আজ থেকেই বাড়ল ১৪ কেজি রান্নার গ্যাসের দাম। কাদের সিলিন্ডারে কত দাম বাড়লো?

আজ থেকেই বাড়ল ১৪ কেজি রান্নার গ্যাসের দাম

এতদিন পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডারে ভালো টাকার ভর্তুকি দিচ্ছিল কেন্দ্র। তবে আজ থেকেই বাড়ল ১৪ কেজি রান্নার গ্যাসের দাম। এবার 14 কেজি ২০০ গ্রামের গ্যাস সিলিন্ডার কিনতেও অতিরিক্ত টাকা লাগবে।

বাড়ছে গ্যাস সিলিন্ডারের দাম-

দেশের দরিদ্র মানুষদের কথা চিন্তা ভাবনা করেই কেন্দ্রের মোদি সরকার নিয়ে এসেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যাতে ধোঁয়া ছাড়াই বাড়ির মায়েরা বোনেরা রান্না করতে পারেন সেই জন্য ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।

দেশের কয়েক কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। শুধু তাই নয় এই প্রকল্পের আওতায় যদি কোন মহিলা গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে গ্যাসের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণও অনেক বেশি দেওয়া হয়।

দেশ জুড়ে চালু হচ্ছে নতুন সিটিজেন কার্ড!

গত বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যাস সিলিন্ডারের দামের উপর বেশ কিছুটা ভর্তুর ঘোষণা করেছিলেন তাতে স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ। তবে এবার আজ থেকেই বাড়ল ১৪ কেজি রান্নার গ্যাসের দাম।

কত টাকা দাম বাড়লো রান্নার গ্যাসে?

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম অতিরিক্ত দিতে হবে।

অর্থাৎ যারা উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেন তারা যদি আগে ভর্তুকি বাদে 500 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করতেন সেক্ষেত্রে এবার আরও অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। অর্থাৎ এবার তাদেরকে ৫৫০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি হবে।

এবং যে সমস্ত সাধারণ উপভোক্তারা ১৪ কেজি দুশো গ্রামের গ্যাস সিলিন্ডার 829 টাকা দিয়ে বুকিং করতেন, এবার তাদেরকে আরো ৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য।

আজ থেকেই বাড়ল ১৪ কেজি রান্নার গ্যাসের দাম
আজ থেকেই বাড়ল ১৪ কেজি রান্নার গ্যাসের দাম

অর্থাৎ এবার গ্যাসের জন্য সাধারণ উপভোগ তাদের খরচ করতে হবে 879 টাকা করে। তাছাড়া ভারতবর্ষে যে সমস্ত জায়গায় ধরুন ৮০০ টাকা গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছিল সেখানে এবার ৫০ টাকা অতিরিক্ত অর্থাৎ ৮৫০ টাকা দিয়ে তাদের গ্যাস সিলিন্ডার ভর্তি হবে।

গ্যাসের দাম বাড়ায় কি জানালো কেন্দ্রীয় মন্ত্রী?

গ্যাস সিলিন্ডারের দাম ভাড়া নিয়ে এই দিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, এবার রান্নার গ্যাসে সামান্য কিছু দাম বাড়ানো হচ্ছে। যারা উজ্জ্বলা যোজনা আর গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকে অতিরিক্ত ৫০ টাকা এবং যারা সাধারণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদেরকেও অতিরিক্ত ৫০ টাকা করে দিতে হবে।

কিভাবে বানাবেন গিভলি ইমেজ, নিজের ছবিকে কার্টুন বানান মাত্র এক মিনিটে।

তিনি জানিয়েছেন ভর্তুকি দেওয়ার কারণে গ্যাস সংস্থাগুলির প্রায় ৪৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছিল। তাই সেগুলিকে সামাল দেওয়ার জন্যই এই দাম বৃদ্ধি করা হয়েছে।

সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান সাধারণ মানুষদের হয়রানি করার জন্য এই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি। রান্নার গ্যাসের উপর ভর্তুকি দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে তেল সংস্থার, সেগুলি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে।

অর্থাৎ তেল সংস্থাগুলির ক্ষতি কমাতেই এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

এমনিতেই প্রতিমাসের শুরুতেই গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ হয়। সেই অনুযায়ী বাণিজ্যিক ১৯ কেজি রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪১ টাকা করে কমানো হয়েছিল। তাতে অবশ্য সাধারণ মানুষের তেমন কোনো স্বস্তি না হলেও যারা রেস্তোরার মালিক তাদের বেশ কিছুটা উপকার হয়।

তবে এবার 14 কেজি ২০০ গ্রামের রান্নার যে ঘরোয়া গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারেরও দাম বেড়ে গেল। তবে ইতিমধ্যেই পহেলা বৈশাখের আগেই গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়তে পারেন বলে মনে করছেন রাজ্যের বেশ কিছু বিরোধী দলগুলি।

ভবিষ্যতে গ্যাসের দাম কমবে?

এই মুহূর্তে গ্যাস সিলিন্ডারের দাম যেহেতু বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে বলা যেতেই পারে আগামী কয়েক মাস গ্যাস সিলিন্ডারের দাম তেমন একটা কমার সম্ভাবনা নেই। তবে সামনেই যেহেতু নির্বাচন রয়েছে। নির্বাচনের আগেই এই গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা হলেও কমতে পারে।

তখনই হয়তো সাধারণ মানুষের আরো বেশ কিছুটা সূরা হা হবে। তবে এই মুহূর্তে রান্নার গ্যাসে ৫০ টাকা অতিরিক্ত দাম বেড়েছে ফলে অতিরিক্ত দাম দিয়েই আমজনতা এই গ্যাস সিলিন্ডার কিনতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে সবার আগে আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ গুলি ফলো করুন লিংক নিচে দেওয়া হল

WhatsApp ChannelClick Here
Facebook PageClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *