পিএম কিষান 2000 টাকা কবে ঢুকবে? Pmkisan Payment date

পিএম কিষান 2000
July 9, 2025 | 11:33 pm | By Khobor7din

অবশেষে অপেক্ষার অবসান, আসতে চলেছে পিএম কিষান 2000 টাকার কিস্তি, প্রত্যেকের জন্য খুশির খবর। প্রত্যেক চাষী ভাইরা তাদের ব্যাংকে পাবেন এই টাকা।

পিএম কিষান প্রকল্প কি?

আমাদের দেশে খেটে খাওয়া দরিদ্র কৃষকের অভাব নেই, ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম , যেখানেই কৃষি প্রধান এলাকা রয়েছে, সেখানেই বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা খারাপ, তবে কিছু কৃষকের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চাষবাসের সঙ্গে যুক্ত কৃষকের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়।

নতুন মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা কবে দেবে? কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে? কি কি করতে হবে?

তাই এই সমস্ত কৃষকদের কথা মাথায় রেখেই 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা। যেটাকে এক কথায় পিএম কিষান যোজনা বলা হয়। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা যাতে ফসলের বীজ কিনতে পারেন, কিংবা জমিতে হাল দেওয়ার খরচ জোগাতে পারেন তার জন্য করা হয় আর্থিক সাহায্য। কেন্দ্রের মোদি সরকারের তরফ থেকে এই প্রকল্পে আবেদনকারী কৃষকদের বছরে 6000 টাকা করে আর্থিক সাহায্য করা হয়। প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে কিস্তি দেওয়া হয় কৃষকের ব্যাংক একাউন্টে।

গত বছর 19 তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে দেয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে। এবার 20 নাম্বার কিস্তির পালা।। কিন্তু কবে এই 20 নাম্বার কিস্তির টাকা কৃষকের ব্যাংক একাউন্টে ঢুকবে! সেই নিয়ে আবেগপ্রবণ হয়ে চিন্তা করছেন গ্রাম বাংলার কৃষকরা।

ইতিমধ্যে অবশ্য এই পিএম কিষান যোজনার টাকা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

পিএম কিষান 2000 টাকা কবে ঢুকবে? Pmkisan Payment date

পিএম কিষান 2000
পিএম কিষান 2000

বর্তমানে ডিবিটি স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে প্রচুর কৃষকদের একাউন্ট valetation অপশনে একাউন্ট ভালিডেট হয়েছে। তাছাড়া ব্যাংক কর্তৃপক্ষের কাছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফাইলো হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা টাকা পাবেন ব্যাংক কর্তৃপক্ষ তাদের টাকা দেওয়ার জন্য আগে থেকেই সমস্ত সিস্টেম অন করে রাখছেন। যখনই মোদি সরকারের তরফ থেকে নতুন কোন অনুমোদন আসবে, বা টাকার তারিখ প্রকাশিত হবে, সাথে সাথে কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে।

গত জুন মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী যোজনা টাকা দেওয়ার কথা থাকলে ও এখনো পর্যন্ত পিএম কিষণ প্রকল্পে টাকা দেওয়া হয়নি। তবে অনেকেই মনে করছেন সামনেই জুলাই মাসের ১৮ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে আসবেন। বিহারের মতিহারি নামক জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই কিষান সম্মান নিধি যোজনা 20 তম কিস্তির ২০০০ টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন, অর্থাৎ এই দিনে টাকা দেওয়ার শুভ সূচনা করতে পারেন বলে অনেকেই মনে করছেন। তবে এখনো পর্যন্ত কোন সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বা অফিশিয়ালি ভাবে টাকার তারিখ জানানো হয়নি। তবে বিগত বারের দিকটা দেখলে বোঝা যায় বিহারের জনসভা থেকে টাকা দিতে পারে মোদি সরকার।

পিএম কিষান টাকা পাওয়ার শর্ত?

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যোজনায় টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হয়। যে সমস্ত কৃষকদের নিজেদের নামে চাষের জমি রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে মনে রাখতে হবে দুই একরের নিচে যে সমস্ত কৃষকদের জমির রয়েছে তারাই শুধুমাত্র এই প্রকারকে আবেদন করে এই প্রকার পেয়ে লাভ নিতে পারবেন।

  • এই প্রকল্পে আবেদন করে টাকা পেতে হলে আবেদনকারী কৃষককে অবশ্যই ভারতবর্ষের বসবাসকারী একজন কৃষক হতে হবে।
  • দুই হেক্টর এর নিচে জমি থাকতে হবে তার থেকে বেশি জমি থাকবে টাকা পাওয়া যাবে না।
  • আবেদনকারী কৃষকের নিজের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • সঙ্গে জমি সংক্রান্ত তথ্যের নথি জমা করতে হবে।
  • ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক রাখতে হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা পেতে হলে অবশ্যই কৃষকদের জমির তথ্য ই কেওয়াইসি আপডেট ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করে রাখতে হবে। তবে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে।

পিএম কিষান প্রকল্পে আবেদন পদ্ধতি:

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হয়। Pmkisan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ক্লিক করে তারপর সমস্ত ফর্মটা ফিলাপ করতে হবে। সঙ্গে জানিয়ে রাখা ভালো, এখন নতুন ভাবে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে ফার্মার আইডি বা কৃষক আইডি বানাতে হবে, এই কৃষক আইডি অনলাইনে ফরম ফিলাপ করার সময় ধর্মের নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। সবাই আপনি পরবর্তী ধাপে করতে পারবেন। ফরম ফিলাপ হয়ে গেলে রিসিভ কপি নিয়ে এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে এগ্রিকালচার অফিসের যোগাযোগ করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করুন।

WhatsAppClick Here
Facebook Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *