট থেকে খুঁজতে চলেছে অতিরিক্ত ৫ টাকা থেকে ১০-১৫ টাকা পর্যন্ত। 3 AC/ 2nd AC ক্লাসের টিকিট কাটলেও যাত্রীদের দিতে হবে দুই পয়সা করে অতিরিক্ত ভাড়া।

ট্রেনের টিকিট বুকিং এ নতুন নিয়ম 2025:

এদিকে আবার ট্রেনের তৎকাল বুকিং সিস্টেমেও বড়সড়ো পরিবর্তন করা হয়েছে। দু নাম্বারই টিকিট বিক্রির রমরমা বেড়েই চলেছে, এবার সেগুলিকে কমানোর জন্য কর্তৃপক্ষের তরফ থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।।

এবার আর যে কেউ বা কোন দালাল ইচ্ছা করলেই ট্রেনের তৎকাল টিকিট কাটতে পারবেন না, বা তৎকাল টিকিট কেটে অতিরিক্ত দামে বিক্রি করতে পারবেন না। কারণ রেল মন্ত্রকের তরফ থেকে তৎকাল টিকিটের উপরে চালু করা হয়েছে নতুন নিয়ম।,

এবার থেকে টিকিট কাটার জন্য আইআরসিটিসির ওয়েবসাইট কিংবা আইআরসিটিসির অ্যাপ্লিকেশনে আঁধার ভেরিফিকেশন বা আধার কার্ড আপডেট করতে হবে। এরফলে যখন কোন উপভোক্তা ট্রেনের তৎকাল টিকিট কাটতে যাবেন, তখন ওই উপভোক্তার মোবাইলে আধার ভেরিফিকেশনের জন্য ওটিভি পাঠানো হবে আইআরসিটিসি তরফ থেকে।।

সেই ওটিপি ভেরিফিকেশন করলে তবে এই ট্রেনের টিকিট কাটা যাবে। তেরি পাশাপাশি রিজার্ভেশন চাটে ও নতুন পরিবর্তন করতে চলেছে রেল কর্তৃপক্ষ, আগে যেখানে ৪ ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হতো। এখন থেকে ৮ ঘন্টা আগে এই চার্ট তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। ফলে যে সমস্ত যাত্রীরা দূরপাল্লায় বা কোথাও ভ্রমণ করবেন সে ক্ষেত্রে ৮ ঘন্টা আগে থেকেই রিজার্ভেশন চার্ট পেয়ে যাবেন ।

এদিকে আবার বন্দে ভারত, গরিব রথ , শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, হামসাফর, অমৃত ভারত এই সমস্ত ট্রেন গুলিতেও এই সংশোধিত ট্রেনের ভাড়ার পরিকাঠামো প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে।এদিকে আবার ট্রেনের ভাড়া পরিবর্তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে।

যে সমস্ত ফুল পরিবার ছাত্রছাত্রীরা ট্রেনে করে দৈনিক যাতায়াত করে তাদের জন্য জুলাই এর ১ তারিখের পর থেকেও ভাড়া অপরিবর্তিত থাকবে বলে জানা যায় রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ওয়েবসাইট ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *