সুখবর: এক ধাক্কায় 58 টাকা কমলো রান্নার গ্যাসের দাম। Lpg gas price

কমলো রান্নার গ্যাসের দাম
July 1, 2025 | 7:28 pm | By Khobor7din

2025 জুলাই মাসে প্রত্যেকের জন্য সুখবর মাস শুরু হতে না হতেই ফের কমলো রান্নার গ্যাসের দাম। এবার আর এক টাকা বা দু টাকা পাঁচ টাকা নয় একেবারে 58 টাকা পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল।

কোথায় কত টাকা দামে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে?

প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি তেল সংস্থা তাদের গ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে। ঠিক একইভাবে এই জুলাই মাসের ১ তারিখেই এলপিজি গ্যাস সংস্থার তরফ থেকে রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এক ধাক্কায় 58 টাকা কমলো রান্নার গ্যাসের দাম

ইতিমধ্যেই তেল সংস্থার তরফ থেকে নতুন গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। এবার ১৯ পেজের বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের দামে সর্বোচ্চ ৫৮. ৫০ টাকা কমানো হয়েছে দাম। কলকাতায় বর্তমানে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৪৩ টাকা ৫০ পয়সা, আগে এই একই গ্যাস সিলিন্ডার কিনতে হতো ১৮০২ টাকা দিয়ে। এই নিয়ে মোট তিনবার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমালো বাণিজ্যিক তেল সংস্থা। গত ফেব্রুয়ারি মাসে এই গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছিল। এপ্রিল মাসেই আবার সেই একই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল 41 টাকা এবং জুন মাসে কমানো হয়েছিল ২৪ টাকা।

বাণিজ্যিক 19 কেজির এই গ্যাস সিলিন্ডারের দাম কমায় ইতিমধ্যে ছোটখাটো যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকটাই লাভবান হতে পারেন। কারণ ১৯ কেজির এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মূলত হোটেল রেস্তোরাঁ এই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়।

এক ধাক্কায় 58 টাকা কমলো রান্নার গ্যাসের দাম
এক ধাক্কায় 58 টাকা কমলো রান্নার গ্যাসের দাম

তবে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও এই মুহূর্তে 14 কেজি ২০০ গ্রামের যে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি। অর্থাৎ এই মুহূর্তে আপনারা যদি গ্যাস বুক করেন সেক্ষেত্রে ৮৭৯ টাকা দিয়ে আপনাকে গ্যাস বুক করতে হবে।

মহিলারা পাবে প্রতি মাসে মাসে ৭০০০ টাকা, এল আই সির নতুন প্রকল্পের আবেদন করুন।

এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ফলে মুম্বাই চেন্নাই দিল্লি সহ বড় বড় শহরগুলিতে এবার নতুন দামে গ্যাস সিলিন্ডার পাবেন উপভোক্তারা। যা নিম্নে দেওয়া হল:

  • চেন্নাইতে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৮৮১ টাকা এখন এই একই গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন ১৮২৩ টাকা ৫০ পয়সা দিয়ে।
  • মুম্বাইতে এই মুহূর্তে ১৬১৬ টাকা দিয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন ছোটখাট ব্যবসায়ীরা। আগে যেখানে এই একই গ্যাস সিলিন্ডার ১৬৭৫ টাকা ৫০ পয়সা দিয়ে কিনতে হতো মুম্বাইয়ের ব্যবসায়ীদের।
  • একইভাবে দিল্লিতে আগে ১৯ কেজি এর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭২৩ টাকা ৫০ পয়সা তবে এখন এই গ্যাস সিলিন্ডার কিনতে পাওয়া যাবে ১৬৬৫ টাকা দিয়ে।

বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে তেল সংস্থাগুলি তাদের বাণিজ্যিক দাম নির্ধারণ করে থাকে। পেট্রোল ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের ও দাম নির্ধারণ হয় প্রতিমাসে শুরুতেই। সেই অনুযায়ী এই জুলাই মাসের শুরু থেকেই প্রায় 58 টাকা ৫০ পয়সা দাম কমলো রান্নার গ্যাসের। তবে এই যে গ্যাস সিলিন্ডারের দাম টা কমানো হয়েছে এটা মূলত 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। যেটা সাধারণত হোটেল রেস্তোরায় ব্যবসার জন্য ব্যবহৃত হয়।

তবে সাধারণ মানুষের ঘরে যে রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ 14.2 কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহারিত করা হয়, সেই গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি। এখনো পর্যন্ত আপনি ৮৭৯ টাকা দিয়ে কলকাতা সহ পশ্চিমবঙ্গে এই গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন এবং নিজের বাড়ি আনতে পারবেন।।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা:

সঙ্গে আপনাদের কে জানিয়ে রাখি আপনারা এখনো পর্যন্ত যারা বিনামূল্যের গ্যাস সিলিন্ডার পাননি তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্প, আপনারা যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে অনলাইনে আবেদন করতে পারেন এই প্রকল্পের লাভ নিতে, বাড়ির যেকোনো মহিলার নামে এই গ্যাস নেওয়া যেতে পারে, তবে মাথায় রাখতে হবে আগে থেকে পরিবারে কোন গ্যাস সিলিন্ডার থাকা চলবে না। পরিবারের আবেদনকারী মহিলাকে অবশ্যই বিপিএল ক্যাটাগরির হতে হবে কিংবা আর্থিক অবস্থা খারাপ এমন পরিবার হতে হবে। বিস্তারিত জানতে নিকটবর্তী গ্যাস ডিলার অফিসে যোগাযোগ করতে পারেন।

এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করতে ভুলবেন না।

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *