এবার সম্পূর্ণ বিনামূল্যেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন, আজকেই মোদির এই প্রকল্পে আবেদন করুন।

20241221 101852

নিজস্ব সংবাদদাতা:-

দিন দিন যেভাবে বিদ্যুতের খরচ বেড়ে চলেছে তাতে কপালে চিন্তার ভাঁজ করেছে আমজনতার। বিশেষ করে গরিব এবং নিম্ন যুক্ত পরিবারের মানুষরা ইচ্ছামতো ইলেকট্রিক আর ব্যবহার করতে পারেন না। কারণ অতিরিক্ত ইলেকট্রনিক্স দ্রব্য বা বেশি পরিমাণে লাইট ব্যবহার করলেই মানিব্যাগ ফাঁকা হতে পারে আপনার, ইলেকট্রিক বিল এর কারণে। ফলে অর্ধেকের বেশি সময় চিন্তায় দিন কাটাতে হয় সবাইকে। তবে এই ইলেকট্রিকের অতিরিক্ত বিল থেকে বাঁচার জন্য আরো একটি দারুণ ব্যবস্থা রয়েছে। সেটি হল বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো।

20241214 231757

যা সূর্যের আলো থেকেই ইলেকট্রিক তৈরি করে আপনার বাড়ি যাবতীয় বিদ্যুতের চাহিদা মেটাবে। আগে এই সোলার প্যানেল বসাতে প্রচুর টাকা খরচ হয়ে যেত। যা কিনা নিম্নবিত্ত এবং গরিব মানুষদের ধরা ছোয়ার বাইরে ছিল। তবে এবার মোদি সরকারের উদ্যোগে সেটাকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে।

20241214 231924

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মূল উদ্দেশ্য কি?

যে সমস্ত গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত বা সাধারণ পরিবারের ইলেকট্রিকের বিল অনেক বেশি আসে , যারা ইলেকট্রিকের বিল দিতে সমস্যায় ভুগছেন, বিশেষ করে তাদের জন্যই এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে আপনার বাড়িতে সোলার প্যানেল বসিয়ে ফ্রিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং এই বিদ্যুৎ আপনি নিজে খরচ করবেন এবং অতিরিক্ত বিদ্যুৎ সরকারকে বিক্রি পর্যন্ত করতে পারবেন। এর ফলের উপভোক্তাদের ফ্রীতে বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি বেশ কিছু টাকা ইনকামও হয়ে যাওয়ার সুযোগ থাকবে।

20241214 231839

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা

তবে এবার মোদি সরকারের তরফ থেকে এই সমস্ত গরিব দুঃখী মানুষদের কথা চিন্তাভাবনা করেই চালু করা হয়েছে নতুন এক প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। এই প্রকল্পে আবেদন করলে আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার । যেখানে ১৮ হাজার টাকা থেকে শুরু করে ৭৮ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে মোদি সরকার।

কারা আবেদন করতে পারবেন?

1)প্রথমত এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2)বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মত উপযুক্ত জায়গা থাকতে হবে,

3) ওই প্রকল্পে আবেদন করতে হলে আবেদন গাড়ির একটা বৈধ ইলেকট্রিক সংযোগ থাকতে হবে,

4) আবেদনকারীকে আগে থেকে অন্য কোন সমস্যা থেকে সোলার প্যানেলের জন্য কি নেওয়া চলবে না

5) নিজের নামে বৈধ ব্যাংক একাউন্ট থাকতে হবে।

কত টাকার ভর্তুকি পাওয়া যাবে?

বর্তমানে আপনি যদি আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে চান এবং সেই বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে চান তার জন্য এই সোলার প্যানেলের জন্য আপনাকে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল পোর্টালে আবেদন করতে হবে। যদি আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকিও পেয়ে যাবেন: ভর্তুকির পরিমাণ নিম্নরূপ:-……গৃহস্থালি দের জন্য প্রকল্পে ভর্তুকির পরিমাণ, এই প্রকল্পে দুই কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেল সিস্টেম যদি আপনি বাড়িতে বসাতে চান সেক্ষেত্রে 30 হাজার টাকা পর্যন্ত প্রতি কিলোওয়াট অনুযায়ী আপনি ভর্তুকি পেয়ে যাবেন। তবে অতিরিক্ত ক্যাপাসিটি তিন কিলোওয়াট পর্যন্ত যদি কেউ সোলার সিস্টেম বসান সেক্ষেত্রে ১৮০০০ টাকা পার কিলোওয়াট অনুযায়ী ভর্তুকি পেতে পারেন। তবে সুখবর হলো কেউ যদি তিন কিলোওয়াট এর উপরে এই সোলার প্যানেল বসান সে ক্ষেত্রে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ভর্তুকি দেওয়া হতে পারে। ……এছাড়া গ্রুপ হাউসিং সোসাইটি অথবা রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জন্য ভর্তুকির স্ট্রাকচার কিছুটা আলাদা হতে পারে সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা দেখে নিতে পারবেন।

20241214 232003 1

আবেদন কিভাবে করবেন?

এই প্রকল্পে আবেদন করতে সরাসরি প্রধানমন্ত্রী সূর্যগ্রহণ যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। (Pmsuryaghar.gov.in) এরপর এপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সাথে সাথেই আপনাদের সামনে খুলে যাবে একটি নতুন ফর্ম। এই ফর্মে এবার আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সহ আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আপনার নিকটবর্তী যদি কোন সাইবার ক্যাফে বা তথ্য থাকে সেখান থেকেও এই প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে।…….

কি কি কাগজপত্র লাগবে?

এই প্রকল্পে আবেদন করতে হলে উপভোক্তার সচিত্র পরিচয় পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংক একাউন্টে জেরক্স সহ ইলেকট্রিক সংযোগের কাগজপত্রের প্রয়োজন হবে। বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীর সূর্য গ্রহণ যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *