মহিলারা পাবে মাসে মাসে 7000 টাকা, নতুন প্রকল্পে আর কি কি সুবিধা?

মহিলারা পাবে মাসে মাসে 7000 টাকা
June 30, 2025 | 10:54 pm | By Khobor7din

লক্ষী ভান্ডার এর মতই এবার মহিলারা পাবে মাসে মাসে 7000 টাকা, লক্ষী ভান্ডার প্রকল্পে যেমন মহিলাদেরকে প্রতিমাসে 1000 টাকা কিংবা 1200 টাকা করে দেওয়া হয়, ঠিক একইভাবে এবার শুধুমাত্র মহিলাদের জন্যই চালু হল নতুন প্রকল্প। যেখানে প্রতিমাসে মহিলাদের ব্যাংকে দেওয়া হবে ৭০০০ টাকা করে। সঙ্গে আর কি কি সুবিধা মিলবে?

জুলাই মাসে ফ্রি রেশনে কি কি মাল পাওয়া যাবে?

গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প মাঝের মধ্যেই আনা হয়। যার মধ্যে বেশিরভাগ প্রকল্পই তৈরি হয় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য মহিলাদেরকে আর্থিক সাহায্য করার জন্য। যেমন রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা হয়েছে, মহিলা সমৃদ্ধি যোজনা যেখানে মহিলাদের ব্যাংকে ৩০ হাজার টাকার সাবসিডি লোন দেয়া হয়। এই লোন মহিলারা নিলে তাদেরকে লোনের উপর ১০ হাজার টাকা ছাড় ও দেয়া হয়।

পাশাপাশি রয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্প, এই প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদের ব্যাংকে প্রতিমাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে দেওয়া হয়। এছাড়াও রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা, কন্যাশ্রী প্রকল্প যেখানে মেয়েদের পড়াশোনার জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আরও একাধিক প্রকল্প রয়েছে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে মহিলাদের কেই দেওয়া হয় বিশেষ সুবিধা, যেটি সম্পূর্ণ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত হয়।

কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত মহিলাদের জন্য প্রকল্প:

তবে এদিকে কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। রাজ্যের মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য বা দেশের মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য কেন্দ্রের মোদি সরকারের তরফ থেকেও চালু করা হয়েছে একাধিক প্রকল্প। যার মধ্যে মেয়েদের জন্য জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেখানে ১০ বছরের নিচের বাচ্চা থাকলে তার নামে সামান্য কিছু টাকা মাসে মাসে বা বছরের জমালে নির্দিষ্ট সময়ে এককালীন অনেক বেশি পরিমাণে টাকা পাওয়া যায়।

এছাড়া রয়েছে মহিলাদের জন্য লাখপতিদের যোজনা, এই দুজনার মাধ্যমে মহিলাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়ে থাকে, সঙ্গে যদি কোন মহিলারা ব্যবসা করতে চান তাহলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসার জন্য আবেদন করতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি আবেদন মঞ্জুর হয় সে ক্ষেত্রে 1 লক্ষ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদের লোন দেয়া হয় মহিলাদেরকে।

মহিলারা পাবে মাসে মাসে 7000 টাকা:

এবার মোদি সরকার এর ঘোষণা অনুযায়ী কেন্দ্রের তরফ থেকে চালু করা হয়েছে নতুন প্রকল্প যার নাম হল বীমা সখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে মাসে ৭০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রচুর মহিলার কর্মসংস্থান হবে এলআইসির এজেন্ট হিসাবে। মহিলা ক্যারিয়ার এজেন্ট হিসাবে এলআইসির বীমা বিক্রি করতে পারবেন এই সমস্ত মহিলারা। আর এই প্রকল্পে কাজ পেলে সেই সমস্ত মহিলারা তিন বছরের জন্য বৃত্তি বা স্টাইপেন্ডের সুবিধা পাবেন, যা নিচে দেওয়া হল:-

  • এলআইসির এই বিমা সখী যোজনাতে আবেদন করলে প্রথম বছরে প্রতিমাসে ৭০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
  • দ্বিতীয় বছরে প্রতি মাসে মাসে ৬০০০ টাকা করে বেতন দেওয়া হবে মহিলাদের।
  • এছাড়াও তৃতীয় বছরে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের।

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে প্রথম বছরে প্রতিমাসে 7000 টাকা কিন্তু পরের বছর প্রতিমাসে 6000 টাকা কিংবা ৫০০০ টাকা করে কেন? সূত্রম জানা যাচ্ছে এলআইসির এই বীমা সখি প্রকল্পে যদি কোন মহিলা বীমা এজেন্ট হিসেবে কাজ করেন, বা ধীরে ধীরে কাজ শিখে নেন, সেক্ষেত্রে প্রতিটা বীমা সেল করলে তার উপর নির্দিষ্ট পরিমাণের কমিশন পাবেন তারা, ফলে বেতন কমলেও কমিশনের টাকা থেকে তাদের আয় অনেকটাই বৃদ্ধি পাবে।

মহিলারা পাবে মাসে মাসে 7000 টাকা
মহিলারা পাবে মাসে মাসে 7000 টাকা

আর কি কি আকর্ষণীয় অসুবিধা রয়েছে?

সূত্র মারফত জানা যাচ্ছে এলআইসির এই বিমা সখি প্রকল্পে যে সমস্ত মহিলারা নিযুক্ত হবেন তাদেরকে বিশেষ কিছু অতিরিক্ত সুবিধা ও দেওয়া হতে পারে। যেমন:-

  • যদি কোন মহিলার গৃহ নির্মাণের জন্য লোন নিতে চান তাহলে তাকে বাড়ি তৈরির জন্য লোন দেওয়া হতে পারে।
  • যদি কোন মহিলা বাইক বা গাড়ি কিনতে চান তাহলে বিনা সুদে ওই মহিলাকে গাড়ি বা বাইক কেনার জন্য লোনের ব্যবস্থা দেওয়া হবে সংস্থা তরফ থেকে।
  • যদি কোন মহিলার লোনের প্রয়োজন হয় তাহলে সাবসিডাইজ ঋণ পেতে পারেন সংস্থার তরফ থেকে।
  • গ্রুপ ইন্সুরেন্সের অসুবিধা দেওয়া হয় এই প্রকল্পে আবেদনকারী মহিলাদের।
  • সুবিধা ও পাওয়া যেতে পারে। এই সমস্ত সুবিধা গুলি ছাড়াও আরো একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে এলআইসি তরফ থেকে।

কারা কারা এই বীমা সখি প্রকল্পে আবেদনের যোগ্য?যেকোনো মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারেন বিশেষ করে যারা গৃহবধূ, যারা কোন বেসরকারি সংস্থায় কর্মরত, কোন ক্যাজুয়াল লেবার এই সমস্ত মহিলারা বীমা সখি প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন। তবে আবেদন করার জন্য আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে তাহলে এই প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে।

বীমা সখি প্রকল্পে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

জানা যাচ্ছে এই বীমা সখি প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে।

কোথায় আবেদন করবেন?

যে সমস্ত মহিলারা বীমা সখি প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে তাদের এলাকার যে এলআইসি অফিস বা স্যাটেলাইট অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি চাইলে আপনার এলাকার যে সমস্ত এলআইসি এজেন্ট রয়েছে তার থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে সবথেকে বড় সুবিধা হল প্রতিমাসে 500 বা 1000 টাকার বদলে ৭০০০ টাকা করে কাজের বেতন পাবেন মহিলারা।

এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ গুলির ফলো করতে ভুলবেন না।

WhatsAppClick Here
Facebook Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *