লক্ষী ভান্ডার অনেক মহিলারা টাকা পাবে না 2025 ! এপ্রিল মাসে কবে টাকা? Lakshmi Bhandar 2025

লক্ষী ভান্ডার

রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষী ভান্ডার, এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে মহিলাদের হাত খরচ বাবদ দেওয়া হয় ১০০০ ও ১২০০ টাকা করে। তবে এবার এই প্রকল্পের টাকা সবাই পাবেন না!

এপ্রিল মাসে কারা কারা টাকা পাবে? কাদের টাকা বন্ধ হতে পারে! কি করলে টাকা পাওয়া যাবে? কবেই বা ব্যাংকে টাকা ঢুকতে চলেছে? বিস্তারিত জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখতে থাকুন।

মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে 2025! কি জানালো মধ্যশিক্ষা পর্ষদ?

প্রতি মাসের শুরুতেই লক্ষী ভান্ডারের টাকার আশায় থাকেন মহিলারা। অনেকেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তারা তাদের সংসারের কাজে খরচ করেন। কেউবা বাচ্চাদের পড়াশোনা।

তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা এই মুহূর্তে বেশ কিছু মহিলাদের কাছে একটা অতিরিক্ত আয়ের উৎসের মত কাজ করে। যেখানে তারা স্বামীর ইনকামের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এই টাকাটাও পেয়ে যান। এবং সেটাও সংসারের বিভিন্ন কাজে তারা খরচ করতে পারেন।

লক্ষী ভান্ডার
লক্ষী ভান্ডার , ছবি নিজস্ব

লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কত মহিলারা সুবিধা পাবেন?

বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মা-বোনেদের ব্যাংকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০২১ সালে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা অনুযায়ী প্রথমে ৫০০ এবং ১০০০ টাকা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করা হয়।

এই মুহূর্তে লক্ষী ভান্ডার প্রকল্পে প্রায় 2 কোটি 21 লক্ষ মহিলার সুবিধা পাচ্ছেন। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আরও প্রায় কয়েক লক্ষ মহিলারা নতুন করে এই প্রকল্পের টাকা পেতে চলেছেন এই এপ্রিল মাসেই।

এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে? কোন প্রকল্পের কত টাকা পেতে পারেন?

এপ্রিল মাসে লক্ষী ভান্ডারে কারা টাকা পাবে? এমনিতেই ২ কোটি ২১ লক্ষ মহিলারা আগে থেকেই লক্ষীবান্ধার প্রকল্পের টাকা পাচ্ছেন। যারা এমনিতেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।

তবে বেশ কিছু নতুন মহিলারা রয়েছেন যাদেরকেও এই এপ্রিল আছে ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হতে পারে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় নতুন করে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে যে সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে প্রচুর মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে।

যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং যাদের স্ট্যাটাসে এই মুহূর্তে পরিবর্তন এসেছে। তাদেরকে লক্ষী ভান্ডার প্রকল্পে 1000 টাকা কিংবা 1200 টাকা এই এপ্রিল মাসেই দেওয়া হতে পারে।

কারা লক্ষী ভান্ডার থেকে টাকা পাবে না?

বর্তমানে যে সমস্ত মহিলারা Lakshmi Bhandar প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে প্রচুর মহিলাদের নাম lakshmi bhandar তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। কিছু মহিলার আবেদনপত্র রিজেক্ট পর্যন্ত করে দেওয়া হচ্ছে। কেন এই সমস্ত মহিলাদের নাম বাতিল হচ্ছে?

লক্ষী ভান্ডার
লক্ষী ভান্ডার, lakshmi bhandar pic: নিজস্ব
  • ১)জানা যাচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষী(Lakshmi Bhandar) প্রকল্পে আবেদন করেছিলেন, কিন্তু আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন! সেই ডকুমেন্টের সাথে আবেদনপত্রের নাম অথবা ব্যাংক একাউন্টের নামের সঙ্গে আধার কার্ডের নামের ক্ষেত্রে মিস ম্যাচ হচ্ছে। সে ক্ষেত্রে কারো ক্ষেত্রে ৪০ আবার কারো ৫০ শতাংশ নাম মিস ম্যাচ হচ্ছে।ফলে এই সমস্ত নাম মিস ম্যাচ হওয়ার কারণে তাদের লক্ষী ভান্ডার প্রকল্পের পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে।
  • ২) যে সমস্ত মহিলারা Lakshmi Bhandar প্রকল্পে আবেদন করেছেন এবং যে ব্যাংক একাউন্ট জমা করেছেন সে ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাচ্ছে স্ট্যাটাসে। এক্ষেত্রে ওই সমস্ত মহিলাকে নিজের ব্লক অফিস থেকে অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে হবে, তারপরে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন।
  • ৩) কিছু মহিলারা Lakshmi Bhandar প্রকল্পের আবেদন করেছেন কিন্তু ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকায় তাদের ক্ষেত্রেও ব্যাংক একাউন্টে টাকা দিতে সমস্যা হতে পারে।
  • ৪)আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে আবেদনপত্র জমা পড়েছে। কিন্তু সেটা ব্লক লেভেল অফিসারের কাছে এই জমা রয়েছে। এখনো পর্যন্ত সেই সমস্ত ডকুমেন্টগুলো সম্পূর্ণরূপে ভেরিফিকেশন হয়নি। তাহলে এই সমস্ত মহিলারাও এপ্রিল মাসে টাকা নাও পেতে পারেন। তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
  • ৫) লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদনের সময় যারা জয়েন্ট ব্যাংক একাউন্ট দিয়েছেন তাদের ক্ষেত্রে ও লক্ষী ভান্ডারের টাকা ঢুকবে না। কারণ লক্ষী ভান্ডার নিয়ে নোটিশ প্রকাশ করে নবান্ন থেকে আগেই জানানো হয়েছে সিঙ্গেল ব্যাংক একাউন্ট এবং আধার লিঙ্ক ব্যাংক একাউন্ট দিতে হবে, তবেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে।

কবে ঢুকবে লক্ষ্মী ভান্ডারের টাকা?

এপ্রিল মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ১ তারিখ থেকে ৪ তারিখের মধ্যে শুরু হতে পারে। এবং সেই টাকা ধাপে ধাপে 6 থেকে 10 তারিখের মধ্যেই মহিলাদের ব্যাংক একাউন্টে দিয়ে দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ যেমন instagram facebook twitter whatsapp channel সাবস্ক্রাইব করে রাখবেন।

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *