দেশজুড়ে 5G পরিষেবা আনছে BSNL 2025, জুন থেকে এই কাজ শুরু!

5G পরিষেবা

দেশজুড়ে জিও এয়ারটেল চালু করেছে 5G পরিষেবা। তবে এতদিনেও বিএসএনএলের কাছে ছিল না 5G পরিষেবার কোন পরিকাঠামো। তবে এবার সাধারণ উপভোক্তাদের জন্য উঠে এসেছে দারুণ একটি খুশির খবর।

বিএসএনএলের তরফ থেকে জানানো হয়েছে জুন মাস থেকেই দেশে 5G পরিষেবা শুরু করার জন্য কাজ শুরু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল।

দাম বেড়েছে মোবাইল রিচার্জের

ইতিমধ্যেই মোবাইল রিচার্জ এর দাম বাড়িয়ে দিয়েছে একাধিক বেসরকারি টেলিকম সংস্থাগুলি। প্রথমে জিও তাদের মোবাইল রিচার্জ এর দাম বাড়ায়, ফলে দেখাদেখি এয়ারটেল এবং ভোডাফোনও পরপর তাদের রিচার্জ প্লানের দামে পরিবর্তন আনে।

আর এই মোবাইল রিচার্জ এর দাম বেড়ে যাওয়ার কারণে নাজেহাল হয়ে লক্ষ লক্ষ গ্রাহক অন্য কোন টেলিকম সংস্থার খোঁজ করছিল। আর তাদের কাছে সেই সময় বিএসএনএল হয়ে ওঠে সুপারহিরো।

5G পরিষেবা
5G পরিষেবা BSNL News ছবি নিজস্ব

অনেকেই তাকিয়ে ছিল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের দিকে। মোবাইল রিচার্জে দাম বেড়ে যাওয়ার কারণে কয়েক লক্ষ গ্রাহক তাদের সিম কার্ডকে পোর্ট করে নিয়ে আসে ভারত সঞ্চার লিমিটেড অর্থাৎ বিএসএনএল নেটওয়ার্ক পরিষেবায়।

কারণ এখানে তুলনামূলক মোবাইল রিচার্জ এর দাম অনেকেই কম। তবে মোবাইলে চার্জের দাম কম হলেও বিএসএনএল এর রয়েছে বেশ কয়েকটি বড় সমস্যা। যেমন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না।

এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের সুবিধা প্রদান করা হতে পারে! জানা গেল খুশির তথ্য!

টাওয়ার বা নেটওয়ার্ক না থাকায় প্রচুর মানুষ অসুবিধায় করেন। এছাড়াও জিও এয়ারটেল যখন ৫জি পরিষেবা চালু করে দিয়েছে সেই জায়গায় সরকারি সংস্থা বিএসএনএল ঠিকমতো ফোরজি পরিষেবা ও সব জায়গায় চালু করতে সক্ষমতা দেখাতে পারেনি।

ফলে প্রচুর উপভোগ তারা ধীরে ধীরে বিএসএনএলের থেকে মুখ ফেরাতে শুরু করে। কিন্তু বেসরকারি সংস্থাগুলির মোবাইল রিচার্জ এর দাম বাড়ানো টাই BSNL এর কাছে হয়ে ওঠে সুবর্ণ সুযোগ। লক্ষ লক্ষ নুতন গ্রাহক যুক্ত হয় বিএসএনএল।

বিএসএনএল চালু করছে 5G পরিষেবা

ইতিমধ্যেই BSNL এর কাছে মোট প্রায় ৯.১৮ কোটি উপভোক্তা রয়েছেন। যারা বিএসএনএল সার্ভিস ব্যবহার করেন, তবে এখনো পর্যন্ত বিএসএনএলের 5G পরিষেবা না থাকায় অনেকেই এই নিয়ে অভিযোগ দায়ের করেন কাস্টমার সার্ভিসে।

আর সেই দিকে এই গুরুত্ব দিয়ে এবার বিএসএনএলের তরফ থেকে নতুন 5G পরিষেবা চালু করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে।এদিকে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরআদিত্য সিন্ধিয়া জানিয়েছেন।

আগামীর জুন মাস থেকেই বিএসএনএল তাদের 5G পরিষেবা চালু করার কাজ শুরু করে দেবে। তবে এই পরিষেবা কবে থেকে চালু হবে বা কবে থেকে সুবিধা দেওয়া হবে এই বিষয়ে নির্দিষ্ট কোন তারিখ বা দিনের ঘোষণা করা হয়নি।

5G পরিষেবা
5G পরিষেবা ছবি নিজস্ব

কিভাবে 5g পরিষেবা চালু করবে বিএসএনএল?

এমনিতেই জানা যাচ্ছে বিএসএনএলের তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত তাদের নেটওয়ার্কের উন্নত করার জন্য টাওয়ার বসানোর কাজ চলছে। এবার সিন্ধিয়ার বক্তব্য অনুযায়ী জানা যাচ্ছে বিএসএনএলের যে সমস্ত মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলো রয়েছে

সেখানে বেশ কিছু সফটওয়্যার আপডেট করলে এবং কিছু হার্ডওয়ার আপডেট করলে সেগুলিকে ফাইভ জি পরিষেবাতে পরিবর্তন করা সম্ভব হবে। জানা যাচ্ছে বিএসএনএলের সঞ্চার সাথী পোর্টালে একাধিক অভিযোগ জমা পড়েছে ভুয়ো মোবাইল নম্বর নিয়ে,

ফলে এগুলোকে খতিয়ে দেখার পরে প্রচুর ভুয়াও মোবাইল নাম্বারকে বন্ধ করা হয়েছে ভারত সরকারের টেলিকম সংস্থার তরফ থেকে।এদিকে টেলি যোগাযোগ মন্ত্রী বা যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান গত কয়েক মাসের মধ্যেই দেশজুড়ে প্রায় এক লক্ষের কাছাকাছি নতুন মোবাইল টাওয়ার সংস্থাপন বা বসানো হয়েছে।

এপ্রিলের ১ থেকেই লক্ষী ভান্ডারে বদলাচ্ছে নিয়ম! কবে থেকে টাকা ঢুকবে?

এবার আরো মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে যাতে বিএসএনএল পরিষেবা কে আরো কিছুটা উন্নত করা সম্ভব হয়। সঙ্গে এটাও জানা যাচ্ছে আগামী জুন মাস থেকে বিএসএনএল 5g পরিষেবা চালু করার জন্য নতুন ভাবে কাজ শুরু করবে।

আর এই ৫ যে পরিষেবা যদি ভারতবর্ষের অলিতে গলিতে পৌঁছে যায় সেক্ষেত্রে বেসরকারি টেলিকম সংস্থা গুলির টনক নড়বে। কম দামে পরিষেবা দেওয়ার ফলে আরও লক্ষ লক্ষ গ্রাহক বিএসএনএল এ তাদের নাম নথিভুক্ত করবেন এমনটাই আশা করছে বিশেষজ্ঞ মহল।

এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইট থেকে ফলো করে রাখবেন। সঙ্গে এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *