জানুয়ারি মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে 2025? Bank Holiday List in January

Bank holiday
December 29, 2024 | 10:17 am | By Khobor7din

জানুয়ারি মাসের শুরু থেকেই ব্যাংক বন্ধ থাকতে পারে বেশ কয়েকদিন, তাই ব্যাংকের কাজ সেরে ফেলতে, এই জানুয়ারি মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে, সেটা জেনে নেওয়া উচিত।ডিসেম্বর মাস শেষ হয়ে শুরু হচ্ছে, 2025 সালের নতুন জানুয়ারি মাস, সারা দেশ জুড়ে এই নতুন বছরে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হতে চলেছে। তবে তার মধ্যে ব্যাংকও হল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। যেখানে সাধারণ মানুষ তাদের কষ্টের অর্জিত অর্থ জমা রাখেন ব্যাংকে, তাদের টাকার সুরক্ষার জন্য।

তাছাড়া বিভিন্ন জায়গায় টাকা পাঠানো থেকে শুরু করে টাকা জমা করা, ডিমান্ড ড্রাফট, বিভিন্ন ধরনের ব্যাংকিং কাজের জন্য দৈনন্দিন ব্যাংকে যাওয়া আসা লেগে থাকে আমজনতার।

সমস্যায় পড়ার আগেই জানুন ছুটির তালিকা

20241228 224919 2

তবে এই জানুয়ারি মাসে কত দিন ব্যাংক বন্ধ এই তথ্য না জেনে, ছুটির দিনে যদি কেউ ব্যাংকে গিয়ে হাজির হন, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন সেই ব্যক্তি, একেই তো সারাদিন সময় নষ্ট, সঙ্গে ওই দিনের কাজ কামাই এর ফলে সারাদিনের পারিশ্রমিক নষ্ট। তাই এই ধরনের সমস্যায় পড়ার আগে অবশ্যই দেখে নেওয়া দরকার 2025 সালের এই জানুয়ারি মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকছে সারা দেশ জুড়ে।

কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে(RBI):-

20241228 224439 1

জানুয়ারি মাসে দেশ জুড়ে প্রায় ১০ থেকে 12 দিন ব্যাংক বন্ধ থাকবে, যার মধ্যে চার দিন রবিবার সঙ্গে দুই দিন শনিবারে রয়েছে।

জানুয়ারি মাসে কত দিন ব্যাংক বন্ধ, দেখে নিন ব্যাংক ছুটির তালিকা:-

1 জানুয়ারি বছরের প্রথম দিন ব্যাংক বন্ধ (সারাদেশে ব্যাংক বন্ধ)

5 জানুয়ারি রবিবার ব্যাংক বন্ধ।

6 জানুয়ারি গুরু গোবিন্দ সিং জন্ম জয়ন্তী ব্যাংক বন্ধ(হরিয়ানা ও পাঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ)

11 জানুয়ারি মিশনারি ডে ব্যাংক বন্ধ (মিজোরামে ব্যাংক বন্ধ)

12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী (রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ)

13 জানুয়ারি লহরী উৎসব (পাঞ্জাব ও অন্যান্য রাজ্যে)

14 জানুয়ারি মকর সংক্রান্তি , পোঙ্গল

15 জানুয়ারি থিরুভাল্লার ডে এবং টুসু উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ (তামিলনাড়ুতে)

19 জানুয়ারি রবিবার ব্যাংক বন্ধ

23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী

26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (রবিবার ব্যাংক বন্ধ)

30 জানুয়ারি স্বনাম লসার (সিকিমে ব্যাংক বন্ধ)

20241228 225304

এই সমস্ত দিন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অনুষ্ঠান অনুযায়ী এক এক জায়গায় এক একদিনে ব্যাংক বন্ধ থাকতে পারে। (Bank Holiday list 2025) তবে এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০২৫ সালের সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশিত করা হয়নি। তাই বলে এই লিস্টের সঙ্গে ছুটির তালিকা যে একেবারে মিল হবেনা এমনটা নয়।

20241228 225153 2

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উপরোক্ত দিনগুলিতেই সারা দেশ জুড়ে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে, ব্যাংক ছুটি থাকার সম্ভাবনা থাকতে পারে। যখনই ২০২৫ সালের সম্পূর্ণ ছুটির তালিকা rbi প্রকাশিত করবে, সেটাও পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানানো হবে, আর বি আই এর তালিকা অনুযায়ী দু একটা তারিখ কাটছাট হতে পারে।

যাইহোক বর্তমানে আপনার যদি ব্যাংকে কোনরকম কোন কাজ থেকে থাকে, তাহলে অযথা সময় নষ্ট না করে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে রাখুন, আগে থেকে ব্যাংক ছুটির লিস্ট গুলো যদি জেনে রাখেন, সেক্ষেত্রে আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না। কারণ ব্যাংক ছুটির আগেই আপনারা আপনাদের দরকারের কাজগুলো সেরে রাখতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *