বাংলা বাড়ির 60,000 টাকা ঢোকা শুরু। যাদের ঢুকলো না এই কাজটি তাড়াতাড়ি করুন!

20241220 215832
December 20, 2024 | 5:19 pm | By Khobor7din

বর্তমানে রাজ্যজুড়ে বাংলা বাড়ির 60,000 টাকা ঢোকা শুরু। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাচ্ছেন অনেকে। তবে আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কি কি করতে হবে সমস্ত কিছু এমনি এমনি আলোচনা করা হলো।

আবাস যোজনা প্রকল্প কি এবং কাদের জন্য?

বর্তমানে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম কিস্তি ৬০ হাজার টাকা ঢুকেছে ব্যাংক একাউন্টে। গরীব এবং খেটে খাওয়া দিন দরিদ্র মানুষ যাদের মাথার উপর ছাদ নেই, কাঁচা বাড়ি অথবা ভাঙ্গা বাড়িতে বসবাস করে, শুধুমাত্র তাদের জন্য কেন্দ্রীয় সরকার 2015 সালে চালু করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই আবাস যোজনার মাধ্যমে গরিব এবং প্রান্তিক মানুষদের বাড়ি বানাতে 1 লক্ষ 20 হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হতো।

কেন কিন্তু টাকা দিচ্ছে না এই প্রকল্পে?

তবে বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মনোমালিন্যর জন্য কেন্দ্রীয় সরকারের এই টাকা ঢোকা বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে। বহু অসাধু ব্যক্তি, যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয়, কিন্তু ঘরের লিস্টে নাম তুলে ঘরের টাকা নিয়েছেন, সেই ধরনের ব্যক্তিদের জন্য প্রচুর ব্যাক্তি এমনও রয়েছেন যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, যাদের মাথার উপর চাঁদ নেই কাচা বাড়ি বা ভাঙ্গা বাড়িতে বসবাস করেন, তারাও আবাস যোজনার এই টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন। তবে এবার তাদের প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর শুরু হল আবাস যোজনার টাকা দেওয়া।

মাননীয়া মুখ্যমন্ত্রী শুরু করলেন টাকা দেওয়া:

তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষ, যারা প্রকৃত আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য যাদের মাথার উপর ছাদ নেই, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যই, তাদেরকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, বাংলা বাড়ি (গ্রামীণ) প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই অনুযায়ী গত ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকেই বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে টাকাটা ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের ব্যাংক একাউন্টে জমা হতে শুরু হয়েছে।

টাকা দিতে মেসেজ পাঠাচ্ছে রাজ্য সরকার।

এই প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া। তবে এই টাকা পাঠানোর আগে রাজ্য সরকার ইতিমধ্যে মেসেজের মাধ্যমে প্রত্যেক উপভোক্তাকে জানিয়ে দিচ্ছেন যে আবাস যোজনার প্রথম কিস্তির 60000 টাকা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে। যার প্রমান উপরের ব্যাংক পাসবুক এর আপডেটেই আপনারা দেখতে পেয়ে যাবেন।….

টাকা না ঢুকলে কি করা যেতে পারে?

তবে এখনো পর্যন্ত যাদের ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি বা যাদের মোবাইলে কোন মেসেজ আসেনি, তাদেরকে জানিয়ে রাখা উচিত যদি আপনাদের কোন রকম কোন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত রয়েছে, সেখানে আপনার যাবতীয় ডকুমেন্ট যেমন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স, নিয়ে চলে যান এবং পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে কথা বলুন ওখান থেকেই আপনাদের যদি কোন সমস্যা হয়ে থাকে, তার সমাধান করে দেওয়া হতে পারে, যাতে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢোকে। তাছাড়া আপনি চাইলে আপনার এলাকার ব্লক অফিসে ও যোগাযোগ করতে পারেন।

টাকা না ঢুকলে কি করা যেতে পারে?

এই সবকিছুতেও যদি কাজ না হয়! আপনার যদি আবাস যোজনা লিস্টে নাম থেকে থাকে, তারপরেও যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বল: (9137091370) যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার অভিযোগ জানাতে পারেন।

বাংলা বাড়ির 60,000  টাকা ঢোকা শুরু
বাংলা বাড়ির 60,000 টাকা ঢোকা শুরু

আশা করা যাচ্ছে এখান থেকে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে এবং আপনার ব্যাংক একাউন্টে টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীকে বল ওয়েবসাইটের লিংক দেওয়া হল:

/https://wb.gov.in/sorasori-mukhyomantri.aspx

এখান থেকে আপনারা সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করে নাম্বার নিয়ে ফোন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *