আজকেই ঢুকলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। Lakshmi Bhandar old age pension

রাজ্যজুড়ে খুশির হাওয়া আজকেই ঢুকলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা। তবে এবার কিন্তু সবাই টাকা পাচ্ছেন না। লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবে ? কারা টাকা পাবে না? বিস্তারিত জানানো হয়েছে এই প্রতিবেদনে।
লক্ষী ভান্ডার প্রকল্প:
২০২১ সালে নির্বাচনের আগে লক্ষী ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময়ে জানানো হয়েছিল রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে চালু করা হবে এই প্রকল্প।
আজ থেকেই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম
এবং প্রত্যেক মা-বোনেদের হাত খরচ বাবদ দেওয়া হবে 500 টাকা এবং 1000 টাকা করে। পরবর্তীতে আবারও এই প্রকল্পের টাকা বাড়ানো হয়। এখন এই প্রকল্পে প্রতি মাসে 500 বদলে ১০০০ টাকা এবং ১ হাজার টাকার বদলে ১২০০ টাকা করে পাওয়া যাচ্ছে।
ইতিমধ্যেই লক্ষী ভান্ডার প্রকল্পে প্রায় 2 কোটি 21 লক্ষ মহিলা সুবিধা পাচ্ছেন। গত দুয়ারে সরকারের ক্যাম্পে আরো প্রায় কয়েক হাজার মহিলা নতুন ভাবে যুক্ত হয়েছেন। যারা এই মাস থেকে এ লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারেন।
আজকেই ঢুকলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা:
এই এপ্রিল মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে অনেক মানুষের মনেই চিন্তা ছিল। তবে এবার সব চিন্তার অবসান করেই গত এপ্রিল মাসের 3 তারিখ থেকেই লক্ষী ভান্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়।
তবে 3 তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে ক্রেডিট না হয়ে 5 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়। এবং ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে আজও অনেক মহিলার ব্যাংক একাউন্ট এলো কিভাবে টাকা ঢুকেছে বলে জানা যাচ্ছে।

যারা এই মুহূর্তে টাকা পায়নি তারা কবে পাবে?
যেহেতু লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয় সেজন্য। সবার ব্যাংক একাউন্টে একসঙ্গে টাকা ঢোকে না, কারো আগে কারো পরে টাকা ঢোকে।
কম্পিউটারের রেনডমলি টাকা দেওয়ার কারনে কোন কোন জেলার মহিলারা আগে পান, আবার কিছু জেলার মহিলারা পরে টাকা পান।তবে সবাই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এমনটাই আশা করা হচ্ছে।
যারা নতুনভাবে ও আবেদন করেছিলেন তাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় এবং স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে এই এপ্রিল মাসেই।
তবে যাদের আবেদন পত্র রিজেক্ট হয়ে যাবে, যাদের ব্যাঙ্ক একাউন্ট valedation এরর থাকবে, বা অন্য কোন পেন্ডিং জাতীয় সমস্যা থাকবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে।
বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী টাকা কবে পাবে?
প্রতি মাসে ৬ থেকে ১২ তারিখের মধ্যেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া হয়ে থাকে। তবে এপ্রিল মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এখনো সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি।
তবে আশা করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্ত প্রকল্পের টাকাও উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। টাকা ঢুকে গেলেই সেই আপডেট আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলি ফলো করতে ভুলবেন না।