কৃষক বন্ধুর টাকা 5000 কবে আসবে? ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে?

জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও, কৃষক বন্ধুর টাকা জুন মাসে ঢোকেনি। কবে টাকা ব্যাংকে আসবে? কোন কোন কৃষকরা এবার টাকা পাবে? পরে টাকা ঢুকতে পারে? সমস্ত কিছুই নিম্নে আলোচনা করা হলো….
কৃষক প্রকল্প কি?
রাজ্যে বসবাসকারী কৃষক বন্ধুদের জন্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কৃষক বন্ধুর প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই চাষীরা যাতে চাষবাসের সরঞ্জাম কিনতে পারেন। বা বীজ কিংবা সার কিনতে পারেন, সেই জন্য তাদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। প্রতিবছর কৃষকদের ব্যাংক একাউন্টে দুটো সমান কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়। যে সমস্ত কৃষকদের এক একর বা তার থেকে বেশি জমি রয়েছে। তারা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা সমান দুটি কিস্তিতে পায় এই প্রকল্পের মাধ্যমে। এছাড়া যে সমস্ত কৃষকদের এক একরের নিচে জমি রয়েছে, সেই সমস্ত কৃষকদের জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, সর্বনিম্ন বা সবথেকে কম বছরে ৪০০০ টাকা পায় কৃষকরা। এই টাকাটাও দুটো সমান কিস্তিতে ভাগ করে দেওয়া হয়। ২০২৫ সালে এবার খারিফ সিজনের টাকা দেওয়ার পালা। কারা আবেদন করবেন,
নিজের নামে চাষে তো জমি থাকলে কিংবা ভাগচাষী হলেও এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে, রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়ে থাকে।কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ধরন? কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত চাচি ভাইরা আবেদন করেছেন তাদেরকে বছরে দুটি সমান কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। একটি হলো রবি মরসুম, দ্বিতীয়টি হল খারিফ মরসুম। এই প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ একটি কৃষক সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারেন। এছাড়া সর্বনিম্ন 4000 টাকা পর্যন্ত দেওয়া হয় কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে।
কিভাবে আবেদন করা যাবে?
কৃষক বন্ধু প্রকল্পে যেকোনো কৃষকেরই আবেদন করার যোগ্যতা রয়েছে। সামনে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে এখান থেকেই এই কৃষক বন্ধুআরও প্রকল্পে আবেদন করা যেতে পারে। এছাড়া যদি কোন পোশাকের নিজের নামে চাষের জমি থাকে তারাও সরাসরি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এই প্রকল্পে আবেদন করার জন্য।
ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে?
বর্তমানে যদি কৃষক বন্ধু প্রকল্প পেয়েছে স্ট্যাটাস চেক করা যায় অফিশিয়াল ওয়েবসাইট থেকে, সে ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সব বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে না। হয়তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটটি আন্ডার মেনটেনেন্স এ রয়েছে। তাছাড়া অন্য কোন কারণও হতে পারে।

এছাড়াও কি সব বন্ধু প্রকল্পের যে whatsapp নাম্বার রয়েছে, সেটা আগে বন্ধ থাকলেও এই মুহূর্তে চালু করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ওই whatsapp নাম্বারেও কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে না। হয়তো আগামী কিছুদিনের মধ্যে পরিসেবা চালু হতে পারে।
লক্ষী ভান্ডার প্রকল্পে এইমাত্র টাকা ঢুকছে! নতুনদের জন্য কি খবর?
টাকা পেতে কি কি করতে হবে?
- কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই, এই প্রকল্পের সঙ্গে আধার কার্ডের লিংক করে রাখতে হবে।
- কৃষক বন্ধু ই-কেওয়াইসি আপডেট করতে হবে।
- কৃষকদের নিজের নামে জমি থাকতে হবে। ভাগচাষী হলেও আবেদন করা যাবে, সে ক্ষেত্রে সামান্য কিছু ডকুমেন্ট জমা করতে হবে।
- ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিংক রাখতে হবে, তবেই প্রকল্পের টাকা ঢুকবে।
- যদি কোন কৃষকের মোবাইলে কৃষক বন্ধু প্রকল্পে ই কেওয়াইসি বা ডকুমেন্ট আপডেট করার জন্য মেসেজ পাঠানো হয়, তাহলে কি সেই আধিকারিক অফিস থেকে সেগুলো অবশ্যই করতে হবে।
কৃষক বন্ধুর 5000 টাকা কবে আসবে?
আপনি যদি ভাগ চাষী কিংবা আপনার নিজের নামে চাষের জমি থেকে থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকেন তাহলে জানিয়ে রাখি। আর মাত্র কয়েকদিন পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। বিগত বছরগুলি দেখলে দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমের টাকা বিগত বছরগুলিতে জুন মাসেই দেওয়া হয়েছিল।
সেই অনুযায়ী অনেকেই আশা করছিলেন জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা টাকা ঢুকবে।কিন্তু জুন মাসে কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হয়নি, তাই আশা করা যাচ্ছে জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা হতে পারে। যদিও ঠিক হয়নি ,পরবর্তী প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন।
এ ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন।
Click here | |
Click here |