মে মাসের ১ তারিখে লক্ষ্মী ভান্ডারের টাকা নয়! নতুন তারিখে টাকা আসবে ব্যাংকে!

20250430 221536

বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার, তবে মে মাসের ১ তারিখে লক্ষ্মী ভান্ডারের টাকা নয়! 2021সালে চালু হয়। এই প্রকল্প ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, যে বাংলা প্রত্যেকটা ঘরের মহিলার কাছে পৌঁছে যেতে বেশি সময় লাগেনি।

লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের ব্যাংক একাউন্টে প্রতিমাসে হাত খরচ বাবদ, তপশিলি জাতি এবং উপজাতিদের ১২০০ টাকা এবং জেনারেল এবং ওবিসি মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হয়।

আগে এই প্রকল্পে যারা তপশিলি জাতি এবং তফসিল উপজাতি ছিলেন তাদের ১ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হতো। এবং জেনারেল মহিলাদের দেওয়া হতো 500 টাকা করে।

মে মাস থেকেই দেশজুড়ে বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম।

তবে গত নির্বাচনের আগেই ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রীর কথা দিয়েছিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পরিমাণ বাড়ানো হবে। সেই অনুযায়ী এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের ১২০০ টাকা এবং সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে।

মে মাসের ১ তারিখে লক্ষ্মী ভান্ডারের টাকা নয়!

প্রতি মাসের শুরুতেই রাজ্যের মহিলারা এই প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন কারণ এই টাকা তারা নানান কাজে লাগান।এই টাকার অপেক্ষায় থাকেন মহিলারা, যেহেতু প্রতিমাসের ১ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়,

মে মাসের ১ তারিখে লক্ষ্মী ভান্ডারের টাকা নয়
মে মাসের ১ তারিখে লক্ষ্মী ভান্ডারের টাকা নয়

তাই অনেকেই ভাবছেন হয়তো মে মাসেও লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে ব্যাংক একাউন্টে আসবে।তবে জানিয়ে রাখা ভালো লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা মে মাসের ১ তারিখ থেকে দেওয়া শুরু হবে না। মে মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে।

কবে ঢুকবে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা?

মে মাসের ১ তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক একাউন্টে দেওয়ার কাজ শুরু হবে না, কারণ ১ তারিখে মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে,

১ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে না বলেই জানা যাচ্ছে।এছাড়া মাঝে একটা শুক্রবার তারপরে শনিবার এবং রবিবার থাকায় এই দিনে ও টাকা দেওয়ার সম্ভাবনা তেমন একটা নেই।

তবে ধরে নেওয়া যেতে পারে আগামী সোমবার ৫ তারিখ থেকে লক্ষী ভান্ডার টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। এবং ৬ তারিখ কিংবা ৭ তারিখ থেকে মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢোকা শুরু হতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *