2025 জুলাই মাসে রেশনে কি কি খাদ্য শস্য পাবেন? July Ration List

দেশের প্রায় ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যের রেশন পাচ্ছেন, তবে এই 2025 জুলাই মাসে রেশনে কি কি খাদ্য শস্য পাবেন? কোন কার্ডে কত কেজি অতিরিক্ত মাল দেবে? নতুন সুখবর কি কি রয়েছে…? সমস্ত কিছুই এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিনামূল্যের দুয়ারে রেশন:
দেশের কয়েকটি রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে, সেই সমস্ত রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে এই দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের। তাই এবার দুয়ারের রেশনের পরিবর্তে ওই সমস্ত রাজ্যগুলিতে রেশন সংগ্রহ করতে হবে রেশন দোকান থেকে।
তবে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই বিনামূল্যের দুয়ারে রেশন বন্ধ হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে এই বিনামূল্যের রেশন। যেখানে চাল গম আটা থেকে শুরু করে অন্যান্য খাদ্যশস্য মাঝেমধ্যেই দেওয়া হয়। তবে এই জুলাই মাসে বিনামূল্য রেশনে কি কি রেশন দ্রব্য পাওয়া যেতে পারে? বা কোন রেশন দব্য অতিরিক্ত মিলবে?
বিনামূল্যের রেশনে আসছে নতুন পরিবর্তন!
ইতিমধ্যেই আবার বিনামূল্যের রেশন প্রক্রিয়াতে আসতে চলেছে নতুন পরিবর্তন। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী এবার 10 জনের বেশি পরিবার রয়েছে এমন পরিবারের যদি অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড থেকে থাকে, তাহলে সেই পরিবারের রেশনের পরিমাণ আরো বাড়ানো হতে পারে, অথবা ওই পরিবারটিকে দুটি ভাগে ভাগ করা হতে পারে, সে ক্ষেত্রে অন্তদয় অন্য যোজনার দুটি পরিবার হয়ে গেলে দুটি পরিবারকে পৃথকভাবে ৩৫ কেজি এবং ৩৫ কেজি অর্থাৎ মোট ৭০ কেজি রেশন বোর্ড দেওয়া যাবে। যদি এমন ব্যবস্থা না করা যায় সে ক্ষেত্রে ওই পরিবারের কিছু সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া হতে পারে।
রেশন কার্ডের ই কেওয়াইসিতে বড় পরিবর্তন হবে!
এবার আর সহজেই যে কোন রেশন কার্ডের খাদ্যশস্য বন্ধ হবে না। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকার কারণে বা ই কেওয়াইসি না করার কারণে অনেকেই বিনামূল্য রেশন পাচ্ছেন না।
কৃষক বন্ধু ও লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ব্যাংকে?
আবার কিছু সদস্য যাদের বিনামূল্যেরেশন বন্ধ হয়েছে। তবে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার কোন রেশন কার্ডের কেওয়াইসি না থাকলেও সেই রেশন কার্ডের রেশন সাথে সাথে বন্ধ করা যাবে না। আগে ভালোভাবে যাচাই করতে হবে যে ওই রেশন কার্ডের প্রকৃত গ্রাহকের কিনা তারপরে এই ব্যবস্থা নিতে হবে।

জুলাই মাসে রেশনে কি কি খাদ্য শস্য পাবেন?
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বর্তমানে যে বিনামূল্যেরেশন সরবরাহ করা হয়। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী আপনার কাছে যদি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের রেশন কার্ড থেকে থাকে তাহলে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য পাবেন? চলুন এক এক করে বিস্তারিত জেনে নিই।
- SPHH রেশন কার্ড: বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত এই রেশন কার্ড থাকলে এই জুলাই মাসে আপনাদের রেশন দোকান থেকে কিংবা দুয়ারে রেশনে কার্ড পিছু ৩ কেজি করে চাল, 2 কেজি গম অথবা গম না দিলে তার পরিবর্তে ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। আর গম বা আটা না দিলে পুরোটাই চাল দেওয়া হবে।
- AAY অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড: এই রেশন কার্ড দিবে যদি আপনাদের বাড়িতে থাকে সে ক্ষেত্রে পরিবার কিছু চাল পাবেন ২১ কেজি এবং গম দিলে গম পাবেন ১৪ কেজি তবে গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেটাকে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা পাবেন পরিবার পিছু। আটা কিংবা গম না থাকলে একইভাবে সম্পূর্ণটাই চাল পাবেন। অর্থাৎ মোট ৩৫ কেজি চাল পাবেন রেশন দোকান থেকে। সাথে এই রেশন কার্ডে আরো একটু অতিরিক্ত দ্রব্য পাওয়া যায় সেটা হল চিনি। অন্তর্দায় অন্ন যোজনার রেশন কার্ডে 1 কেজি করে চিনি পাওয়া যায়, তবে এটা ১৩ টাকা ৫০ পয়সা করে কিনতে হয় রেশন দোকান থেকে।
- PHH রেশন কার্ড: এই রেশন কার্ডে থাকলে বিশেষ অবধি কারবাক্ত রেশন কার্ডের মত একই রকম রেশন দ্রব্য পাওয়া যায়। কার্ড কিছু 3 কেজি করে চাল, ২ কেজি গম কিংবা ১ কেজি ৯০০ গ্রাম আটা পাওয়া যেতে পারে। অর্থাৎ একটিভেশন কার্ড থাকলে মোট প্রায় ৫ কেজি রেশন দ্রব্য পাওয়া যাবে রেশন দোকান থেকে।
- RKSY 1 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ নম্বর রেশন কার্ড:এই রেশন কার্ড থাকলে গম বা আটা পাওয়া যায় না। শুধুমাত্র ৫ কেজি করে চাল পাবেন কার্ড পিছু। অর্থাৎ যদি কোন পরিবারে পাঁচটি রেশন কার্ড থেকে থাকে তাহলে ওই পরিবারকে ২৫ কেজি চাল দেওয়া হবে।
- RKSY 2 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার ২ নাম্বার রেশন কার্ড: এই রেশন কার্ডটি থাকলে শুধুমাত্র ২ কেজি করে চাল দেওয়া হবে উপভোক্তাকে।
উপরোক্ত সমস্ত রেশন কার্ড গুলিতেই যে সমস্ত রেশন দ্রব্য গুলি দেওয়া হবে তা সম্পূর্ণ বিনামূল্য। এর জন্য উপভোক্তাকে এক টাকাও খরচ করতে হবে না।
রেশনে অতিরিক্ত কি পাওয়া যাবে?
বর্তমানে রাজ্যের ঘোষণা অনুযায়ী রেশন দোকান থেকে বা দুয়ারে রেশনের মাধ্যমে, দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ দেওয়া হবে। যার মধ্যে একটি প্যারা একটি গজা এবং একটি জগন্নাথ দেবের ছবি থাকবে। ইতিমধ্যেই এই প্রসাদ বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু জায়গায় রেশন এর মাধ্যমে এই প্রসাদ দেয়া হয়েছে যারা পাননি, এই জুলাই মাসে তাদেরকে রেশন এর মাধ্যমে এই প্রসাদের প্যাকেট দেওয়া হবে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইট টিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করুন…
WhatsApp Channel | Click Here |
Facebook Page | Click Here |