2025 April Ration List, এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কত কেজি মাল? সম্পূর্ণ তালিকা

2025 April Ration List

2025 April Ration List,এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কত কেজি মাল পাবেন এই নিয়ে অনেকের মনেই চিন্তা রয়েছে। অনেকেই জানতে চান যে এবার বিনামূল্যে রেশনে আটা কত কেজি পাওয়া যাবে? কিংবা চাল কত কেজি পাওয়া যাবে?

গমই বা কত কেজি করে দেওয়া হবে? এই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা:

বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। করোনা চালু হওয়ার সময় এই প্রকল্পটি চালু করে মোদি। এবং যেটা আগামী ২০২৮ সাল পর্যন্ত চালু থাকবে বলে জানা যাচ্ছে। তবে শুধু কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই নয়, রাজ্য সরকারের তরফ থেকেও এই বিনামূল্যের রেশনগুলি পাবেন সাধারণ মানুষ।

কারা ফ্রি রেশন পাওয়ার যোগ্য?

বর্তমানে দেশজুড়ে প্রায় ৮০ কোটিরও বেশি গরিব মানুষকে বিনামূল্যের রেশনের সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই বিনামূল্যের রেশন কিন্তু সবাই পাওয়ার যোগ্য নন। কারা বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য?

যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন। যাদের আর্থিক ইনকাম অনেকটাই কম। তারা বিনামূল্যের রেশনের সুবিধা পেতে পারেন।

তবে যে সমস্ত পরিবার সরকারি চাকরি করেন কিংবা যারা ইনকাম ট্যাক্স জমা করেন। তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়।

এছাড়া যাদের বাড়িতে দুই চাকা বা চার চাকার গাড়ি রয়েছে তারাও এই বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য নন।

এপ্রিল মাসে কোন প্রকল্পের কত টাকা ঢুকবে? কারা কত টাকা পাবে?

অনেকের নাম বাতিল হচ্ছে তালিকা থেকে!

বেশ কিছু উপভোক্তারা এমন রয়েছেন যারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করেননি। এবার তাদের বিনামূল্যের রেশন বাতিল হচ্ছে বা বন্ধ হচ্ছে। তবে যে সমস্ত ব্যক্তিরা ভুয়ো রেশন কার্ড বানিয়েছিলেন,

তোমরা জাল সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড তৈরি করেছিলেন, একই ব্যক্তির নামে দুটি রেশন কার্ড তৈরি হয়েছিল। এই ধরনের রেশন কার্ডের সঙ্গে এবার আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক হয়েছে। আর সেই জন্যই একজন ব্যক্তি শুধুমাত্র একটা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন।

সেই জন্যই যে সমস্ত কাজের সঙ্গে লিঙ্ক করা সম্ভব হচ্ছে না। বা যারা ভুল সার্টিফিকেট দিয়ে কার্ড বানিয়েছিলেন। এবার সেই সমস্ত ব্যক্তিরা রেশন কার্ড বাতিল হতে পারে।

কোন কার্ডে কত কেজি ফ্রি মাল?

কেন্দ্র এবং রাজ্য সরকারের বেশ কয়েকটি রেশন কার্ড রয়েছে, যেমন কেন্দ্রীয় সরকারের SPHH PHH ও AAY রেশন কার্ড এবং রাজ্য সরকারের RKSY 1 ও 2 কার্ড।

AAY এই কার্ড যাদের কাছে রয়েছে:

তারা সম্পূর্ণ বিনামূল্যে চাল পাবেন 21 কেজি পরিবার পিছু। এবং যদি চালের সঙ্গে গম দেওয়া হয়, সেটা তো ১৪ কেজি কম পাবেন পরিবার পিছু। যদি গ্রামের পরিবর্তে আঠা দেওয়া হয় সে ক্ষেত্রে ১৩ কেজি ৩০০ গ্রাম আঠা পাবেন।

2025 April Ration List
2025 April Ration List

এছাড়া আটা কিংবা গম যদি না থাকে সেটাতে পুরোটাই চাল পেতে পারেন। এই রেশন কার্ডে এক কেজি অতিরিক্ত চিনিও পাওয়া যায় না। যেটা 13 টাকা ৫০ পয়সা কেজি হিসাবে কিনতে হয়।

SPHH ও PHH কার্ডে রেশন বরাদ্দ:

কেন্দ্রীয় সরকারের এই দুটি কার্ড থাকলে সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাওয়া যায়। এই দুটি রেশন কার্ডে একই রকমের রেশন দেওয়া হয়।

চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে 3 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু। এবং যদি আটা দেওয়া হয় ১ কেজি ৯০০ গ্রাম করে আটা পাবেন। গম দেওয়া হলে 2 কেজি করে গম পাবেন মাথাপিছু বা কার্ড পিছু। তাহলে আপনাদের পরিবারে যে কয়টি রেশন কার্ড রয়েছে সেই হিসাবে আপনারাও হিসাব করে নিতে পারবেন আপনারা মোট কত কেজি মাল পাবেন এই চলতি মাসে।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ কার্ড:

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার কার্ডটি অনেকটাই কেন্দ্রীয় সরকারের মতো বা কেন্দ্রীয় সরকার কার্ডের মত সুবিধা প্রদান করে। এই কার্ড থাকলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ কেজি করে চাল পাবেন। এখানে গম বা আটা পাওয়া যাবে না।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নাম্বার কার্ড

এই কার্ড থাকলে রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে 2 কেজি করে মাথাপিছু চাল দেওয়া হবে। এছাড়াও কিছু জায়গা বিশেষে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়ে থাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই ফলো করে রাখবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *