লক্ষী ভান্ডার টাকা ঢোকা শুরু 2025, সময়ের আগেই সুখবর।

লক্ষী ভান্ডার টাকা
July 3, 2025 | 12:32 pm | By Khobor7din

গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বর্তমান শাসকদলের সবথেকে বড় হাতিয়ার প্রকল্প লক্ষী ভান্ডার টাকা, ২০২১ সালে চালু হওয়া এই প্রকল্প ধীরে ধীরে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা পরিবারের কাছেই পৌঁছে গেছে। এবার শুরু হচ্ছে টাকা দেওয়ার পালা। যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তারা কবে এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন?

লক্ষী ভান্ডার প্রকল্প কি?

২০২১ সালে শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয় এই লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই আর্থিক সাহায্য বা সহযোগিতা করা হয়। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী লক্ষী ভান্ডার প্রকল্পের অর্থ মহিলাদের হাত খরচ বাবদ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে, তবে হাত খরচ বাবদ পেলেও লক্ষী ভান্ডার প্রকল্পের এই টাকা মহিলারা নানান কাজে খরচ করেন। পড়াশোনা থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে কিছুটা হলেও অবদান রাখে এই লক্ষী ভান্ডার প্রকল্প।

ছাত্রছাত্রীরা পাবে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যাংকে, শুরু হলো আবেদন।

হিসাব করলে দেখা যায় এই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা নেহাতই কম পান না মহিলারা। বছর শেষে গড় হিসাব করলে দেখা যায় মহিলাদের ব্যাংক একাউন্টে প্রতি মাসের এক হাজার টাকার হিসাবে বছরে 12000 হাজার টাকা জমা হয়েছে। এদিকে আবার যারা তপশিলি জাতি কিংবা উপজাতির মহিলারা রয়েছেন তারা আবার ১৪ হাজার ৪০০ টাকা বছরে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে।

ইতিমধ্যেই লক্ষী ভান্ডার প্রকল্পে প্রায় 2 কোটি 21 লক্ষের মত মহিলারা সুবিধা পাচ্ছেন। ধীরে ধীরে এই পরিমাণটা আরো বাড়তে চলেছে। গত দুয়ারে সরকার ক্যাম্পে, যে সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করেছিলেন, সূত্র মারফত জানা যাচ্ছে তাদের মধ্যে থেকে কয়েক হাজার মহিলাদের ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং কারো কারো অ্যাপ্লিকেশন এপ্রুভ হয়ে গেছে। এবার সেই সমস্ত মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়ার পালা।

লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে কিনা?

নতুন যে সমস্ত মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে? বা আদেও এই টাকা ব্যাংক একাউন্টে এই জুলাই মাসে ঢুকবে কিনা?

জানিয়ে রাখি লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা নতুন মহিলাদের ব্যাংক একাউন্টে ঢুকবে কিনা সেটা জানতে হলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে।

লক্ষী ভান্ডার টাকা,
লক্ষী ভান্ডার টাকা

লক্ষ্মী ভান্ডার টাকা পাওয়ার শর্ত?

  • লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদনের পর স্ট্যাটাসে যদি দুটো অপশন আসে, একটি হল এপ্লিকেশন টেম্পোরারি সেভ, এবং আরেকটি ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট। এরপর যদি কোন আর পরিবর্তন না হয় সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে।
  • লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা মূলত তারাই পাবে যাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন ভেরিফাইড, এবং এপ্লিকেশন এপ্রুভ অপশনটি এসেছে।
  • এছাড়াও লক্ষী ভান্ডার প্রকল্পের যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে।
  • নিজের নামে সিঙ্গেল ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনপত্রে লেখা নাম এবং ডকুমেন্টে দেওয়া নামে সম্পূর্ণ মিল থাকতে হবে।
  • সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না।
  • আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

উপরের এই সমস্ত শর্তগুলি সঠিকভাবে মানলে তবেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক একাউন্টে আসে।

লক্ষী ভান্ডার টাকা ঢোকা শুরু 2025:

বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার, দিন দিন এই প্রকল্পের জনপ্রিয়তা আরো বাড়ছে, যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারাও আবেদন করার জন্য অপেক্ষা করছেন। তবে যারা আগে থেকে আবেদন করে রেখেছেন তারা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবেন সেই অপেক্ষায় রয়েছেন। এবার তাদের অপেক্ষার অবসান শেষ।

আজ থেকেই শুরু হয়ে গেল লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। এই মুহূর্তে আপনি যদি লক্ষী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন স্ট্যাটাসে জুলাই মাসের: পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে।

অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যেতে পারে। তবে যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না চিন্তা করবেন না, লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয়, ফলে সব জেলার মহিলারাই যে একসঙ্গে এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এমনটাও কিন্তু নয়। লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কেউ আগে বা কেউ দু একদিন পরে পেতে পারেন। তবে অনুমান করা হচ্ছে চলতি জুলাই মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

তবে যে সমস্ত মহিলার স্ট্যাটাসে রিজেক্ট, পেন্ডিং বা ব্যাংক একাউন্ট ভ্যালিডেশন ইরোর এই ধরনের অপশন আসে তাদের ক্ষেত্রে, যত শীঘ্রই সম্ভব আপনার ব্লক অফিসে যোগাযোগ করে এগুলোর সমাধান করতে হবে তবেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংক একাউন্টে ঢুকবে।

এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলি ফলো করতে ভুলবেন না।

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *