2025 ফেব্রুয়ারির ১ তারিখেই নতুন বাজেট! বাড়তে পারে প্রকল্পের টাকা!

20250108 231333

বাজেট 20এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২০২৫ সালের এই নতুন বছরে নতুন বাজেট প্রকাশিত হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এবারের এই বাজেটে থাকতে পারে একাধিক নতুন চমক।

20250108 231357

বিশেষ করে মহিলাদেরকে দেওয়া হতে পারে অগ্রাধিকার। গ্রামীণ ও কৃষি ক্ষেত্রকে আরও উন্নত করে তুলতে এই সমস্ত ক্ষেত্রেও চালু হতে পারে একাধিক নতুন প্রকল্প।

 

২০২৫ কবে নতুন বাজেট প্রকাশিত হবে?

 

এই বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ছুটির দিন থাকার পরেও বাজেট পেশ হবে এই দিনেই এমনটাই সংবাদপত্রের খবর।

 

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হতো সেই বাজেটের সময় ছিল বিকেল পাঁচটা। তবে এখন মোদি সরকারের তরফ থেকে 2017 সালের পর থেকে এই বাজেটের সময়কে আরো আগে এনে করা হয়েছে সকাল ১১ টায়।

 

আগে কেন্দ্রীয় সরকারের এই বাজেটের নির্দিষ্ট কোন দিন ছিল না। তবে এখন মোদি সরকারের তরফ থেকে পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই প্রতিবছর বাজেট পেশ হবে এমনটাই জানানো হয়েছে।

 

বিগত কয়েক বছর ধরে বাজেটের দিনে কোন সরকারি ছুটি ছিল না। তবে ২০২৫ সালের এই ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শনিবার থাকায়। রয়েছে সরকারী ছুটি, কিন্তু তারপরেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদি সরকারের এই বাজেট প্রকাশের দায়িত্বে রয়েছেন।

 

এবারের বাজে2025টে কি কি ঘোষণা হতে পারে?

20250108 231317

বিশ্বস্ত সূত্রের খবর ও সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে। এবারের বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দে কিছুটা হলেও লাগাম টানতে পারে। অর্থাৎ নিয়মমাফিক খরচ করা হতে পারে বিভিন্ন প্রকল্পে।

কিছু জিনিসের দাম বাড়তে পারে এবং কিছু জিনিসের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী খুশির খবর হল:-

20250108 231357

গ্রামীণ ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের নতুন ঘোষণা হতে পারে। কিছু প্রকল্পের অর্থ বরাদ্দ অর্থাৎ টাকার পরিমাণও বাড়তে পারে। আবার জানা যাচ্ছে বিশেষ করে মহিলাদের সুবিধা হয় এমন কিছু নতুন প্রকল্পের ঘোষনা হতে পারে।

 

মহিলাদের হাত খরচের টাকা অথবা মহিলারা যাতে সাবলম্বী হতে পারে সেইদিক বিচার বিবেচনা করে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই নতুন বাজেট ঘোষণা হতে পারে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ শনিবার সকাল ১১ টা থেকে বাজেট প্রকাশিত করবেন নির্মলা সীতারমন

এমন মটাই খবর উঠে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *