রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়! 2025 It is not right to get free ration only if you have a ration card.

রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়

বর্তমানে সারাদেশ জুড়ে প্রায় ৮০ কোটির বেশি মানুষ সম্পূর্ণ বিনামূল্যে রেশন পেয়ে থাকেন। তবে এবার, রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয় ! কারণ প্রচুর রেশন কার্ড কে বাতিল করে দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

কাদের ফ্রি রেশন বাতিল হবে?

বর্তমানে রেশন পাওয়ার যোগ্য নন কিন্তু তারপরেও প্রচুর রেশন কার্ড ধারীরা অনিয়ম করে প্রতিনিয়ত বিনামূল্যে রেশন নিয়ে যাচ্ছেন ব্যাগ ভরে। এবার তাতেই লাগাম টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আপনার কাছে যে রেশন কার্ডটি আছে সেটি আদেও বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য কিনা? তাছাড়া ভর্তুকিযুক্ত রেশন কার্ড থাকলেও আপনি আদেও বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কিনা এবার সেটাই বিবেচনা করে দেখবে কেন্দ্রীয় আয়কর বিভাগ।

অর্থাৎ এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর বিভাগের আধিকারিকরা খতিয়ে দেখবেন কারা কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য এবং কারা কারা বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য নন।

এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে! কেন এইরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে? কিভাবেই বা বাছাই করা হবে কারা বিনামূল্যে রেশন নেওয়ার যোগ্য? এবং কারা বিনামূল্যে রেশন নেওয়ার যোগ্য নয়?

রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়!

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করনা কালীন সময়ে, দেশের প্রায় ৮০ কোটিরও বেশি উপভোক্তাকে সম্পূর্ণ বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হয়। যেখানে চাল গম আটার পাশাপাশি মাঝেমধ্যেই চিনি ছোলা ও দেওয়া হত।

করোনার সময় বহু মানুষ তাদের কাজ হারিয়েছিলেন। ব্যবসা বন্ধ হয়েছিল প্রচুর মানুষের। সেই সময় দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য মোদী সরকারের তরফ থেকে এই বিনামূল্যের রেশনের ঘোষণা করা হয়।

যাদের কাছে অন্তর্দায় অন্য যোজনার রেশন কার্ড রয়েছে তাদের পরিবার কিছু প্রায় ৩৫ কেজি করে রেশন দব্য এবং যাদের কাছে অন্যান্য রেশন কার্ড রয়েছে তাদেরকে মাথাপিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা হয়। যে প্রকল্প টির নামকরণ করা হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা।

এবার আধার কার্ড নিয়ে কড়া কড়ি নতুন নিয়ম জারি! না জানলেই সমস্যায় পড়বেন!

তবে এবার এই বিনামূল্যের রেশনের উপরেই কড়াকড়ি নিয়ম চালু হতে চলেছে। রেশন কার্ড থাকলেই সবাই ফ্রি রেশন পাবেন না।

আয়কর দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, বর্তমানে প্রচুর মানুষ বা পরিবার এমন রয়েছেন যারা অনেক বেশি অর্থ উপার্জন করেন। যাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল। কোন কোন পরিবারের সদস্যরা আবার সরকারি চাকরি পর্যন্ত করছেন। কিন্তু তারপরেও তারা বিনামূল্যের এই রেশন দোকান থেকে অবাধে নিয়ে যাচ্ছে। তবে এবার রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয় জানিয়ে দিল আয়কর দপ্তর।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিনামূল্যের রেশন মূলত অর্থনৈতিকভাবে যারা দুর্বল। বা পারিবারিকভাবে যারা সচ্ছল নয় তাদেরকে এই দেওয়া হয়। কিন্তু কেন্দ্রের এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সচ্ছল পরিবারগুলো পর্যন্ত বিনামূল্যে রেশন সংগ্রহ করছেন।

তাই এবার আয়কর দপ্তরের কে দায়িত্ব দেওয়া হয়েছে খতিয়ে দেখার জন্য। তাই আয়কর দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা বলছেন যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, বা যাদের ইনকাম অনেক বেশি তাদেরকে বাছাই করা হবে, এবং এই ফ্রি রেশন থেকে সেই সমস্ত কার্ডগুলিকে ছেঁটে ফেলা হবে।

কিভাবে বাছাই করবে আয়কর দপ্তর?

আয়কর দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিকের কথায়। ভোটার কার্ডের সঙ্গে যেমন আধার কার্ডের লিংক হচ্ছে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক হচ্ছে।

একইভাবে যে সমস্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে, সেই সমস্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক এর পরিবার গুলির বা সদস্য গুলির ব্যক্তিগত বার্ষিক ইনকাম কত সেটা সহজেই বের করা সম্ভব।

জায়গা জমিয়ে নিয়ে নতুন পরিষেবা নতুন নিয়ম চালু হলো! কি কি সুবিধা পাবেন?

আর এখান থেকেই দেখা হবে কোন কোন সদস্য বা পরিবারদের বাৎসরিক ইনকাম কেমন তারা আদেও বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য কিনা। সমস্ত কিছু খতিয়ে দেখার পর তারপরেই সেই সমস্ত রেশন কার্ডধারীদের বিনামূল্য রেশনের সুবিধা দেওয়া হবে। অন্যথায় ফ্রি রেশনের লিস্ট থেকে বাতিল হতে পারে উপভোক্তার নাম।

উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছে, কোন সচ্ছল পরিবার যদি এই বিনামূল্যের রেশন না নেন, সেক্ষেত্রে এখনো এমন প্রচুর গরীব পরিবার রয়েছেন, যাদেরকে বিনামূল্যের এই রেশনের সুবিধা দিলে, তারা বিশেষভাবে উপকৃত হবেন। তাই এখন আর রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়। কারণ উপযুক্ত প্রাপকদের রেশন দিতে যারা যোগ্য নয় তাদের রেশন ফ্রি রেশন বাতিল হতে পারে।

আয়করের উপর বিশেষ ছাড়!

চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে ইতিমধ্যেই আয়করের উপরে বাৎসরিক ১২ লক্ষ টাকা পর্যন্ত যারা ইনকাম করেন, তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে না এমনই একটা বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়।

ফলে এই সমস্ত উপভোক্তাদের থেকে কেন্দ্রীয় সরকারের তেমন কোন রাজস্ব আদায় হবে না। তার উপরে এই সমস্ত উপভোগতারা যদি বিনামূল্যের রেশন সংগ্রহ করে সেক্ষেত্রে আরো লস হবে কেন্দ্রীয় সরকারের। সেই জন্যই রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয় এমনই ইঙ্গিত কেন্দ্রের।

এমনিতেই কেন্দ্রীয় সরকার বিনামূল্যের রেশন সরবরাহ করার জন্য ভর্তুকি বাবদ প্রায় 2 লক্ষ ৩০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করেছে। ফলে আয় করের উপরে ছাড় তার উপর ভর্তুকের সুবিধা দিতে গেলে কেন্দ্রের উপর চাপ অনেক বাড়তে পারে। তাই রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়, সবাই পাবেনা বিনামূল্যের রেশন।

তাই যারা বর্তমানে বিনামূল্যের প্রকৃত রেশন পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদেরকেই বাছাই করে বিনামূলের রেশন বিতরণ করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়
রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়

রেশন কার্ড বাছাইয়ের পরিকাঠামো শুরু!

ইতিমধ্যে বিনামূল্যের এই রেশন কারা পাবেন বা কারা পাবেন না সেটা বাছাই করার সিদ্ধান্ত আয়কর দপ্তর কে দেয়া হয়েছে সঙ্গে গণবন্টন ব্যবস্থা ও তাদেরকে সহযোগিতা করবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আয়কর সংক্রান্ত সমস্ত তথ্য ক্রেতা সুরক্ষা মন্ত্রকে জানানোর জন্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস তাদের সিস্টেম বিভাগের ডিরেক্টর জেনারেল কে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে খাদ্য ও গণ বন্টন মন্তকের যারা উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন তাদেরকে এই সমস্ত তথ্য সরবরাহ করতে হবে। রেশন কার্ডের সঙ্গে যাদের আধার কার্ডের লিংক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে যাদের প্যান কার্ডের লিংক রয়েছে।

এই যোগ সূত্র ধরেই বাছাই করা যাবে কোন ব্যক্তির বাৎসরিক ইনকাম কতটা। আর সেইটা থেকেই বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য কিনা সেটা বেছে নেওয়া যাবে। যদি কোন ব্যক্তি বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য না হন সে ক্ষেত্রে লিস্ট থেকে তার নামটিকে বাতিল করে দেওয়া হতে পারে।

কতদিন পর্যন্ত বিনামূল্যে রেশন পাওয়া যাবে?

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গরিব কল্যাণ অন্য যোজনা কে এর আগের ঘোষণাতেই আরো পাঁচ বছর বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। আর সেই অনুযায়ী এবার ২০২৮ সাল পর্যন্ত গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন পেয়ে যাবেন উপভোক্তারা।

বাতিল হচ্ছে প্রচুর ভুয়ো রেশন কার্ড!

আয়কর দপ্তরের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করাকে বাধ্যতামূলক করা হয়েছে। যাতে করে ভুয়োর রেশন কার্ডকে চিহ্নিতকরণ করা যায়।

আগে দেখা গিয়েছিল প্রচুর এমন উপভোক্তা রয়েছেন যাদের কাছে একই নামের দুটো রেশন কার্ড রয়েছে। আবার কিছু উপভোক্তা বা পরিবার এমন ছিলেন যাদের পরিবারে এমন ব্যক্তির নামে রেশন কার্ড রয়েছে সেই ব্যক্তি তার আদেও কোন অস্তিত্ব নেই।

আবার কিছু মানুষ মারা যাওয়ার পরেও তার রেশন কার্ড থেকে বিনামূল্যের রেশন সংগ্রহ করছিলেন কিছু পরিবার। তাই এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংকে বাধ্যতামূলক করা হয়েছে। এই বায়োমেট্রিক লিংক এর ফলে সহজেই জানা যাবে যে প্রকৃত রেশন উপভোক্তা কারা। কোন ভুয়ো রেশন কার্ড থাকলে।

বাতিল হয়ে যাবে সেই রেশন কার্ডগুলি। তাই এই সমস্ত পরিবারের কাছে রেশন কার্ড আছে না নেই রেশন পাবেন তেমনটা নয়, রেশন কার্ড থাকলেই ফ্রি রেশন নয়। তবে কিছু পরিবারে এমন রয়েছেন যাদের পরিবারে এমন কোন বাচ্চা বা শিশুর রয়েছেন যাদের নামে কোন আধার কার্ড তৈরি হয়নি। সেই কারণে তারা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেননি।

তাছাড়া পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করলেও চলে। তবে এই মুহূর্তে রেশন যাচাইয়ের জন্য সবাইকেই লিংক করতে হচ্ছে। যাদের কাছে আধার কার্ড নেই তাদেরকে আধার কার্ড তৈরি করে লিংক করতে হবে রেশন কার্ডের সঙ্গে তবে এই বিনামূল্যের এই রেশন পাওয়া যেতে পারে।

তবে সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাদের পারিবারিক অবস্থা ভালো। বা আর্থিক অবস্থা সচ্ছল, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তারা যদি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না হন তাহলে রেশন কার্ড থাকলেও বিনামূল্যে রেশনের তালিকা থেকে তার নামটা বাদ হয়ে যেতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইট টিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক পেজটিকে ফলো করুন, নিচে লিংক দেওয়া হলো।

WhatsApp Channel: Khobor 7 din

Facebook Page: Khobor 7 din

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *