লক্ষী ভান্ডার টাকা কবে ঢুকবে? জানুয়ারি ২০২৫ এ লক্ষী ভান্ডারে অতিরিক্ত সুবিধা! Lakshmi Bhandar

লক্ষী ভান্ডার টাকা কবে ঢুকবে?

প্রত্যেক গরিব খেটে খাওয়া দরিদ্র পরিবারের মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন, মাসের শুরুতেই, লক্ষী ভান্ডার টাকা কবে ঢুকবে? কারণ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেলে কেউ বাচ্চাদের পড়াশোনা তো কেউ সংসারের কাছে খরচ করেন। তাই এই টাকার গুরুত্ব মহিলাদের কাছে অপরিসীম, বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন, যাদের পরিবারের আয়ের তেমন কোন উৎস নেই। আর এই সমস্ত পরিবারের মহিলারাই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? কবে টাকা ব্যাংকে আসবে? সেই নিয়ে বারবার অ্যাকাউন্ট চেক করেন।

কি এই লক্ষী ভান্ডার প্রকল্প?

20241229 132100

ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতলে মহিলাদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে হাত খরচ দেওয়া হবে মহিলাদের। এই প্রকল্পটির নামকরণ করা হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প নামে। সেই মতো ভোটে জিতে ক্ষমতায় আসার পর, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই লক্ষী ভান্ডার প্রকল্প। পরবর্তীতে এই প্রকল্পের অর্থ সাহায্য বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য 1200 টাকা প্রতি মাসে করা হয়েছে। এর ফলে উপকৃত হচ্ছেন কয়েক লক্ষ মহিলারা।

কারা আবেদন করতে পারবেন?

লক্ষী ভান্ডার প্রকল্পে মূলত মহিলারা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের শর্ত অনুযায়ী এই প্রকল্পে আবেদন করতে হলে প্রত্যেক মহিলাকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে বয়স হলে, তবে এই প্রকল্পে আবেদন করা যাবে।এছাড়া এই প্রকল্পের সুবিধা পেতে হলে আধার লিংকিং ব্যাংক একাউন্ট থাকতে হবে। কেওয়াইসি আপডেট নেই এমন কোন ব্যাংক অ্যাকাউন্ট জমা করলে সেই অ্যাকাউন্ট এ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না।

নতুন বছরে লক্ষী ভান্ডারে বিশেষ সুবিধা!

20241229 132225
লক্ষ্মী ভান্ডার টাকা কবে ঢুকবে?

এই মুহূর্তে বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প, প্রায় ২ কোটি ২১ লাখের বেশি মহিলারা বর্তমানে লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করলে জানা যাচ্ছে এবার থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়া যেতে পারে।

কি বিশেষ সুবিধা পাবেন?

১) বর্তমানে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করলে লক্ষী ভান্ডার প্রকল্পের 1000/1200 টাকা, এবং বিধাতা প্রকল্পের 1000 টাকা, অর্থাৎ মোট প্রায় 2000 টাকা বা 2200 টাকা তাদের ব্যাংক একাউন্টে পেতে পারেন।

২) তাছাড়া সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে নতুন বছরে একটি নতুন ঘোষণা হতে পারে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে! মূলত যে সমস্ত বিধবা মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন।

20241229 134157

৬০ বছর বয়সের পরে, তারা যখন বার্ধক্য ভাতা টাকা পাবেন। তখন বার্ধক্য ভাতা টাকার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে পারে, ফলে বার্ধক্য ভাতায় যেমন প্রতি মাসে 1000 টাকা পাওয়া যায়।

যদি কোন মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য হয় স্থানান্তর হয় সেক্ষেত্রে তিনি লক্ষী ভান্ডার প্রকল্পে যে পরিমাণ টাকাটা পাচ্ছেন, সেটা বার্ধক্য ভাতাতেও পেতে পারেন! আর এমনটা যদি হয় সেক্ষেত্রে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে।

জানুয়ারি মাসের কবে ঢুকবে লক্ষ্মী ভান্ডারের টাকা?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি মাসের শুরু থেকেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়। মাসের ১ তারিখ থেকে শুরু করে ১০ তারিখের মধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক একাউন্টে। তবে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বেশ কিছুটা পেতে বেগ পেতে হয়েছে আমজনতাকে। আবাস যোজনা সার্ভে থেকে শুরু করে, বিভিন্ন সরকারি কাজ এবং সরকারি ছুটির কারণে টাকা দিতে অনেকটাই দেরি হয়েছিল বিগত কিছু মাস গুলিতে। তবে সুখের খবর অনুযায়ী জানা যাচ্ছে এবার এই ২০২৫ সালের নতুন বছরে জানুয়ারি মাসে টাকা দিতে তেমন একটা অসুবিধা হবে না মহিলাদের।

নতুন মহিলারা কবে টাকা পাবেন?

20241229 131956 1

পূর্বেই মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষী ভান্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা আবেদন করেছেন। যাদের মধ্যে থেকে নতুন করে প্রায় ৫ লক্ষ মহিলাদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। তবে কিছু মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে ও টাকা পাচ্ছেন না।

তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, নতুনদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন এ কোন সমস্যা হয়ে থাকে! কিংবা কোন কাগজপত্র সমস্যা হয় সে ক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে! তাই যদি আপনার টাকা না ঢোকে! সেক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার ব্লক অফিসে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

তবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে সমস্ত কিছু কাগজপত্র রেডি থাকলে তারা এই নতুন বছরে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে নতুন করে টাকা পেতে শুরু করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *