আসবে 16500 টাকা পর্যন্ত ব্যাংকে। শুরু হলো ঐক্যশ্রী প্রকল্পে আবেদন।

এবার ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হয়ে গেল ঐক্যশ্রী প্রকল্পে আবেদন। এই প্রকল্পে আবেদন করলে ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে সরাসরি ১১০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যাংক একাউন্টে দেওয়া হবে।
Table of Contents
কারা ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন?
ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে হবে। যেমন কোন ছাত্র-ছাত্রী যদি বৌদ্ধ পরিবার থেকে হয় তাহলে সে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি কোন ছাত্র-ছাত্রী খ্রিষ্টান কিংবা জৈন ধর্ম থেকে আসেন তারাও এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পে লাভ নিতে পারবেন। এছাড়াও কোন ছাত্র-ছাত্রী ইসলাম অর্থাৎ মুসলিম ধর্মের যদি হয়, তারাও এই প্রকল্পের আবেদন করতে পারবে। তাছাড়াও পার্সি ও শিখ ধর্মাবলম্বী পরিবার থেকেও যদি কোন ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করেন তাহলে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই স্কলারশিপের মাধ্যমে।
জুলাই মাসে কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
ঐক্যশ্রী প্রকল্পে আবেদনের শর্ত কি কি?
ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে হলে বিশেষ কিছু শর্ত মানতে হবে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের। তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে। বিশেষ এই শর্তগুলি না মানলে এই প্রকল্পে আবেদন করে ও কোন লাভ হবে না। তাই টাকা পাওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলি অবশ্যই মাথায় রাখবেন:
- আবেদনকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আবেদন করার আগে পূর্বতন পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে। তবে প্রিম্যাট্রিক প্রথম শ্রেণি এবং টিএসপি ছাড়া।
- বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বাংলার শিক্ষার ইউনিক আইডি নাম্বার থাকতে হবে।
- আবেদনকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীর নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে। যে ব্যাংকে টাকা ঢোকানো হবে।
- আবেদনকারী ছাত্রছাত্রী বাবা কিংবা মায়ের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- এছাড়া প্রিম্যাটট্রিক ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে। এর থেকে বেশি হলে আবেদন করা যাবে না।
- পোস্ট মেট্রিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে ।
- এছাড়া যদি কোন ছাত্র-ছাত্রী মেরিট কাম মেন্স স্ক্রিমে আবেদন করতে চায় সেক্ষেত্রে ওই পরিবারের বাৎসরিক ইনকাম ২.৫ লক্ষ টাকা মধ্যে হতে হবে।
- এছাড়া যদি কেউ স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপের আবেদন করতে চাই সে ক্ষেত্রে ও তাদের পরিবারের বাৎসরিক ইনকাম ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

এছাড়াও জানিয়ে রাখি দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীতে পাঠরত সকল ছাত্র-ছাত্রী যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে রিনিউয়াল করার প্রয়োজন নেই।
#যদি কোন ছাত্র-ছাত্রীদের renewal বা পুনর্নবীকরণ করার প্রয়োজন পড়ে, সে ক্ষেত্রে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে মেসেজ এর মাধ্যমে জানানো হবে।
এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে যেমন যদি কোন স্বার্থ কিংবা ছাত্রী প্রথম শ্রেণীতে ভর্তি হন বা যদি কোন ছাত্র বা ছাত্রীর ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হন সেক্ষেত্রে তাদেরকে ফরম ফিলাপ নয়। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের কাগজপত্র স্কুলে জমা করতে হবে। পরবর্তীতে কোন পদক্ষেপ করার প্রয়োজন হলে সেটা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হবে।
এছাড়াও কিছু উচ্চশিক্ষা রয়েছে যেমন আইআইটি আইএম এনআইটি এই ধরনের আরো প্রায় ৮৮টি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফ্রি এর ব্যবস্থা থাকে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যদি এই প্রকল্পে আবেদন করে তারা ১১০০ টাকা থেকে শুরু করে ১৬ হাজার ৫০০ টাকার পাশাপাশি আরও অতিরিক্ত একাধিক সুবিধা পেয়ে থাকেন। সব ক্লাসই একই পরিমাণের টাকা পায় না।
কোন ক্লাস কত টাকা পাবে?
সংবাদ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে থাকেন আপনার বাড়িতে যদি কোন ছাত্র-ছাত্রী থেকে থাকে তাহলে তাদেরকে ঐক্যশ্রী স্কলারশিপ এর মাধ্যমে টাকা দেয়া হবে ব্যাংক একাউন্টে।
১)প্রিম্যাট্রিক্স স্কলারশিপ: ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বছরে ১১০০ টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে।
২)পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ যেখানে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পড়া ছাত্রছাত্রী সঙ্গে যারা আইটিআই কিংবা ডিপ্লোমা বা গ্রেজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন কিংবা এমফিল বা বিএড নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে বছরে দশ হাজার দুশো টাকা থেকে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
আবেদনের শেষ তারিখ?
সরকারি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে ২৫/৬/২০২৫ থেকে ৩১/৮/২০২৫ তারিখ পর্যন্ত আপনারা এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করতে পারবেন। আবেদনের ওয়েবসাইট নিচে দেওয়া হল।
উপরোক্ত এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রত্যকেই করতে হবে।এছাড়া আরো বিস্তারিত জানতে আপনারা টোল ফ্রি নাম্বার ১৮০০১২০২১৩০ নাম্বারে ফোন করতে পারেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার পেজগুলি ফলো করুন।